সুখের অসুখ

সুখের অসুখ অন্নেক বাঁধা-বিপত্তিতে আপনার গুটিয়ে ?

29/07/2025

একবার এক রাজ্যের বাদশাহ জানতে পারল, তার সেনাদের কেউ একজন নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকার পরেও মাছ চুরি করেছে।
তিনি ব্যাপারটা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করলেন।
লোকেরা বলল,
— “বাদশাহ, এটা তো সামান্য একটা মাছ। এত ছোট ব্যাপারে বিচার করার কি দরকার?”
বাদশাহ বললেন:
— “যদি আমি আজ এই অন্যায়টা মাফ করে দিই, তাহলে কাল সে মহিষ চুরি করবে। এরপর মানুষও মারবে।”
তাই তিনি সেই অপরাধীকে শাস্তি দিলেন, এবং সবার সামনে ঘোষণা করলেন —
"ন্যায়বিচার ছোট বা বড় অপরাধ দেখে নয় — সত্য ও মিথ্যার ভিত্তিতে হওয়া উচিত।"
💡 শিক্ষা:
একজন ন্যায়বান শাসক কখনোই ছোট অপরাধকে অবহেলা করেন না।
কারণ অন্যায়ের শিকড় ছোট থেকেই বড় হয়ে যায় — যদি তাতে বিচার না হয়।

এরা ও মানুষ??
28/07/2025

এরা ও মানুষ??

যে মসজিদে জুমার নামাজ পড়ি, এখানে ঈমাম সাহেব জাতি-সংঘ ই'স্যুতে যে বক্তব্য দিয়েছেন, তাতে ভদ্রলোক একটা স্ট্যান্ডিং ওভেশন ডি...
25/07/2025

যে মসজিদে জুমার নামাজ পড়ি, এখানে ঈমাম সাহেব জাতি-সংঘ ই'স্যুতে যে বক্তব্য দিয়েছেন, তাতে ভদ্রলোক একটা স্ট্যান্ডিং ওভেশন ডিজার্ভ করেন।

১. প্রথমে জা'তি-সং'ঘের এ-জে-ন্ডা কি, তারা কিভাবে অপারেট করে, এই ই'স্যুতে সর-কার কিভাবে পক্ষ'পাতিত্ব করছে এই ব্যাপারে আলোচনা করেছেন। এ'ল-জি-বি-টি প্রমোট করাই যে এদের প্রায়োরিটি এটা হাইলাইট করেছেন।

২. কও'মে লু-তের পরিণতি বিস্তারিত বর্ণনা দিয়ে স'ম-কা-মি'তার ভয়া-বহতা আর এটা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। স'ম-কা-মি-তা'কে মানবসভ্যতার সবচেয়ে নি'কৃ-ষ্ট অপ-রা'ধ হিসেবে আখ্যা দিয়েছেন।

৩. আর সবশেষে মু'সলিম হিসেবে আমাদের করণীয় উল্লেখ করে বলেছেন আলেমরা যদি এটা নিয়ে রাস্তায় নামার ডাক দেয়, আমাদের কর্তব্য নিজেদের সর্বোচ্চ দিয়ে এই ফি'তনা-কে প্রতিহত করা।

বেসিক্যালি উনি এদেশের কোটি কোটি সাধারণ মু'সলিমের মনোভাবটাই সুন্দরভাবে আর্টিকুলেট করেছেন। প্রতিটা মসজিদে এই ব্যাপারটাকে প্রায়োরিটি হিসেবে নিয়ে আলোচনা করা উচিত।

একদম
24/07/2025

একদম

রাইট 👍

আমি ঐ মানুষগুলোর কথা ভাবছি,যে পিতা তার  তিন সন্তানকে পাশাপাশি কবরে শুইয়ে রেখে আসছে।যে মা-বাবা তার এক কন্যা, এক ছেলেকে পর...
24/07/2025

