
23/08/2025
চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার ছোট দুর্গাপুর মিয়াজি বাড়ি (দুবাই প্রবাসী) সবুজ গতকাল রাতে ওমানির লোকের হাতে দুবাই তে খুন হয়।
সবুজ তার রুমমেট এর কাছে বাসা ভাড়া টাকা পাইতো সে টাকা চাইতে এক পর্যায়ে রুমমেটের সাথে কথার কাটাকাটি হয় কথার শেষে যখন সবুজ রাস্তায় দিয়ে হাটা শুরু করে হঠাৎ পিছন থেকে ওই লোক ভাড়ি কোন বস্তু দিয়ে মাথায় আঘাত করে এবং সে মাটিতে পড়ে যায় সবুজ সাথে সাথে মারা যায় ঘটনার এই স্তলে।
#ঘটনা #স্থলঃ ( দুবাই আজমান কেরামা সিগনাল )তার লাশ পুলিশের হেফাজতে হসপিটালে আছে ,যে লোক সবুজ কে হত্যা করেছে সে ওমানি এবং খুনি আসামিকে পুলিশ আটক করেছে আসামি থানায় আছে ।
সবুজ যে যায়গাতে খুন হয়েছে সেখানকার সিসি টিভি ফুটেজ দেখে আসামিকে সনাক্ত করেছে এবং দুবাই তে সবুজ এর খুনের মামলা হয়েছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমীন
Copy past.