জনকণ্ঠ

  • Home
  • জনকণ্ঠ

জনকণ্ঠ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জনকণ্ঠ, TV Channel, .

আমরা সন্দ্বীপের জনগণ, কর্ম কারণে প্রবাসে বসবাস করি, শত সহস্র ব্যাতিবল ব্যাস্ততার মাঝে ও আমরা একটু হলে ও সন্দ্বীপের জন মা...
05/06/2025

আমরা সন্দ্বীপের জনগণ, কর্ম কারণে প্রবাসে বসবাস করি, শত সহস্র ব্যাতিবল ব্যাস্ততার মাঝে ও আমরা একটু হলে ও সন্দ্বীপের জন মানবের কল্যাণে কাজ করার চেষ্টা করি। সন্দ্বীপে যতগুলো মানবতার সংগঠন আছে, অসহায় মানবতার কল্যাণে এগিয়ে আসতে, মসজিদ, মাদ্রাসা, যাবতীয় জনকল্যাণ কাজে সর্বোচ্চ এগিয়ে আসতে চেষ্টা করি আমরা সন্দ্বীপিয়ান প্রবাসীরা।

আমরা এসব কেন করি?
নিজ জম্নভূমির মানুষের সুখ কে নিজের সুখ মনে করে করি।
কিন্তু দুঃখজনক সত্য বর্তমান পরিস্থিতিতে প্রীয় জম্নভূমিতে যে ভাবে দিনে দুপুরে রাস্তায়, রাতের আঁধারে নিজের গৃহস্থালিতে যেভাবে খুনের মাতম বেড়ে চলেছে, সত্যিকার অর্থে কোন প্রবাসী এবং দেশের শান্তি প্রীয় কোন মানুষ এসবের কাম্য নয়।

সন্দ্বীপস্থ প্রবাসী মানবতার সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ফোরামের পক্ষ থেকে এসব অনাকাক্ষিত খুন খারাপির তীব্র নিন্দা ব্যাক্ত করছি।

সন্দ্বীপের আপামর জনগোষ্ঠী কে এসকল ন্যাককার জনক ঘটনার বলিষ্ঠ প্রতিবাদ গড়ে তোলার আহবান জানাচ্ছি

আইনশৃঙ্খলা তথা আগত রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান করছি আইনশৃঙ্খলার সঠিক প্রয়োগ করে এসবের সুষ্ঠু বিহীত করুন

29/04/2025

ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অব ইউ.এ.ই এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন

প্রবাসী সন্দ্বীপিদের অন্যতম সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অব ইউ.এ.ই এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে সদস্যদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অত্যান্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে।

২৬ এপ্রিল রোজ শনিবার দিবাগত রাত্রে আবুধাবির মুসাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে আয়োজিত এই বর্নাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি আর এস ইব্রাহীম। সভা সঞ্চালনা করেন
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাকিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ তথা সংযুক্ত আরব আমিরাতে সন্দ্বীপিয়ানদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আবুধাবির আল হিলাল ব্যাংকের কর্মকর্তা ও সন্দ্বীপ সোসাইটির সম্মানিত সভাপতি মোঃ আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের কৃতি সন্তান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শিক্ষাবিভাগের অধ্যাপক ডঃ মোঃ ইদ্রিস আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলাইন কমিউনিটির কর্ণধার মেহেদী হাসান, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদেরসম্মানিত সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ আলি মুনসুর এ ছাড়া উপস্থিত ছিলেন সন্দ্বীপ মেরিন সার্ভিসের উদ্যোক্তা ওমর ফারুক, মানবতার সংগঠন দ্বীপের মায়াবি স্বপ্ন সংগঠনের সম্মানিত সভাপতি শামীম আব্দুল্লাহ ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাকারিয়া,মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী ও সমাজ কল্যাণ পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
..আয়োজক সংগঠনের
সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাহাদাত হোসেন রিপন, সহ সভাপতি মনজুর আলম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম, সহ-সাধারণ সম্পাদক আশ্রাফ, সাংগঠনিক সম্পাদক মুনসুর আলম, অর্থ সম্পাদক মহিন... উদ্দীন শাহীন, সহ অর্থ সম্পাদক নোমান, সহ-প্রচার সম্পাদক নাহিদ

