সহীহ হাদিস প্রতিদিন

সহীহ হাদিস প্রতিদিন “Whoever directs someone to do good will gain the same rewards as the one who does good”

আস সালামু আলাইকুম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তা'আলার জন্য।
শত কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি।

এই পেজ চালু'র তারিখঃ
২৫শে জানুয়ারী ২০১১

(এই পেজ কোন রাজনৈতিক দল, মত বা গোষ্টির প্রতিনিধিত্ব করে না)
"আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল"

04/08/2025

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
হে কুরাইশ যুবকেরা! তোমরা নিজ যৌনাঙ্গ হিফাজত করো, কখনোও ব‍্যভিচারে লিপ্ত হয়ো না। জেনে রাখো, যে ব্যক্তি নিজ লজ্জাস্থানকে হিফাজত করতে পেরেছে তার জন‍্যই তো জান্নাত।

(সহীহুত তারগীবি ওয়াত তারহীবি, হাদিস ২৪১০)

04/08/2025

► কঠিন বিপদে আল্লাহর রহমত লাভ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি দরূদ পাঠ করুন-

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পড়ে আল্লাহ এর বিনিময়ে তার উপর দশবার রহমত নাযিল করেন’

(মুসলিম হা/৪০৮)

04/08/2025

‘অজু করার সময় কেউ যদি উত্তমরূপে অজু করে তাহলে তার শরীরের সমস্ত গুনাহ ঝরে যায়। এমনকি তার নখের নীচের গুনাহও বের হয়ে যায়’

(সহীহ মুসলিম হা/৬১০)

04/08/2025

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে আমার সুন্নাত থেকে বিরাগভাজন হয় সে আমার দলভুক্ত নয়।

[মুসলিম, ৩২০৬]

04/08/2025

“আল্লাহকে অধিক-রূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।”

(সূরা জুমআ ১০ আয়াত)

03/08/2025

দুনিয়া মু'মিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত"

[মুসলিম,২৯৫৬]

03/08/2025

রিমাইন্ডার-
প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুণ এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন।

(সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ-৯৭২)

03/08/2025

হাসান বাছরী (রহঃ) বলেছেন, ‘রিয়া (ছোট শিরক-লোক দেখানো ইবাদত) মূল কারণ হল, প্রশংসাপ্রীতি’

(ইবনু আবিদ দুনয়া, কিতাবুল আওলিয়া ১/৬৯)

03/08/2025

‘মানুষের পানাহারের চেয়ে জ্ঞানের প্রয়োজন অধিক। কারণ খাদ্য ও পানীয় দিনে একবার বা দু’বার প্রয়োজন হয়। কিন্তু জ্ঞানের প্রয়োজন হয় শ্বাস-প্রশ্বাসের সংখ্যা পরিমাণ’

-ইবনুল ক্বাইয়িম রহঃ

03/08/2025

“রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনও কোন খাদ্যের দোষ-ত্রুটি বর্ণনা করেননি। ইচ্ছা হলে আহার করেছেন, অন্যথায় বর্জন করেছেন।”

(বুখারী ৫৪০৯, মুসলিম ২০৬৪)

আল্লাহ আমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ‍্য করেন-
02/08/2025

আল্লাহ আমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ‍্য করেন-

02/08/2025

যদি তোমার উপর কোন বিপদ এসে পড়ে তাহলে এ কথা বলো না : ‘যদি আমি এ রকম করতাম তাহলে অবশ্যই এমন হতো।’ বরং তুমি এ কথা বলো : ‘আল্লাহ্ যা তাক্বদীরে রেখেছেন এবং ইচ্ছা করেছেন তাই হয়েছে।’ কেননা ‘যদি’ কথাটি শয়তানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয়।

(সহীহ মুসলিম, আহমাদ)

Address

Abu Dhabi

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহীহ হাদিস প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share