সহীহ হাদিস প্রতিদিন

সহীহ হাদিস প্রতিদিন “Whoever directs someone to do good will gain the same rewards as the one who does good”

আস সালামু আলাইকুম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তা'আলার জন্য।
শত কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি।

এই পেজ চালু'র তারিখঃ
২৫শে জানুয়ারী ২০১১

(এই পেজ কোন রাজনৈতিক দল, মত বা গোষ্টির প্রতিনিধিত্ব করে না)
"আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল"

যতক্ষন হুশ আছে নামাজের হুকুম রহিত হয় না-
25/09/2025

যতক্ষন হুশ আছে নামাজের হুকুম রহিত হয় না-

25/09/2025

দরূদ পাঠের ফজিলত-

একজন সাহাবি রাসূলকে বলেছিলেন, তিনি তাঁর উপর সর্বদা দরুদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছিলেন, ‘‘যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে (প্রয়োজন পূরণ হবে) এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।’’

[তিরমিযি: ২৪৫৭, হাকিম: ২/৪৫৭, হাদিসটি সহিহ]

অশুভ লক্ষন বলতে কিছু নেই-
24/09/2025

অশুভ লক্ষন বলতে কিছু নেই-

24/09/2025

“মুনাফিকরা আল্লাহ তা‘আলাকে ধোকা দেয়। আল্লাহ তা‘আলা উহার প্রতিদান দিবেন। তারা অলস ভাবে সালাত আদায় করতে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে। তারা আল্লাহকে কমই স্মরণ করে”

[সূরা আন-নিসা, আয়াত: ১৪২]

সালাত শেষে-
23/09/2025

সালাত শেষে-

নামাজ মানে আল্লাহর স্মরণ-
22/09/2025

নামাজ মানে আল্লাহর স্মরণ-

22/09/2025

একাকী সালাতের চেয়ে জামা‘আতে সালাতের মর্যাদা ২৭ গুণ বেশি

(মুসলিম, আস-সহীহ ১/৪৫০)

সুবহান আল্লাহ-
22/09/2025

সুবহান আল্লাহ-

22/09/2025

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ঈমান ও কুফরের মধ্যে ব্যবধান হলো সালাত পরিত্যাগ করা।

[তিরমিযী, ২৬১৯]

সালাতের হিফাজত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ-
21/09/2025

সালাতের হিফাজত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ-

সালাতের মাধ‍্যমেই বিপদে সাহায্য প্রার্থনা করতে হয়-
21/09/2025

সালাতের মাধ‍্যমেই বিপদে সাহায্য প্রার্থনা করতে হয়-

সালাত আদায় করুন-
20/09/2025

সালাত আদায় করুন-

Address

Abu Dhabi

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহীহ হাদিস প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share