সভায় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল অতিথি সহ সদস্যবৃন্দকে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে অনুষ্ঠানকে সুন্দর,দৃষ্টিনন্দন ও আনন্দঘন করে তোলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অপরদিকে প্রবল আগ্রহ ও ইচ্ছে থাকা সত্বেও সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খী যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য দুঃখ প্রকাশ করে পরবর্তী কোন অনুষ্ঠানে মিলিত হবেন সে প্রত্যাশা করেন সবাই।

জন্মস্হান ফেনী এমন ইউএনও হঠাৎ সন্দ্বীপে বদলী এটি ভাসানচরে কোন ইস্যু নয় ত? ১৭ সালের দিয়ারা জরিপে সময়কালে সন্দ্বীপে ম্যাজি...
11/04/2025

জন্মস্হান ফেনী এমন ইউএনও হঠাৎ সন্দ্বীপে বদলী এটি ভাসানচরে কোন ইস্যু নয় ত?
১৭ সালের দিয়ারা জরিপে সময়কালে সন্দ্বীপে ম্যাজিস্ট্রেট ছিলেন হাতিয়ার সন্তান মনে আছে!
দুঃখের বিষয় ভাষান চর নিয়ে লেখা ও কমেন্ট করার কারনে আমার আই ডিতে রিপোর্ট মারা হচ্ছে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে সহযোগীতা করেন।

07/04/2025

শারজাহ থেকে আসা যাত্রীর কাছে মিলল কোটি টাকার সোনা

ভাসমান চড় চট্টগ্রামের সন্দ্বীপের উপজেলার অন্তর্ভুক্ত ছিলো থাকবে।
07/04/2025

ভাসমান চড় চট্টগ্রামের সন্দ্বীপের উপজেলার অন্তর্ভুক্ত ছিলো থাকবে।

তিব্বনিন্দা জানাই উপদেষ্টা ডঃ ফ‌ওজলুল করিম খাঁন বিরুদ্ধে যারা এই সংক্রান্ত চালাচ্ছেন তার মতো ভালো একজন মানুষের নামে এইধর...
07/04/2025

তিব্বনিন্দা জানাই উপদেষ্টা
ডঃ ফ‌ওজলুল করিম খাঁন বিরুদ্ধে যারা এই সংক্রান্ত চালাচ্ছেন
তার মতো ভালো একজন মানুষের নামে এইধরনের বাজে মন্তব্য করছেন যাড়া গজব পড়বে আপনাদের উপর

সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন।সুবর্ণা...
04/04/2025

সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন।
সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন, যেই রুমে ঝগড়া হয়েছিল, সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে, কথাটি হল- 'সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি'|
এতো ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি, ২০০৮ সালে ডিভোর্স হয়। কারণ ভালোবাসা রং বদলায়..!
জীবনানন্দ দাশ লিখেছিলেন-
'প্রেম ধীরে মুছে যায়; নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।'
এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে একশ হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য।
সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে উঠে দুজনের জীবন। প্রেম সত্যি একসময় মুছে যায়।
গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে।
বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না। তার মধ্যে আলাদা কিছু নেই। সে আর দশটা মানুষের মতোই সাধারণ।
স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার"
গুলতেকিন বারবার বলতে থাকে- 'তোমার লেখাই ভালো, অন্যকিছু ভালো না।'
আসলেই ভালোবাসা রং বদলায়!
নন্দিতা রায়ের 'বেলাশেষে' সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বুঝানো হয়েছে-
'হাতের ওপর হাত রাখা খুব সহজ,
সারাজীবন বইতে পারা সহজ নয়!'
সহজ না হওয়ার কারণ ঐ একটাই-
'ভালোবাসা রং বদলায়' 🙃
আসলে প্রেম ভালবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস-
"মনের মানুষ" এবং "মানুষের মন"।
এই দু'টোর উপর বিশ্বাস থাকা ভাল এবং উচিতও বটে। তবে সেটা কেবলই নিজের মধ্যে। কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানোও উচিত নয়।
কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোনদিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত। হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের।
আসলেই ভালবাসা রং বদলায়।
# যাযাবর
অনলাইন থেকে পাওয়া

