Takbir Media

Takbir Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Takbir Media, Media/News Company, .

17/07/2025
জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার বয়ানের সারসংক্ষেপ ধর্ম দেশ ও জাতির অতন্দ্র প্রহরী,খতীব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফ...
01/11/2024

জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার বয়ানের সারসংক্ষেপ
ধর্ম দেশ ও জাতির অতন্দ্র প্রহরী,খতীব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিযাহুল্লাহ।
ডেস্ক:তাকবীর।
১ নভেম্বর ২০২৪
হামদ ও সানার পর বয়ানের শুরুতে তিনি জুমার দিনের ফজিলত আলোচনা করেন। এরপর বলেন, রাসুলুল্লাহ সাঃ তার অধিকাংশ খুতবার শুরুতে তাকওয়া বিষয়ক কয়েকটি আয়াত তেলাওয়াত করতেন। এরমধ্যে সুরা আলে ইমরান, নিসা, আহযাব ও হাশর অন্যতম। আজকে সুরা হাশরের আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানবো ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা আয়াতের শুরু করেছেন 'হে মুমিনগণ' বলে। এটি অত্যন্ত মোহাব্বত ও আবেদনপূর্ণ আহবান। এই আহ্বানের মাধ্যমে তিনি মুমিনদেরকে ঈমানের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন। ঈমানের অন্যতম দিকনির্দেশনা হলো, তাকওয়া অর্জন করা।

তাকওয়া মানে কি, তাকওয়া হচ্ছে আল্লাহর নেয়ামতকে স্মরণ করে, তার সামনে উপস্থিত হওয়ার বিষয়কে মনে ধারণ করে, আল্লাহর নির্দেশিত সকল বিধান পালন করা এবং নিষেধকৃত সকল কাজ থেকে বিরত থাকা।

তাকওয়া মানে শুধু ভয় নয়, কারণ যে ভয়ের পরে করণীয় না থাকে তাকে তাকওয়া বলে না। আরবি
শব্দ ওয়াও, কাফ, ইয়া এই মূল ধাতুর অর্থই হচ্ছে বেঁচে থাকা। অর্থাৎ আল্লাহর নিষেধকৃত সকল কাজ থেকে বেঁচে থাকা।

পাশাপাশি আল্লাহ এই আয়াতে মুমিনদেরকে কিয়ামত দিবসের জন্য কী প্রেরণ করেছে, তা চিন্তা করার আদেশ দিয়েছেন। মুমিনের আসল জীবন হচ্ছে আখেরাতে জীবন। এই আয়াতে আগামীকাল বলা হয়েছে, কারণ আখেরাতের দীর্ঘ জীবনের তুলনায় পুরো দুনিয়ার সময় একদিনের মতোই বা তার চেয়েও কম।

এজন্য প্রতিটি মুমিনের কর্তব্য হল, কবরে যাওয়ার আগে কবরের প্রশ্নের উত্তর তৈরি করে নিয়ে যাওয়া।
কবরে যে তিন প্রশ্ন করা হবে তার উত্তর শুধু মুখস্ত করে গেলেই হবে না, বরং যদি সত্যিকার অর্থে নিজের জীবনে তা বাস্তবায়ন করা যায় তাহলে আরবি না জানলেও কবরে গিয়ে আরবিতে উত্তর দেওয়া সম্ভব হবে।

কবরের প্রশ্ন সমূহের সারমর্ম হচ্ছে, আল্লাহর উপর বিশুদ্ধভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষনবী শ্রেষ্ঠনবী বিশ্বনবী মেনে তার জীবন বিধানকে বাস্তবায়িত করা। বেদাত এবং জাহিলিয়াতমুক্ত জীবন গঠন করা।

এরপর তিনি তাকওয়ার বিভিন্ন প্রকাশক্ষেত্রের মধ্যে থেকে দুইটি প্রকাশ ক্ষেত্র আলোচনা করেছেন।
প্রথম হলো, জুলুম থেকে বেঁচে থাকা। হাদিসে আল্লাহ রাসুল বলেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কারণ জুলুম কেয়ামতের দিন গভীর এবং অনেক অন্ধকারের কারণ হবে। 'একটি জুলুম' বা 'একটু জুলুম' যেটাই হোক না কেন, একজনের উপর জুলুম বা একাধিক ব্যক্তির উপর জুলুম সর্বক্ষেত্রেই জালেমের জন্য হবে, তার জীবনে কোন আলো থাকবে না।

