প্রবাসী ইকবাল

প্রবাসী ইকবাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রবাসী ইকবাল, Digital creator, Abu Dhabi.
(2)

03/12/2025

54th Uae National Day

সত্যিকারের মানুষগুলোকে একসাথে থাকলে চেনা যায়। ভালো সময়ে সবাই থাকে, কিন্তু খারাপ সময়ে পাশে দাঁড়ানোর শক্তিটাই কাউকে আলাদা ...
02/12/2025

সত্যিকারের মানুষগুলোকে একসাথে থাকলে চেনা যায়। ভালো সময়ে সবাই থাকে, কিন্তু খারাপ সময়ে পাশে দাঁড়ানোর শক্তিটাই কাউকে আলাদা করে দেয়।

সম্পর্কের সৌন্দর্য কিসে, কথায়, নাকি উপস্থিতিতে?


29/11/2025

২ ডিসেম্বর—UAE ন্যাশনাল ডে—কে ঘিরে চারপাশে শুরু হয়েছে নানা আয়োজনের ব্যস্ততা। শহরের রাস্তাঘাট সাজানো হচ্ছে জাতীয় পতাকার রঙে, মলে চলছে বিশেষ অফার আর সাংস্কৃতিক অনুষ্ঠান, আর বিভিন্ন স্থানে প্রস্তুতি নেওয়া হচ্ছে চমকপ্রদ আতশবাজির প্রদর্শনী আয়োজনের। পরিবারের সঙ্গে ঘুরে দেখার, আনন্দ ভাগ করে নেওয়ার এবং এই দেশের ঐক্য ও অর্জনকে শ্রদ্ধা জানানোর জন্য এটিই সবচেয়ে উৎসবমুখর সময়। 🇦🇪✨

20/09/2025
04/09/2025
31/08/2025
এক কাপ চা আর আল্লাহর রহমত” — একটি সত্য ঘটনা 💔রাত তখন অনেকটা গভীর। শহরের একটি ছোট চায়ের দোকান। এক বৃদ্ধ লোক এসে চুপচাপ বস...
30/07/2025

এক কাপ চা আর আল্লাহর রহমত” — একটি সত্য ঘটনা 💔

রাত তখন অনেকটা গভীর। শহরের একটি ছোট চায়ের দোকান। এক বৃদ্ধ লোক এসে চুপচাপ বসে চায়ের অর্ডার দিলেন। দোকানের তরুণ মালিক তাকে চিনে ফেলল —
এই লোক একসময় একজন নামকরা ব্যবসায়ী ছিলেন, এখন সম্পূর্ণ নিঃস্ব।

তরুণটি বিনয়ের সাথে বলল,
“চাচা, আজ টাকা দেবেন না, আমার তরফ থেকে, আপনি একসময় অনেককে সাহায্য করেছেন।”

বৃদ্ধ লোকটির চোখে জল এসে গেল। তিনি বললেন,
“বাবা, আমি ভেবেছিলাম সবাই আমাকে ভুলে গেছে, আজ তুমি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রহমত হয়ে এলে।”

তরুণ হেসে উত্তর দিল,
“না চাচা, আমি আপনাকে ভুলিনি, আমার বাবা বলতেন — ‘যে মানুষ আল্লাহর ভয়ে মানুষকে সাহায্য করে, একদিন আল্লাহ তার পাশে মানুষ পাঠিয়ে দেন।’”

📖 কখনো কারো প্রতি দয়া দেখাতে দ্বিধা করো না। হয়তো তুমি নিজেই কারো জন্য আল্লাহর পাঠানো রহমত।

🕊 মানুষ চলে যায়, কিন্তু দয়ার ছায়া থেকে যায়।

🤲 শেয়ার করুন, যদি মনে করেন দয়া ও ভরসা এখনো বেঁচে আছে এই দুনিয়ায়।

Address

Abu Dhabi
111188

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী ইকবাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share