প্রবাসীদের না বলা কথা-with Giash Mohammed

প্রবাসীদের না বলা কথা-with Giash Mohammed প্রবাসীদের প্রবাসের সুখ দুঃখের গল্প বলি নির্দ্বিধায়
(1)

12/01/2025
03/08/2024

নেতারা পালিয়ে যাচ্ছে অথচ একটা সিঙ্গারা খাওয়া ব্যক্তিটির হুংকার থামছেইনা।

19/07/2024

বাংলাদেশকে চরম সংকটে পেলে শেখ হাসিনা দেশ ত্যাগ করবে যে কোনো সময়ে।

 #বুজলাম না, প্রথম পিকচারটায় নটিপেকেশন আসলো,তারপর ক্লিক করলে দ্বিতীয় পিকচার সামনে আসে এর কারণ টা কি?এমন কারো পেজে হয়েছে ...
03/05/2024

#বুজলাম না, প্রথম পিকচারটায় নটিপেকেশন আসলো,তারপর ক্লিক করলে দ্বিতীয় পিকচার সামনে আসে এর কারণ টা কি?
এমন কারো পেজে হয়েছে ?

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি আজকে ৮ তারিখ তাই কালকে ঈদ হবে না।বাংলাদেশের আকাশে আগামীকাল কি চাঁদ দেখা যাবে?নাকি সৌদি আরবের স...
08/04/2024

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি আজকে ৮ তারিখ তাই কালকে ঈদ হবে না।
বাংলাদেশের আকাশে আগামীকাল কি চাঁদ দেখা যাবে?নাকি সৌদি আরবের সাথে সেই পুরনো মিল রেখে একদিন পরে চাঁদ উঠবে এটা সিউর মনে করে তারা গুনে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি🤭
সেটা দেখার অপেক্ষায় আছি?

ইনশাআল্লাহ,নতুন লোকেশনে নতুন ভাবে শুরু হতে যাচ্ছে Ahmed Eissa Building Material And Tools সবার দোয়া কাম্য ।New location ...
14/12/2023

ইনশাআল্লাহ,
নতুন লোকেশনে নতুন ভাবে শুরু হতে যাচ্ছে
Ahmed Eissa Building Material And Tools
সবার দোয়া কাম্য ।
New location Al Bustan,Ajman

10/12/2023

যাকাত সিস্টেমটা প্রতিষ্ঠিত করতে হবে।

👉 যাকাত ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা দরকার।
সরকারের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন এর ন্যায় যাকাত ফাউন্ডেশন স্থাপন করা উচিত।
তাহলে যাকাত সিস্টেমটা সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব।
সুদকে না বলতে হবে।
সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
ঘুষ কে না বলতে হবে।ঘুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
সুদ এবং ঘুষ যারা খায় তাদের সাথে আত্মীয়তা করা থেকে বিরত থাকতে হবে।
যারা সুদ এবং ঘুষ খায় তারা সমাজের রাষ্ট্রের শত্রু।

09/12/2023

প্রিয় প্রবাসী ও প্রবাসীদের পরিবার-
পেঁয়াজ কিনলে নতুন টা কিনুন। কৃষকদের বাচাতে আর পুরনো পেঁয়াজ মজুতদারদের ঘরে পঁচাতে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

