GenZ Maskজেনজি মাস্ক

GenZ Maskজেনজি মাস্ক I Love Everyone

29/04/2025

এই কাম সারছেরে ঝিনাইদহের ফোলোয়ার আপনারা প্রস্তুতি নেন আপা আসছে। যে কর্মীদের বিপদে ফেলে পালায় সে কত ভালো নেত্রী! ফ্যাসিস্ট আপা #বাংলাদেশী #বাংলাদেশ

28/04/2025

ভীষ্ম


কুরুক্ষেত্রের রণভূমি ক্রন্দন করছে, দুই শিবিরের অগণিত রথী, মহারথীদের র*ক্ত আর পচা মাংসের গন্ধ। পৌত্র গাণ্ডিবধারীর আঘাতে শরসজ্জায় কাতর হয়ে গেছেন ধর্মে বৃহস্পতি আর যুদ্ধে পরশুরাম শিষ্য, গগঙ্গাপুত্র মহামহিম ভীস্ম। যিনি ছিলেন ধর্মর ধারক,বাহক অথচ ধর্মাদ্রোহী দুর্যোধনের রক্ষক হয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরের পরাজিত করতে চেয়েছিলেন। আজ কুরুক্ষেত্রের ধুলিও র*ক্ত*মাখা আর শরসজ্জায় পড়ে আছেন শান্তনুর পুত্র ভিস্ম। ধর্ম আর অধর্ম কী? আজ তা বুঝেছেন ভীস্ম তায় অম্বার মুখ দেখেই অস্ত্র ত্যাগ করেছেন এই মহান যোদ্ধা।

28/04/2025

গোদি মিডিয়ার উ*ল*ঙ্গ করে দিয়েছে।

28/04/2025

থাকবেনা মুর্শিদাবাদ,থাকবেনা, হু*ম*কি&র পরে ধরা পড়েছে দুই জ*ঙ্গি। নাম সাগর দাস ও শাহেন দাস। এরা আল হোয়াটসঅ্যাপ উদ্দিন গোদি মাদ্রাসায় পড়াশোনা করে জানা গেছে।

পাকিস্তান আক্রমণে পাঞ্জাবের মাটি দিতে নারাজ শিখ সম্প্রদায়।
28/04/2025

পাকিস্তান আক্রমণে পাঞ্জাবের মাটি দিতে নারাজ শিখ সম্প্রদায়।

কোনো মেয়েকেই চুপ করিয়ে রাখা সম্ভব না। ফ্যাসিস্ট হাসিনা তো নিজেই মাইক, বিদ্যুৎ ছাড়াই বাজে। আর মোদি তো চাই এমন মাইক বাজলে ...
27/04/2025

কোনো মেয়েকেই চুপ করিয়ে রাখা সম্ভব না। ফ্যাসিস্ট হাসিনা তো নিজেই মাইক, বিদ্যুৎ ছাড়াই বাজে। আর মোদি তো চাই এমন মাইক বাজলে বাংলাদেশে ঝামেলা হলে নিজের লাভ হবে।

27/04/2025

তোমার ধুতি খুলে গেছে ময়ূখ। ময়ূখ রঞ্জন তুমি বরং বেদ,গীতা,মহাভারত, রামায়ণ ও পুরান নিয়ে পড়ো। মানবতার বিরুদ্ধে কোনো কিছু ভালো না।

ব্যর্থ হয়েছে রাষ্ট্র আজকে। মেয়েটি ন্যায়বিচার চেয়েছিল কিন্তু অপরাধী ছিলো ধরাছোঁয়ার বাইরে ফলে মেয়েটি হতাশ হয়ে আ*ত্ম*হ*ত্যা...
27/04/2025

ব্যর্থ হয়েছে রাষ্ট্র আজকে। মেয়েটি ন্যায়বিচার চেয়েছিল কিন্তু অপরাধী ছিলো ধরাছোঁয়ার বাইরে ফলে মেয়েটি হতাশ হয়ে আ*ত্ম*হ*ত্যা করে। জুলাই বিপ্লব এর পরে মানুষের মধ্যে আশার সঞ্চার ঘটেছিল। সাম্য,ন্যায়বিচার, সকল ধরনের নাগরিক অধিকার পাওয়ার কিন্তু কিছু সুবিধাবাদী ব্যক্তির কারণে তা সম্ভব হয়নি। আজকে যারা বড় বড় বক্তব্য দিচ্ছেন তারা কেন আসামি ধরতে প্রশাসনের চাপ দেননি? লজ্জা লজ্জা লজ্জা।

জ-ঙ্গি হাম*লা বলে ছাপিয়ে দিলেই হতো। ভারত যদি এদের দিয়ে পাকিস্তানে হাম*লা করে তাহলে একটাও ফিরে আসবেনা।
26/04/2025

জ-ঙ্গি হাম*লা বলে ছাপিয়ে দিলেই হতো। ভারত যদি এদের দিয়ে পাকিস্তানে হাম*লা করে তাহলে একটাও ফিরে আসবেনা।

Address

Abu Dhabi

Website

Alerts

Be the first to know and let us send you an email when GenZ Maskজেনজি মাস্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share