
18/04/2025
আলহামদুলিল্লাহ #আলমাস_ইউনুস_ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন সাহেব মানব কল্যাণমূলক আরেকটি প্রজেক্ট #মোহাম্মদ_জসিম_উদ্দীন_ফাউন্ডেশন কর্জে হাসানা(সুদ মুক্ত ঋন) দেয়ার কাজ শুরু করেছেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আংকেলকে হায়াতে রিযিকে বারাকাহ দান করেন এবং ভবিষ্যতে আরো বেশি বেশি জনকল্যাণ ও সেবামূলক কাজ করার তাওফীক দান করেন।