19/10/2025
স্থানীয়রা জানান, আসরের নামাজের পর শিবিরের সন্ত্রাসীরা মসজিদের ভিতরে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে। স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা মসজিদে রাজনৈতিক কর্মসূচি না করার অনুরোধ জানালে তারা উল্টো হামলা চালায়।
👇
নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবির সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
রোববার, অক্টোবর ১৯, ২০২৫ বিকেল ৫টার দিকে নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ্যে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. আক্তার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমানসহ আটজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।