সুখের অসুখ

সুখের অসুখ অন্নেক বাঁধা-বিপত্তিতে আপনার গুটিয়ে ?

Big shout out to my newest top fans! 💎 Md Robiul Islam, Faysal HabibDrop a comment to welcome them to our community,  fa...
31/08/2025

Big shout out to my newest top fans! 💎 Md Robiul Islam, Faysal Habib

Drop a comment to welcome them to our community, fans

“আপনি সৌদি আরব বা আফগানিস্তানের রাস্তায় নন… আপনি আছেন তেলআবিবে‼️”“ফেরুমকা” হলো এক ধরনের নারীদের পোশাক, যা একটি উগ্র ইহুদ...
29/08/2025

“আপনি সৌদি আরব বা আফগানিস্তানের রাস্তায় নন… আপনি আছেন তেলআবিবে‼️”

“ফেরুমকা” হলো এক ধরনের নারীদের পোশাক, যা একটি উগ্র ইহুদি গোষ্ঠী হেরেদিম নারীরা পরে।

হেরেদিম পুরুষরা দাড়ি বড় করে রাখে, ছাঁটে না; তারা কালো লম্বা কোট ও কালো টুপি পরে।

তাদের মতে, নারীদের মোবাইল ফোনে রাস্তায়, বাসস্ট্যান্ডে বা জনসমাগমে কথা বলা নিষিদ্ধ, কারণ তারা বিশ্বাস করে নারীর কণ্ঠস্বরও পর্দার অন্তর্ভুক্ত, এবং নারীর পুরো শরীরই অওরাহ (ঢাকার জিনিস)।

এই গোষ্ঠীর বহু রাব্বি (ধর্মীয় নেতা) রাস্তায় ও দেয়ালে পোস্টার লাগায় এবং বিতরণ করে তাদের মতবাদ প্রচারের জন্য। যেমন: “তোমার কণ্ঠস্বর অওরাহ”, “তোমার নেকাব তোমার পবিত্রতা”— ইত্যাদি‼

হেরেদিম সম্প্রদায় সব ধরনের আধুনিক সভ্যতা ও প্রযুক্তিকে বিদআত মনে করে। তারা শিল্পকলা ও সংগীতকে হারাম মনে করে এবং সাহিত্য ও দর্শনকে শয়তানি জ্ঞান বলে গণ্য করে।

হেরেদিম পরিবারগুলোর সংখ্যা দ্রুত বাড়ে, কারণ তারা পরিবার পরিকল্পনা বা জন্মনিয়ন্ত্রণ মানে না।

এই লেখাটি প্রকাশের উদ্দেশ্য হলো মানুষকে বোঝানো যে, পাশ্চাত্য নীতিতে রয়েছে দ্বিচারিতা। তারা শুধু ইসলামী মৌলবাদকে সমালোচনা করে, অথচ পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের ধর্মীয় নীতি আকড়ে থাকাকে উপেক্ষা করে— তাদের যত অভিযোগ ইসলাম আকড়ে ধরলেই।

28/08/2025
27/08/2025

অকারণ ছুটে চলা আর বেচেঁ থাকা আমাদের 🙂

27/08/2025

অবিবাহিত ছেলেমেয়ের বেশি বেশি ইবাদাত করা উচিত!
কারণ, হঠাৎ মারা গেলে তার জন্যে দুয়া করার সিলসিলা (নিজ সন্তানের বংশধারা) থাকবে না। মৃত্যুর পর সে হবে সত্যিকারের একজন অসহায় মিসকিন। অতি সূক্ষ্ম কিন্তু তিক্ত বাস্তব।
কথা: সংগৃহীত

25/08/2025

ফেসবুক হলো ফ্রিজের মতো একটু পরপর খুলে দেখতে ইচ্ছে হয়,ভালো কিছু আছে কিনা

বামপাশে শফিউর রহমান ফা'রাবী। অভি'জিৎ হ'ত্যা মা'ম'লায় তাকে গ্রে'ফ'তার করা হলেও তার মূল অপ'রা'ধ ছিল অনলাইনে ই'সলামের পক্ষে...
22/08/2025

বামপাশে শফিউর রহমান ফা'রাবী। অভি'জিৎ হ'ত্যা মা'ম'লায় তাকে গ্রে'ফ'তার করা হলেও তার মূল অপ'রা'ধ ছিল অনলাইনে ই'সলামের পক্ষে লেখালেখি করা। প্রায় এক যুগ জে'ল খাটার পর আজকে তার জামিন হয়েছে। জামিনের জন্য সে বিশেষ কোন সুবিধা পায়নি, বরং জু'লা'ইয়ের পরেও এক বছরের বেশি সময় লাগলো তার জা'মিন পেতে।

অথচ ডে'ই'লি স্টা'রের হেডলাইনে তাকে এখনো অভি'জি'ৎ হ'ত্যা'র আ'সা'মি হিসেবে এড্রেস করা হয়েছে। তার এই জা'মিনে যে তারা খুশি নয় এটা স্পষ্ট।

অন্যদিকে ডানপাশে আবুল বারকাত। জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন সময়ে ২৯৭ কোটি টাকা আ'ত্ম'সাৎ করার অভি'যো'গে তাকে ডিবি পু'লি'শ গ্রে'ফ'তার করেছে।কোনো রা'জনৈ'তিক প্রতি'হিং'সা নয় বরং স্পষ্ট অ'ভিযো'গের ভিত্তিতেই তাকে গ্রে'ফ'তার করা হয়েছে।

অথচ তাকে নিয়ে ডে'ই'লি স্টা'রে'র এ'ক্টি'ভি'জ'ম দেখেন। সব জায়গায় তাকে অর্থনীতিবিদ, প্রফেসর, মু'ক্তিযোদ্ধা, গবেষক হিসেবে এড্রেস করা হচ্ছে। তাকে কিন্তু টাকা আ'ত্ম'সা'ৎকা'রী আবুল বারকাত বলা হচ্ছে না।

আরো একটা ব্যাপার হলো, তারা শফিউর রহমান ফা'রাবীর যুবক বয়সের ছবি ব্যবহার করেছে, এই ছবি দেখে কেউ বুঝবে না যে লোকটা যুবক বয়সে জে'লে গিয়ে আজকে সাদা দাড়ি নিয়ে বের হয়েছে। অন্যদিকে আবুল বারকাত নামের এই বা'ট'পা'রের চোখ ছলছল করছে এমন ছবি ব্যবহার করা হয়েছে, যাতে পাঠকের মনে এর জন্য সফট কর্ণার তৈরি হয়।

প্র'থ'মা'লো-ডেই'লি'স্টা'র গং এভাবে যুগের পর যুগ মানুষের চিন্তাকে ম্যা'নিপু'লেট করছে। তারা এভাবেই সত্যকে মি'থ্যা আর মি'থ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করে।

সালার পুলাপাইন দুনিয়ার পোংটা😊
17/08/2025

সালার পুলাপাইন দুনিয়ার পোংটা😊

এমন আরো জিয়া আছে আমাদের ডিফেন্সে,এর থেকে নিঃসঙ্গস হত্যা হতে পারে বলে মনে হয়না🥲
17/08/2025

এমন আরো জিয়া আছে আমাদের ডিফেন্সে,এর থেকে নিঃসঙ্গস হত্যা হতে পারে বলে মনে হয়না🥲

Address

Hamdan
Abu Dhabi
53023

Telephone

+971582702716

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুখের অসুখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুখের অসুখ:

Share