29/10/2025
সমাজে পুরুষের মূল্যায়ন যেন একটাই মাপকাঠিতে হয়—টাকা। তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, যতই পরিশ্রম করো না কেন, পকেটে টাকা না থাকলে মানুষ তোমাকে “ব্যর্থ” বলেই গোনে।তোমার হাসি, তোমার পরিশ্রম, এমনকি তোমার ভালোবাসাও তখন তুচ্ছ মনে হয় সবার কাছে।
পুরুষের চোখের ঘুম নেই, মুখে হাসি নেই—কেবল জীবনের বোঝা টেনে নিয়ে চলে, যেন একটি যন্ত্র। দিনের পর দিন পরিশ্রম করে, ঘাম ঝরায়, তবু যদি সামান্য অর্থের অভাব হয়, সমাজ তাকে দোষী বানিয়ে ফেলে।স্ত্রী, সন্তান, আত্মীয়—সবাই তখন দূরত্ব তৈরি করে, যেন টাকার অভাবে মানুষটির ভালোবাসা, সম্মান সব মুছে যায়!
এটাই বাস্তবতা—তুমি পুরুষ, তোমার পরিচয় তোমার টাকায়!যেদিন পকেটে টাকা থাকবে, সেদিন তোমার চারপাশে লোকজন থাকবে।আর যেদিন টাকাটা থাকবে না, সেদিন সবার চোখে তুমি “অযোগ্য”—“অভাগা”!
কিন্তু কেউ জানে না, এই টাকার পেছনে এক পুরুষ কতটা রাত নির্ঘুম কাটায়, কতটা ভাঙে ভিতরে ভিতরে, কতটা কষ্ট লুকিয়ে রাখে হাসির আড়ালে!
তবুও সে থামে না,কারণ সে জানে—পুরুষ হিসেবে বাঁচতে হলে কাঁধে টাকার ভারটাই বহন করতে হবে… না হলে সমাজ তোমার নামটাই ভুলে যাবে!
বাস্তবের আয়না– পুরুষ মানেই দায়িত্ব, ত্যাগ আর নিরব সংগ্রাম...!