
21/07/2025
হারলেও তোমাদের সাথে আছি ❤️
জিতলেও তোমাদের সাথে আছি ❤️
এটা ছিল আমাদের প্রথম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট প্রথমবার হিসাবে আমরা যথেষ্ট চেষ্টা করেছি 4v4 এ BRU , FALCON , AG , VP দের অনেক ভালো ফাইট দিয়েছি ।
আমরা নতুন অনেক কিছু শিখে এসেছি যা আমাদের ভুলগুলো শুধরে নিতে সাহায্য করবে ।
মূলত আমরা নরমালি খেলতে পারিনি পরিবেশ একেবারে ভিন্ন ছিল আমাদের opponent গুলো অনেক বছর ধরে বড় স্টেজে পারফর্ম করে আসছে তাদের তুলনায় আমাদের Experience এর ঘাটতি রয়েছে । আন্তর্জাতিক ভাবে আমাদের দেশে eSports এর যাত্রা কেবল মাত্র শুরু । এখনো অনেককিছু দেখানো বাকি রয়েছে
আমাদের সাপোর্ট সবসময় বজায় রাখতে হবে
আমাদের South Asiar দেশ গুলো (BD , PAK , IND , NEP) এইসব দেশ গুলা যদি প্রত্যেক ২ -১ মাস পর পর South East Asiar দেশগুলোর সাথে কম্পিট করার সুযোগ পায় তাহলে খুব ভালো কম্পিটিশন দিতে পারবে ।
South Asiar দেশ গুলোর প্রতি গ্যারেনার নজর দেয়া উচিৎ কারণ বড় টুর্নামেন্ট খেলতে না পারলে
আমরা কম্পিটিশন এ অনেক পিছিয়ে থাকবো
India থেকে এইবার FFWS Global a ডিরেক্ট স্লট পাবে FFMIC এর মাধ্যমে Pakistan ও ডিরেক্ট স্লট পাবে । FFWS এ এইবার বাংলাদেশের যাওয়ার কোনো ওয়ে নাই । গ্যারেনার এইসব জিনিস ভালো ভাবে বিবেচনা করা উচিত ।