Gtv news

Gtv news Welcome to Gtvnews page.

24/07/2025
22/07/2025

মাদার অব স্টুডেন্টস
মেহেরিন চৌধুরী।
প্রায় ২০ জন স্টুডেন্টের জীবন বাচিয়ে শেষে তিনি নিজেই বেঁচে ফিরতে পারেনি। তুমিই আমাদের বীরশ্রেষ্ঠ মেহেরিন চৌধুরী

হোস্টেলে থাকতো।বাবা রওয়ানা দিয়েছেন অনেক লম্বা পথ,আসতে অনেক সময় লাগবে।আজকের ভয়াবহ দূর্ঘটনায় আহত মাইলস্টোন কলেজের আদিবাসী ...
22/07/2025

হোস্টেলে থাকতো।বাবা রওয়ানা দিয়েছেন অনেক লম্বা পথ,আসতে অনেক সময় লাগবে।

আজকের ভয়াবহ দূর্ঘটনায় আহত মাইলস্টোন কলেজের আদিবাসী শিক্ষার্থী উক্যসাইন মারমা (রাত ৩.০০ টায়) মারা গিয়েছেন।১০০% পু* গেছে।
আমরা তার বিদেহী আত্মার সদগতি কামনা করছি।

তিনি আর নেই!😭চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শত শিশু।তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে ...
21/07/2025

তিনি আর নেই!😭
চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শত শিশু।
তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন।
আহারে জিবন
কত কষ্টের মৃত্যু 🥲🥲🥲
ঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট সাগর নিহত হয়েছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন
আল্লাহ ভাই কে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন 🤲

21/07/2025

দুইটা পায়ে ধরি, মিডিয়ার কর্মীরা, রাজনৈতিক দলের নেতারা হাস্পাতালে গিয়া ভীড় কইরেন না। বাচ্চাগুলোর চিকিৎসা হইতে দেন প্লিজ।

আমরা কেমন মানুষ
11/07/2025

আমরা কেমন মানুষ

আর পারতেছিনা এই দৃশ্য দেখার পর কেমনে সম্বব 😥আপনার মতে এর জন্য মূলত কারা দায়ী ১) অ/বৈ/ধ শাসন আমল ২) দুর্নী/তি/গ্রস্ত বিচ...
11/07/2025

আর পারতেছিনা এই দৃশ্য দেখার পর কেমনে সম্বব 😥
আপনার মতে এর জন্য মূলত কারা দায়ী
১) অ/বৈ/ধ শাসন আমল
২) দুর্নী/তি/গ্রস্ত বিচারিক ব্যবস্থা
৩) নেতার ছত্রছায়ায় থেকে অ/প/কর্ম করে পার পেয়ে যাওয়া!
আর কত মায়ের বুক খালি হওয়া দেখা লাগবে আমাদের?
এই হ/ত্যা/কা/ণ্ডেরও কি তদন্ত হওয়া লাগবে বিষয়টা খতিয়ে দেখা লাগবে?
বছরের পর বছর বিচারের জন্য অপেক্ষা করা লাগবে সাক্ষী সত্যতা ইত্যাদি ইত্যাদি ধিক্কার জানাই এরকম বিচারীক ব্যবস্থাকে
প্রকাশ্যে হ/ত্যা/কা/ণ্ডের বিচার প্রকাশ্যে হওয়া জরুরি বলে মনে করছি।
অতএব যেই ঘটনাস্থলে নে/ক্কা/র/জনক ঘটনাটি ঘটেছে
ঠিক ওই জায়গাতেই প্রকাশ্যে তাদের বিচার করা উচিত
তাহলে স/ন্ত্রা/সী কার্যকলাপ প্রকাশ্যে মানুষ খু/ন করা
কমে যাওয়ার সম্ভবনা আছে ।

চাঁদাবাজদের প্রতীক ধানের শীষ!
11/07/2025

চাঁদাবাজদের প্রতীক ধানের শীষ!

আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায় তার খোঁজ চেয়ে তার বাবা সংবাদ সম্মেলন করেন। পাশে ক্রন্দনরত হাসনাত, এর পাশে চিন্তিত নাহিদ আর ...
03/07/2025

আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায়
তার খোঁজ চেয়ে তার বাবা সংবাদ সম্মেলন করেন।
পাশে ক্রন্দনরত হাসনাত,
এর পাশে চিন্তিত নাহিদ আর সার্জিস।

এই ছেলেগুলো কি ভাবতো ঐ সময়
আল্লাহই ভালো জানেন।
কিন্তু এরা সবার হয়ে সামনে বুক পেতে দিয়েছিল।

ওরা সফল হলে সফলতা সবার,
কিন্তু ব্যর্থ হলে ওদের জন্য দড়ি অনিবার্য ছিল।
ওদের অন্তত ফিরে যাওয়ার জায়গা ছিল না।

ওরা মানুষ তাই হয়তো কারো দৃষ্টিতে
কিছুটা বদলে গিয়েছে,
ভবিষ্যতে হয়তো আরো বদলে যাবে,
হয়তো ভুল করছে, ভুল করবে, ভুল বলবে।
তাই বলে তাদের ভুলে গেলে হবেনা।
আপনি তাদের নিয়ে ট্রল করতে পারেন,
কিন্তু,
আপনি নিজের ভেতর থেকে নিশ্চিতভাবেই জানেন
তাদের সাহসিকতার উপরই দাঁড়িয়ে আছে
আজকের বাংলাদেশ।

তাই,
তাদের সেসময়ের অসম্ভব সাহসী মুহূর্তগুলোর জন্য
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে
তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা অবিরাম।

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মার-ধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূইয়াকে গ্রেফ-তার করেছে পুলিশ।শুক্রবার ...
27/06/2025

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মার-ধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূইয়াকে গ্রেফ-তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে বিশেষ অভিযান চালিয়ে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রে-ফতার করে ডিবি। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

25/06/2025

রাশিয়ার মস্কোর বিমানবন্দরে ইরানি শিশুকে আছাড় দিল এক ইহুদি, শিশুটির অবস্থা সংকটাপন্ন।

শুধু এই ইহুদি একাই নয় সমস্ত ইহুদিরাই এমন হিংস্র। পুরো ফিলিস্তিন এর জ্বলন্ত প্রমাণ।এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি। আল্লাহ এমনি এমনি ওদের অভিশপ্ত বলেননি।

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Gtv news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share