Nil Akash

Nil Akash funny times

দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোন মু...
11/06/2025

দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে। সেই সাতটি বৈশিষ্ট্য হলো :

১. #আন্নানা- এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও। নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না,

২. #মান্নানা- এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদী মেয়েদের,

৩. #হান্নানা- হান্নানা এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা।

৪. #কান্নানা- স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ।

৫. #হাত্তকা্হ- হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যদি দুই টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না।

৬. #শাত্তকা্হ- এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে।

৭. #বার্রকা্হ- এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে

মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব।

উপরোক্ত এই সাতটি গুন যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক।

আমিন....

-ইমাম গাজ্জালী( রহঃ)

গতকাল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সবাইকে ইমোশনাল করে ফেলেছিল। হাজারো ...
11/06/2025

গতকাল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সবাইকে ইমোশনাল করে ফেলেছিল।

হাজারো উত্তেজনার মাঝে যখন কিছু উশৃঙ্খল দর্শক টিকিট ছাড়াই গেট ভেঙে ঢোকার চেষ্টা করে, তখন সেনাবাহিনী তার নিজের দায়িত্ব পালন করে।

তবে সেই বিশৃঙ্খলার মাঝেই একজন পতাকা বিক্রেতা - যিনি জাতীয় পতাকা বুকে ধারণ করে জীবিকা নির্বাহ করেন - দুঃখজনকভাবে ভুলভাবে লাঠিচার্জের শিকার হন।

এটি ছিল একটি নিখাদ ‘মোমেন্ট অফ দ্যা হিটের’ ফলাফল - যা আমাদের কেউই প্রত্যাশা করে নি!

তবে আজ সেনাবাহিনী সেই পতাকা বিক্রেতা ভাইকে খুঁজে বের করেছে, দুঃখপ্রকাশ করেছে এবং সমবেদনার নিদর্শন হিসেবে ১ লাখ টাকার অনুদান দিয়েছে!

এভাবেই সেনাবাহিনী সবসময় দেশের মানুষের জন্য, দেশের পাশে থাকুক - শৃঙ্খলার প্রশ্নে আপসহীন, কিন্তু মানুষের কষ্টে বিনীত!

19/04/2025

18/04/2025

প্রথমে ভাবছিলাম,
বিমানের কেবিন ক্রুকে বাতাস কর্তেছে। পরে ভালো কইরা খেয়াল কইরা দেখলাম না, বিমানের VIP মশা মার্তেছে।
゚viralシ

17/04/2025

আল্লাহ সবাইকে হেদায়েত দান কর , এই সমস্ত কালো জাদুর কারণে মানুষের জীবন অর্ধেক শেষ হয়ে গেছে। দেখলেও গায়ের লোম দাঁড়িয়ে যায়।
゚viralシ

12/04/2025

মিজানুর রহমান আজহারীর স্লোগানে প্রকম্পিত সোহরাওয়ার্দী

12/04/2025

এটা সত্যিকারের মানুষদের গণ-জমায়েত, কোন দলের নয়!

06/09/2024

আমরা এসেছি রক্ত..
#শিবির

06/09/2024

ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ 🍂

🚩 মেহফিল-ই-ইনকিলাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।।

📽️ Salman Ahmed.


#কাওয়ালি

04/09/2024

পোলাপান গুলার কি হয়ছে? কয়দিন আগেও কনসার্টে পট, প্রকাশ্যে নষ্টামি করতো আর এখন এরা কত ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন কাওয়ালি সংগীত গাইছেন।-?
-এমন বাংলাদেশ ই কি আমরা চেয়েছিলাম?
- চবি ০৪.০৯.২০২৪

04/09/2024

হে মহা দিশারী আলোর কাফেলা—
জেগে ওঠো জেগে ওঠো তব এই বেলা.....

Address

Abu Dhabi

Alerts

Be the first to know and let us send you an email when Nil Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nil Akash:

Share