09/11/2024
এই 🙂💔
একটা ছেড়ে আরেকটা ধরার যুগেও আমি একজনকে বিশ্বাস করে মন থেকে ভালোবেসে ছিলাম তার মায়ায় পরে ছিলাম কিন্তু সে আমাকে বুঝিনি (অযত্নে অবহেলা করেছে গুরুত্ব দেইনি),মানুষের নতুন মানুষ হয়ে গেলে পুরাতন মানুষকে আর মনে রাখে না, ঠিক সেও আমাকে সেই ভাবে ভুলে গিয়েছে ,তবে আমি তাকে সারা জীবন ভালবাসব তার জন্য অপেক্ষা করবো, যতদিন বেঁচে থাকব তাকে ভালবেসে যাব আমি তার জায়গা অন্য কাউকে কখনোই দিব না, সে আমার প্রথম ও শেষ ভালোবাসা হয়ে থাকবে আজীবন,🙂❤️🩹
দোয়া করি যেখানে থাকে যার কাছেই তাকে ভালো থাকুক, আমাকে ছাড়াও তার জীবন সুন্দর হয়ে কাটুক,🌸
সারাটা মুহূর্ত আমাকে একটি প্রশ্ন ভেবে কাঁদায়-
কেন তুমি আমাকে ছেড়ে গেলে????😅💔