সুখের অসুখ

সুখের অসুখ অন্নেক বাঁধা-বিপত্তিতে আপনার গুটিয়ে ?

17/10/2025

বিমানবন্দরে ক্রিকেটারদের কটুক্তিকারীদের ধরতে নাকি আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েছে বিসিবি। ভালোই। দলের হাল এভাবে চলতে থাকলে দুদিন পরে আপনারা দর্শকদের সামনে খেলার সাহসও হারিয়ে ফেলবেন। মাঠ লক করে খেলতে হবে।

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় মাদরাসা শিক্ষার্থী (১৩) কে অপহরণ করে টানা তিন দিন ধর্ষণের ঘটনার তথ্য দিন!গাজীপুর কালিয়াকৈর কোন...
16/10/2025

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় মাদরাসা শিক্ষার্থী (১৩) কে অপহরণ করে টানা তিন দিন ধর্ষণের ঘটনার তথ্য দিন!

গাজীপুর কালিয়াকৈর কোন মাদরাসার শিক্ষার্থী? মাদরাসার প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন। পরিবার বা পরিবারের সঙ্গে প্রত্যক্ষ কথা বলেছেন, এমন কারো সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন। আমরা ঘটনার ফলোয়াপ রাখতে চাই।

ঘটনায় জড়িত ধর্ষক ভিন্ন ধর্মাবলম্বী আমরা জানতে পেরেছি। সুতরাং বিষয়টি যেন সাম্প্রদায়িক উস্কানির দিকে না গড়ায়, এজন্য গাজীপুর কালিয়াকৈর উপজেলার আলেম সমাজের দৃষ্টি আকর্ষণ করছি!

আমরা ধর্ষণের ঘটনায় এক বিন্দু ছাড় দিতে রাজি নই!

কা*সসা*ম ব্রি*গে*ডের দুর্ধর্ষ সামরিক ইউনিট "শ্যাডো ইউনিট" (وحدة الظل) যাদের কৌশলের কারিশমার কাছে জুবুথুবু খেয়ে গেছে গোটা...
16/10/2025

কা*সসা*ম ব্রি*গে*ডের দুর্ধর্ষ সামরিক ইউনিট "শ্যাডো ইউনিট" (وحدة الظل) যাদের কৌশলের কারিশমার কাছে জুবুথুবু খেয়ে গেছে গোটা হিজ্রায়েল।

ঘটনাটি এই বছরের ২৫ মার্চের।
সেদিন হঠাৎ গা*যযা*য় হা*ম*'স বিরোধী বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভটি বেইত লাহিয়া (উত্তর) থেকে শুরু হয়ে বেইত হানুন, তারপর গা*য*যা শহর হয়ে খান ইউনুস (দক্ষিণ) পর্যন্ত গিয়েছিল।

মিছিলে হা*মা*সের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছিল চারপাশ। এই দৃশ্য হিজ্রায়েল ও কতিপয় মুনাফিকদের বুক ঠান্ডা করে দিয়েছিল। তারা এগুলোকে হা*মা*সের পরাজয় হিসেবে প্রচার করেছিল। কিন্তু বাস্তবে—সাধারণ মানুষদের দিয়ে এই বিক্ষোভগুলো পরিচালনা করা সম্পূর্ণ আল-কা*সসা*ম ব্রি*গে*ডের শ্যাডো ইউনিটের একটি পরিকল্পনার অংশ ছিল!

এই বিক্ষোভে সাধারণ মানুষদের মধ্যে ৭ অক্টোবরের দিন হা*মা*সের হাতে বন্দি হওয়া হিজ্রায়েলি সৈন্যদের উত্তর গায*যা থেকে দক্ষিণ গা*যযা*য় স্থানান্তর করা হয়েছিল। ইজ্রায়েলি বিমান, উন্নত প্রযুক্তির ড্রোন ও গোয়েন্দাদের চোখের সামনেই বন্দিদেরকে মিছিলের মধ্যে হাটিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো-যখন হিজ্রায়েলিরা আনন্দে আত্মহারা ছিল এই বলে যে, “হা*মা*সের বিরুদ্ধে জনগণ বেরিয়ে পড়েছে...!”

আরও আশ্চর্যের বিষয় হলো—শ্যাডো ইউনিটের যো*দ্ধারা এসব বন্দি সৈন্যদের শিখিয়ে দিয়েছিল যে, সাধারণ মানুষদের সঙ্গে কীভাবে আরবি ভাষায় হা*মা*সবিরোধী স্লোগান দিতে হবে!

এভাবেই হিজ্রায়েলি নজরদারি ড্রোন ও গোয়েন্দাদের নাকের ডগার উপর দিয়ে নিরাপদে বন্দি সেনাদের নিয়ে খান ইউনুসে পৌঁছে যায় শ্যাডো ইউনিটের সদস্যরা।

এমন নেতৃত্ব কি কখনো পরাজিত হতে পারে?

