29/07/2025
একবার এক রাজ্যের বাদশাহ জানতে পারল, তার সেনাদের কেউ একজন নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকার পরেও মাছ চুরি করেছে।
তিনি ব্যাপারটা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করলেন।
লোকেরা বলল,
— “বাদশাহ, এটা তো সামান্য একটা মাছ। এত ছোট ব্যাপারে বিচার করার কি দরকার?”
বাদশাহ বললেন:
— “যদি আমি আজ এই অন্যায়টা মাফ করে দিই, তাহলে কাল সে মহিষ চুরি করবে। এরপর মানুষও মারবে।”
তাই তিনি সেই অপরাধীকে শাস্তি দিলেন, এবং সবার সামনে ঘোষণা করলেন —
"ন্যায়বিচার ছোট বা বড় অপরাধ দেখে নয় — সত্য ও মিথ্যার ভিত্তিতে হওয়া উচিত।"
💡 শিক্ষা:
একজন ন্যায়বান শাসক কখনোই ছোট অপরাধকে অবহেলা করেন না।
কারণ অন্যায়ের শিকড় ছোট থেকেই বড় হয়ে যায় — যদি তাতে বিচার না হয়।