04/12/2023

02/12/2023

আলহামদুলিল্লাহ

02/08/2023

ছবিটি মনযোগ দিয়ে দেখেছেন? নেটে পাওয়া একটা ঘটনা :---
এক ভাই অফিস শেষ করে সে তার বাসায় ফিরছিলেন! সিঁড়ি দিয়ে উঠার সময় দেখে ছোট্ট একটি মেয়ে মোবাইল এ কার্টুন দেখছে! তাকে জিজ্ঞেস করা হলো তুমি এখানে কেন বসে আছো???
ছোট্ট শিশুটি উত্তর দিলো, " স্যার আমার মা এই বাসায় কাজ করে।"
সেই সময় ছোট্ট শিশুটির মা বেরিয়ে আসলো! মেয়েটার মাকে জিজ্ঞেস করলো মেয়েটাকে কেন বাইরে বসিয়ে রাখেন? মেয়েটার মা তখন বলল স্যার আমি তো কাজের বুয়া আর কাজের বুয়ার ছেলেমেয়েদের স্যারদের ঘরে ঢোকা নিষেধ!!!
ওনাকে জিজ্ঞেস করলাম," তো আপনি এখানে কত ঘন্টা কাজ করেন ?
উনি বলল ,"স্যার আমি তিনটা বাসায় কাজ করি আর চার ঘণ্টা করে প্রত্যেকটা বাসায় কাজ করতে হয়।"
ভাই উনাকে আবারও প্রশ্ন করল, "প্রত্যেকটা ঘরের বাইরে কি আপনার মেয়েকে রাখেন?
উনি বলল , "না!! দুইটা ঘরের বাইরে আমার মেয়েকে বসিয়ে রাখি আর একটা ঘরে আমার মেয়েকে ঢুকতে দেয়!!! "

কি আশ্চর্য লাগছে তাইনা??? কিন্তু এটাই বাস্তবতা। আমরা অনেকেই অনেক পড়াশোনা করে শিক্ষিত হই বটে... কিন্তু তা সার্টিফিকেট অর্জনের জন্য। মন ও মনন থেকে মানবিক শিক্ষায় শিক্ষিত আমরা হতে পারিনি।
এটা তো কিছুই না। প্রায়ই নিউজ আসে কাজের মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে জনৈক বাসার মালিক বা গৃহিণী।
আমাদের বিবেক জাগ্রত হোক।পৃথিবীটা হোক সবার জন্য।

21/07/2023

আমরা দুই মুখি সাপ বলতে বুজি
চাচাতো ভাই অন্যায় করলে প্রতিবাদ করি
আর খালাতো ভাই অন্যায় করলে চুপ করে থাকি 🤔🤷‍♀️
কিন্তু হওয়া উচিত ছিলো অন্যায় যে করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা,তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।
কিন্তু হচ্ছে এর উল্টো টা🤭
কিভাবে তেল মালিশ করতে হয় তা নতুন করে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রকাশিত হয়েছে।
প্রবাসে এর ব্যতিক্রম নেই!!
গণ*-অধিকার নু*র
আর
প্রবাসী ঐক্য পরিষদের একাংশ সা*লা উদ্দী*ন
এর তেল মালিশে ব্যস্ত কিছু নেতা।
সব পরিস্কার হওয়ার পরে ও পীরকে বাচাতে নিজেদের ইজ্জত বিক্রি করে দিচ্ছে নেতা খেতারা।
দেশ এবং প্রবাসে এদের অত্যাচার থেকে মুক্তি চাই।

আলহামদুলিল্লাহ। 👍কমিউনিটি বাংলাদেশী প্রবাসী।❤️আমাদের পরিচয় আমরা প্রবাসী ।বিশ্বের সকল প্রবাসীদের জন্য কমিউনিটি বাংলাদেশী ...
15/07/2023

আলহামদুলিল্লাহ।
👍কমিউনিটি বাংলাদেশী প্রবাসী।❤️
আমাদের পরিচয় আমরা প্রবাসী ।
বিশ্বের সকল প্রবাসীদের জন্য কমিউনিটি বাংলাদেশী প্রবাসী ।
আমরা কমিউনিটি বাংলাদেশী প্রবাসী***
প্রবাসীদের সম্মান হোক সবার আগে***
আত্মপ্রকাশ হলো কমিউনিটি বাংলাদেশী প্রবাসী পেজবুক পেজ ও লোগো উন্মোচন ।
আলহামদুলিল্লাহ❤️
সবাই পাশে থাকবেন ও প্রবাসীদের সকল আপডেট পেতে পেজে যুক্ত হবেন।
ককমিউনিটি বাংলাদেশী প্রবাসীবকমিউনিটি বাংলাদেশী প্রবাসীপকমিউনিটি বাংলাদেশী প্রবাসী

Address

Al Ajman

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসীদের না বলা কথা-with Giash Mohammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share