সুখের অসুখ

সুখের অসুখ অন্নেক বাঁধা-বিপত্তিতে আপনার গুটিয়ে ?

08/12/2025

বিনা দাওয়াতে মালাকুল মউত আসবেন,
সময় থমকে যাবে,
কথা ফুরিয়ে যাবে।

পরিচিত পৃথিবী আমাকে ছাড়াই মানিয়ে নেবে।

বিভিন্ন দলের প্রতিনিধিদের ওপর বিএনপির নেতারা নিয়মিত হামলা চালাচ্ছে। এনসিপি (NCP) আর এবি পার্টির (AB Party) মতো ছোট দলগু...
07/12/2025

বিভিন্ন দলের প্রতিনিধিদের ওপর বিএনপির নেতারা নিয়মিত হামলা চালাচ্ছে। এনসিপি (NCP) আর এবি পার্টির (AB Party) মতো ছোট দলগুলোকেও তারা নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে।
যদি এমনটাই চলতে থাকে, তাহলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখাটা শুধু বিলাসিতাই হবে।
যে দলটি একসময় নিজেরা জুলুমের শিকার হয়েছিল, তারাই এখন যদি ছোট দলগুলোর ওপর এমন আচরণ করে, তবে আশঙ্কা হয়, ক্ষমতায় এলে হয়তো তারা শেখ হাসিনার থেকেও বেশি দমন-পীড়ন চালাবে!
দলীয় অভিজ্ঞতা থেকে তারা কি কিছুই শেখেনি? 😟

07/12/2025

চান্দাবাজ কে ভোট দিয়া শান্তিতে থাকতে চান? আপনার হাতে ক্ষমতা থাকতে সৎ ব্যাবহার করেন তাহলেই ভালো থাকবেন

https://www.facebook.com/share/v/17d48ekwJR/

দৈনিক বাউলের আলো বলছে, বাউল গানের আসরের বিপরীতে ওয়াজ মাহফিলকে জনপ্রিয় করে গ্রামীন অর্থনীতি ডানপন্থীদের দখল করার অপচেষ্টা...
04/12/2025

দৈনিক বাউলের আলো বলছে,
বাউল গানের আসরের বিপরীতে ওয়াজ মাহফিলকে জনপ্রিয় করে গ্রামীন অর্থনীতি ডানপন্থীদের দখল করার অপচেষ্টা এই বাউল বিরোধিতা।

বাউলের আলোর সিনিয়র সহ সম্পাদক সৈকত আমিনের বিগ ব্রেন থেকে এই লো-আইকিউ কলাম ভূমিষ্ট হয়েছে।

বাউলের আলোর ডানপন্থা ফোবিয়া প্রবল আকার ধারণ করেছে।

04/12/2025

গতকালের মিটিং এ, হাসিনার সামনে এক আওয়ামী লীগের কর্মী ঘোষণা দেয়, যারা আমাদের হত্যা করেছে, আমরা ক্ষমতায় গেলে এদের হত্যা করব।

হাসিনার উত্তর কী ছিল, জানেন?

হাসিনার উত্তর ছিল, কথা কম বলো তো! যারা কথা বেশি বলে, তারা কাজ কম করে। পারলে কাজ করে দেখাও। কথা কম, কাজ বেশি।

দলের একজন কর্মী প্রকাশ্যে খুন করার কথা বলছে।

আর দলের নেত্রী তাকে কোন রকম বাঁধা না দিয়ে উল্টা উস্কানি দিয়ে বলতেছে, পারলে করে দেখাও।

এরপরেও মানকি খাগীর পোলারা বলবে, উনাকে ভুল বোঝানো হয়েছে। উনি খুন করতে চাননি।

©   ৪টি ঘটনায় প্রথম আলোর কাভারেজ নিয়ে তুলনামূলক বিশ্লেষণধর্মী ‘মিডিয়া ওয়াচ’ প্রতিবেদন পড়ুন কমেন্টে দেয়া লিংকে...ঘটনা ৪টি...
03/12/2025

©

৪টি ঘটনায় প্রথম আলোর কাভারেজ নিয়ে তুলনামূলক বিশ্লেষণধর্মী ‘মিডিয়া ওয়াচ’ প্রতিবেদন পড়ুন কমেন্টে দেয়া লিংকে...

ঘটনা ৪টি হল:

-২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে জামায়াতে নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াতের কর্মসূচিতে সংঘটিত সহিংসতা।

-২০১৩ সালের মে মাসে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের মহাসমাবেশ ও পরবর্তী ৩দিনের সহিংসতা।

-২০১৪ এর নির্বাচনের আগে পরে বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে সংঘটিত সহিংসতা।

-২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগে কর্মসূচিতে সংঘটিত সহিংসতা।

বিস্তারিত...

03/12/2025

ভারত ছেড়ে পালানোর চেষ্টা করছেন ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামাল।

অলরেডি গা ঢাকা দিয়েছেন, এমন কোন দেশে যাইতে চান যেই দেশের সাথে বাংলাদেশের কোন বন্দি চুক্তি নাই।

সালমান এফ রহমানের মোট পাসপোর্ট ছিল মেইবি ১৭ টা।

বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ।

পালাইতে পারেন নাই। জেলে পচে মরতেছে।

হাসিনা শুরুতে চাইছিল ইংল্যান্ড বা বেলজিয়ামে চইলা যাবে।

পারে নাই। ইউরোপ ওরে নিবে না বলে সাফ জানাইয়া দিসে।

মাত্র ১ বছর আগেও এই মানুষগুলো ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষ।

এদের কথায় বাঘ আর মহিষ এক ঘাটে পানি খাইত।

আর এখন একটা ইদুর এর সমান জায়গাও এই জমিনে এদের হচ্ছে না।

পালাইয়াও লাভ হচ্ছে না। নতুন আরেকটা পালানোর জায়গা খুজতে হচ্ছে।

নবিজীর একটা হাদিস আছে। ২ টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। এর মধ্যে একটা হলো জুলুম।

জালিমদের জন্য আল্লাহ দুনিয়াটা সংকুচিত করে দেন।

৫ আগস্টের অনেকগুলো প্রাপ্তি আছে।

এর মধ্যে একটা প্রাপ্তি হলো কুরআনের আয়াতগুলোকে চোখের সামনে সত্য হতে দেখা।
©সাদিকুর-রহমান

Address

Hamdan
Abu Dhabi
53023

Telephone

+971582702716

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুখের অসুখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুখের অসুখ:

Share