জুলুমের অন্যতম প্রকাশক্ষেত্র হলো, দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া। বর্তমানে অন্যায়ভাবে সিন্ডিকেট করে যেভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে পুরো দেশের মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে পূর্বে কখনোই এমন ছিল না। তারপরও দ্রব্যমূল্য বাড়ানো এবং এভাবে বাজার নিয়ন্ত্রণ করে মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি কোন বাজারে অন্যায় ভাবে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়, আল্লাহ কেয়ামতের দিন তাকে আগুনের বড় জায়গায় বসিয়ে শাস্তি দিবেন।

আজকে যারা সিন্ডিকেট করছে তাদের অপরাধ চোর ডাকাত বা অর্থ আত্মসাৎকারীদের মতই ভয়ংকর এবং তাদের এই অতিরিক্ত উপার্জন পরিষ্কার হারাম।

তাকওয়ার দ্বিতীয় প্রকাশক্ষেত্র হলো, সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, আদম এবং হাওয়া থেকে তিনি পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন।

তাই পুরুষের পুরুষ থাকা এবং পুরুষের জন্য আল্লাহর প্রদত্ত সকল বিধান পালন করা ফরজ। নারীর জন্য নারী থাকা এবং নারী হিসাবে আল্লাহ প্রদত্ত সকল বিধান পালন করা ফরজ।

কোন পুরুষ নারীতে রূপান্তর হওয়া অথবা নিজেকে নারী মনে করা, অনুরূপভাবে কোন নারী নিজেকে পুরুষে রূপান্তরিত করা অথবা নিজেকে পুরুষ ভাবা হারাম এবং কবিরা গুনাহ। এটা আল্লাহর সাথে যুদ্ধ করার সমতুল্য। এল জি বি টি বা সমকামিতা একটি রুচিবিরুদ্ধ ঘৃণ্য অপরাধ। এই অপরাধকে সমর্থন কোন মুসলমান দিতে পারে না।

আজকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার কথা গণমাধ্যমে এসেছে, যতটুকু জানি বাংলাদেশ সরকার এখনো এই সিদ্ধান্ত নেননি। আমরা আশা করব সরকার এই সিদ্ধান্ত নিবেন না এবং এই মুসলিম দেশে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন না।

যে জাতিসংঘ ইজরায়েলের জুলুম থেকে ফিলিস্তিনের শিশুদের রক্ষা করতে পারিনি, যুদ্ধ বন্ধ করতে পারেনি এমনকি ঔষধ ও খাবার পর্যন্ত অনুরোধ করেও ঢুকাতে পারেনি তারা কিভাবে মানবাধিকারের কথা বলে...!
মানবাধিকার শিখতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে। আমরা রাসূলের আদর্শ নিজেরা বাস্তবায়ন করব এবং এর দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিব।

মহান আল্লাহ আমাদের সবাইকে আমলের তাওফিক দান করুন। আমিন।

সংগৃহীত।

সহস্র জনতার উপস্থিতিতে বরেণ্য আলেমদের অংশগ্রহণে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উপহার দেয়ায় আল আমিন সংস্থার প্রতি কৃ...
01/11/2024

সহস্র জনতার উপস্থিতিতে বরেণ্য আলেমদের অংশগ্রহণে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উপহার দেয়ায় আল আমিন সংস্থার প্রতি কৃতজ্ঞতা : ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশ

দেশের অন্যতম ঐতিহ্যবাহী সমাজসেবী সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অত্যন্ত সুশৃঙ্খল ও সফলতার সাথে সমাপ্ত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনতে আল আমিনের প্যান্ডেলে জড়ো হয়েছেন। সারাদেশ হতে জনপ্রিয় হক্কামি আলেমগণ তাশরিফ এনেছেন। জাতিকে দীনের সঠিক বার্তা পৌঁছাতে আল আমিনের এত বৃহৎ উদ্যোগ সফল হওয়ায় ঐতিহ্যবাহী ইসলামী নবজাগরণ সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। তারা দীনের সঠিক জ্ঞান ও বয়ান থেকে অধিকাংশ সময় মাহরুম হন। ফলে সমাজের তৃণমূলের সাধারণ মানুষ খুব সহজে কৃসংস্কার ও ভ্রান্তিতে জড়িয়ে পড়েন। এসকল মানুষের দীনের পথে ফিরিয়ে আনতে, ইসলামের সঠিক জ্ঞান ও বার্তা জানান দিতে বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরামের উপস্থিতিতে মাহফিল আয়োজনের প্রচলন রয়েছে। এসব মাহফিল ইনতিজামে ব্যাপক শ্রম ও অর্থ ব্যয় হলেও দীন দরদি সংগঠনগুলো এমন মাহফিলগুলোর আয়োজন করে দীনের বৃহত্তর খেদমত আনজাম দেয়।

আল আমিন সংস্থা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মানবদরদী দীন প্রেমী একটি সামাজিক সংগঠন। এ সংগঠন আপামর জনতার কথা চিন্তা করে প্রতি বছর এমন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে। এ মাহফিলের অপেক্ষায় থাকে দেশ বিদেশের অসংখ্য দীনপ্রেমী তৌহিদি জনতা। সহস্র মানুষের হৃদয়ে আকাঙ্খা পূরণ করায় আমরা আবারও আল আমিন সংস্থার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং অতীতের ন্যায় আগামীতেও আল আমিন সংস্থার যেকোনো দীনি ও সামাজিক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।

মুহাম্মদ হানিফ
সভাপতি: ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ।

মুহাম্মদ মঈনুদ্দীন রাউজান (দুবাই)
সদস্য (২০০) আল আমিন সংস্থা।
মহাসচিব, ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ।

বাংলাদেশের ভূমি কুরআনের ভূমি—ড. আ ফ ম খালিদ হোসেনডেস্ক:তাকবীর। বহুবছর ধরে বাংলাদেশের হাফেজগণ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতি...
01/11/2024

বাংলাদেশের ভূমি কুরআনের ভূমি
—ড. আ ফ ম খালিদ হোসেন
ডেস্ক:তাকবীর।
বহুবছর ধরে বাংলাদেশের হাফেজগণ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে আসছে। দেশের সুনাম ছড়িয়ে দিচ্ছে। মাদরাসাগুলো হচ্ছে আলোর মিনার আর আলেমগণ আকাশের তারকা। আলেম সমাজ আছে বলেই এখনও মসজিদের মিনার থেকে আজান শোনা যায়। মানুষ ইসলামকে জানতে পারছে। এ কাজকে আরও বেগবান করতে কওমী মাদরাসা সনদকে কার্যকরি করতে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সেক্টরে আলেমদের নিয়োগ দিতে আমি চেষ্টা করে যাচ্ছি।

আজ শুক্রবার ( ১নভেম্বর ) কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা হজ্জের খরচ কমাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ১লক্ষ টাকা কমাতেও পেরেছি। আরও খরচ কমাতে বিকল্প পথ হিসেবে সমুদ্র পথে হাজী পাঠাতে সৌদির সঙ্গে কথা বলেছি৷ আমি আশাবাদী '২৬ সাল হতে যেন আমরা সমুদ্র পথে হজযাত্রী পাঠাতো পারবো। এছাড়াও আমাদের ধর্মীয় সেক্টরকে আরও সমৃদ্ধ করতে, উচ্চশিক্ষার পথ সুগম করতে বিভিন্ন আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে চুক্তি করতে চেষ্টা চলমান রয়েছে।

মুহাম্মাদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হোসাইন ও মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনা ও মুফতী জসীমউদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা মীর কাসেম ও মাওলানা সোলায়মানের ধারাবাহিক সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী সাঈদুল ইসলাম আসাদ।

আর্ত মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় দেশের আলোচিত সেবামূলক সংগঠন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আল-আমিন সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মাহফিলে আরও তাফসীর পেশ করেন, আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মুফতী রাফি বিন মুনির, মুফতী সিরাজুল্লাহ মাদানী, মুফতী সোলাইমান, মাওলানা ইসমাইল খান প্রমুখ।

Address


Telephone

+971567282156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Takbir Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Takbir Media:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share