আমি ঐ মানুষগুলোর কথা ভাবছি,

যে পিতা তার তিন সন্তানকে পাশাপাশি কবরে শুইয়ে রেখে আসছে।

যে মা-বাবা তার এক কন্যা, এক ছেলেকে পরপর মা*রা যেতে দেখেছে।

যে মামা তার ভাগ্নীকে এম্বুলেন্সের আউটসাইডের কাভারে চুমু দিয়ে বলেছিলো - “এখানে ওর মুখটা। আমি একটা চুমু দেই ওকে। পাখি, ও পাখি, তুমি কি খুব কষ্ট পাইসিলা? তুমি কি আম্মুকে ডাকসিলা?”

আমি ঐ দম্পতির কথা ভাবছি টানা ১১ বছর সাধনার পর আল্লাহ তাদের সন্তান দিয়ে নিয়ে গেলো!

আর গা*যযাহ?

কয়টা বলা যাবে?

আসলেই কি তারা এই জীবনে মায়া কাটাতে পারবে?

খাবার টেবিলে কি তাদের গলা দিয়ে আসলেই ভাত নামবে?

আপনার পাশে যদি আপনার মা, বাবা, স্ত্রী, সন্তান থাকে। প্লিজ তাদের পরম মমতায় একটাবার দেখুন আর শোকর করুন।

ইয়া আল্লাহ, আপনি ভাঙ্গা হৃদয়গুলোর জন্য যথেষ্ট হয়ে যান। আ-মীন!

© Qalbun Saleem - قلب سليم

বাংলাদেশ এমন একটা মুসলিম দেশ যেখানে শালীন পোশাকের নির্দেশনা দিয়ে চব্বিশ ঘণ্টার আগেই প্রত্যাহার করতে হয়।
24/07/2025

বাংলাদেশ এমন একটা মুসলিম দেশ যেখানে শালীন পোশাকের নির্দেশনা দিয়ে চব্বিশ ঘণ্টার আগেই প্রত্যাহার করতে হয়।

23/07/2025

চিল্লায়া কন ঠিক??

23/07/2025

এর মধ্যেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, এই পরিস্থিতি উত্তরণে একমাত্র পথ হচ্ছে দ্রুত নির্বাচন।

আগে অবাক হতাম।

এখন মুগ্ধ হই।

ঝড় হোক, রোদ হোক, বৃষ্টি হোক, দুর্ঘটনা ঘটুক আর দেশ ভাইসা যাক, উনার চাওয়া একটাই, দ্রুত নির্বাচন।

উনি যতটা ডেডিকেশনের সাথে নির্বাচন চান, এমন করে কেউ আপনাকে চাওয়ার আগ পর্যন্ত আপনার বিবাহ করা উচিত না।
,©সাদিকুর_রহমান

22/07/2025

সরকার বদলের পর যে দেশের কিছু বদলায় নাই তা না, একটা বড় পরিবর্তন হইছে!

আগে মানুষ পোস্ট ডিলিট করতো, এখন সরকার পোস্ট ডিলিট করে!🙂

😭 আল্লাহ তুমি সাহায্য কর
22/07/2025

😭 আল্লাহ তুমি সাহায্য কর

শুধু খাবার, পানি না তারা জীবন থেকেও বঞ্চিত ‼️

কতো বড়ো মাদারবোর্ড আমাদের এই সরকার যৌনকর্মিদের কোটি টাকা দিতে পারে আর এখন মানুষ এর কাছে ভিক্ষা চায়😡
22/07/2025

কতো বড়ো মাদারবোর্ড আমাদের এই সরকার যৌনকর্মিদের কোটি টাকা দিতে পারে আর এখন মানুষ এর কাছে ভিক্ষা চায়😡

এরা কি আসলেই মানুষ??
21/07/2025

এরা কি আসলেই মানুষ??

Address

Chittagong

Telephone

+971582702716

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুখের অসুখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুখের অসুখ:

Share