ঠাকুরগাঁওয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্যালকের মেয়েকে ধর্ষণের অভিযোগে ফুপা গ্রেফতার ।মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিন...
29/03/2025

ঠাকুরগাঁওয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্যালকের মেয়েকে ধর্ষণের অভিযোগে ফুপা গ্রেফতার ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় শ্যালকের ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে ধর্ষক ফুপা রশিদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেন রুহিয়া থানা পুলিশ। সম্প্রতি গত শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রুহিয়া থানার ১৪ নং-- রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষক রশিদুল ইসলাম রুহিয়া থানার ১নং-- রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ঠপুর গ্রামের ফজলু হকের ছেলে। নাবালিকা শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়নরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ২৮ মার্চ শুক্রবার বেলা ২ টার দিকে খড়িবাড়ি গ্রামের নাজিরুল ইসলাম ও তার পরিবারের লোকজন কাজে বাইরে যায়। ঐ সময় ধর্ষক রশিদুল ইসলাম শিশুটিকে বাড়িতে একাকী পেয়ে তাকে ঝালমুড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্রাক্ষেতে হাত ধরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোর করে পরণের কাপড় খুলে ধর্ষণের চেষ্টাকালে শিশুটি চিৎকার করলে লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং পরবর্তীতে ধর্ষককে রুহিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। শিশুটির বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম নাজমুল কাদের জানান, ধর্ষক রশিদুল ইসলামের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা করা হয়েছে, যার মামলা নং- ১২ তাং-২৮/০৩/২৫ ইং। শনিবার (২৯ মার্চ) সকালে গ্রেফতারকৃত ধর্ষক রশিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়।

29/03/2025

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ঈদ উদযাপন হতে যাচ্ছে
সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক 🌙🌒

সন্দ্বীপের রহমতপুরের তীর রক্ষা বাঁধ দ্রুত শেষ করার তাগিদ
25/03/2025

সন্দ্বীপের রহমতপুরের তীর রক্ষা বাঁধ দ্রুত শেষ করার তাগিদ

ঢাকা: সন্দ্বীপের রহমতপুর বেড়ীবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের চলমান তীর রক্ষা বাঁধের কাজ, বাঁধ পুনর্বাসন, রেগুলেট...

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত কন্যাশিশু উদ্ধার !মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,ঠাকুরগাঁও সদর উপজেল...
24/03/2025

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত কন্যাশিশু উদ্ধার !

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে একটি ভুট্টা ক্ষেত থেকে এক নবজাতক (কন্যাশিশু)’কে উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে যাওয়া হয়। ২৪ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পাশের মরিচ খেতে কাজ করা এক নারী শিশুটির কান্নার শব্দ শুনে এগিয়ে যান। পরে তিনি ভুট্টা ক্ষেতে নবজাতকটিকে দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে জানান। স্থানীয়রা ধারণা করছেন, কেউ অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়া শিশুটিকে ফেলে গেছে অথবা পারিবারিক কোনো সমস্যার কারণে পরিত্যক্ত করা হয়েছে। তবে কে বা কারা শিশুটিকা ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া নবজাতকটিকে আপাতত ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন বলছে, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। তবে নবজাতক কন্যা শিশুটিকে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রায় ২০/২৫ জন মানুষ সেখানে ভীড় জমিয়েছেন। খবর পেয়ে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, "শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।"

বাংলাদেশ সমিতি ফুজাইরাহ'র ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ কাশেফ আল হামুদির...
22/03/2025

বাংলাদেশ সমিতি ফুজাইরাহ'র ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ কাশেফ আল হামুদির সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা৷

Address


Telephone

+971566083152

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনকণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share