(সম্প্রতি যু*দ্ধবিরতি চুক্তিতে মুক্তি পাওয়া এক হিজ্রায়েলি সৈন্য এক সাক্ষাৎকারে এই ঘটনা জানিয়েছে। যে কিনা সেদিন স্থানান্তর করা বন্দি সৈন্যদের একজন ছিলো।)

وما يعلم جنود ربك إلا هو
"আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কে জানবে?" (মুদ্দাসসির, ৭৪:৩১)

-মুহাম্মদ শাহরিয়ার

বিএনপি নেতা সরফুদ্দিন আহমেদ সান্টু 🗣
12/10/2025

বিএনপি নেতা সরফুদ্দিন আহমেদ সান্টু 🗣

যু*দ্ধবিরতির পর গা'জার এক ব্যক্তি তাঁর বাসায় ফিরে আসেন এবং দেখতে পান, হা[মা]সের কোনো এক যো*দ্ধা তাঁর জন্য ৫০ শেকেলের নোট...
11/10/2025

যু*দ্ধবিরতির পর গা'জার এক ব্যক্তি তাঁর বাসায় ফিরে আসেন এবং দেখতে পান, হা[মা]সের কোনো এক যো*দ্ধা তাঁর জন্য ৫০ শেকেলের নোট এবং একটি চিরকুট লিখে রেখে গেছেন। তিনি মূলত সেই বাড়িটি থেকে একজোড়া স্যান্ডেল ব্যবহার করেছিলেন।

চিরকুটে লিখা ছিল:

“এটা হচ্ছে স্যান্ডেলের দাম, আমরা ক্ষমা চাচ্ছি” (স্যান্ডেল ব্যবহারের জন্য)

08/10/2025

এই পৃথিবীতে মৃত্যুর স্বাদ সবাই পায়, কিন্তু জীবনের স্বাদ পায় মাত্র কয়েকজন।
জালালউদ্দিন রুমি

07/10/2025

🟨 আপডেট 🟨

প্রেসিডেন্ট ট্রাম্প পঞ্চাশতমবারের মতো দাবি করলেন যে তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছিলেন—এভাবে তিনি তাঁর ‘অর্ধশতক’ পূর্ণ করলেন।🤭

তিনি আরও উল্লেখ করেছেন, চলতি বছরের মে মাসে পাকিস্তান সাতটি ভারতীয় বিমান ভূপাতিত করেছিল।

ভারতের ব্যর্থ “অপারেশন সিনদূর” এখন পুরো বিশ্বে হাস্যরসের বিষয় হয়ে উঠেছে।

30/09/2025

আ/ফগান সরকার মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। আশঙ্কা আছে ফোনের মাধ্যমে ট্রেকিং করে বড় দু*র্ঘ/টনা ঘটানোর!

ইন্টারনেট বন্ধ করে আ/ফগান সরকার ঘোষণা দিয়েছে নিজস্ব প্রযুক্তি তৈরি করবে, যার নিয়ন্ত্রণ সম্পূর্ণ থাকবে নিজের হাতে🔥

30/09/2025

অবশেষে বিএনপি লিমিটেড কোম্পানি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। অনলাইন এক্টিভিস্ট ভাড়া করে দলের বিরুদ্ধে অপপ্রচার রোধ এবং ন্যারেটিভ তৈরির নিমিত্তে কোটি টাকার প্রজেক্ট শুরু করেছে। ইতোমধ্যে নবাগত অনলাইন এক্টিভিস্টদের ইমেইল এড্রেস ওপেন থেকে শুরু করে ফেসবুক একাউন্ট খোলার প্রশিক্ষণ দেয়া হয়েছে।

শুধু তাই নয়, এসব অনলাইন যোদ্ধাদের শেখানো হয়েছে কীভাবে কোথায় গিয়ে কমেন্ট করতে হবে জামায়াতের ভোট মাত্র ৪% পার্সেন্ট🥴

শুভকামনা বিএনপি। ১৭ বছর কারা তোমাদের হয়ে কথা বললো আর এখন তোমরা করছো কী?

বিএনপির জন্য সবচেয়ে ভালো হয়, সাবেক জেড ফোর্স ট্রুপার্সদের হাতে অনলাইনের দায়িত্ব ছেড়ে দেয়া, এছাড়া কোন ভাল অপশন নেই।

এখন পর্যন্ত অনলাইনে বিএনপির প্রমিনেন্ট সব এক্টিভিস্টই জেড ফোর্সের সৃষ্টি। তবে তারা বহুধা বিভক্ত, অধিকাংশই স্বার্থের টানে কতিপয় নেতার তল্পিবাহক হয়ে গেছেন। তবুও তাদেরকেই দায়িত্ব নিতে হবে।

28/09/2025

আপনি সাকিবকে ক্রিকেটার মানুষ ভাবসিলেন? সেটা আপনার ভুল ভাই সাকিবের না 🤣

সবাই এইটা পোস্ট কর 🤭না হইলে সমস্যা হবে
25/09/2025

সবাই এইটা পোস্ট কর 🤭না হইলে সমস্যা হবে

বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, ব...
25/09/2025

বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক + এবং এরপর বিসিবি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাক।
আমাদের প্রিয় লর্ড #তামিম ভাই😁

Address

Hamdan
Abu Dhabi
53023

Telephone

+971582702716

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুখের অসুখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুখের অসুখ:

Share