20/10/2024
#লালন #লালনমেলা২০২৪ #লালনশাহমাজার লালনবাঙালি কবি, সুরকার এবং বাউল সাধকভাষানজরে রাখুনউৎস দেখুনলালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০)[২] ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।[৩] তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়[৪][৫] এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।লালনসাঁই, শাহলালন শাহ'র জীবদ্দশায় তৈরি করা একমাত্র চিত্র, ১৮৮৯ খ্রিস্টাব্দে এঁকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরজন্ম১৭ অক্টোবর ১৭৭৪অবিভক্ত বাংলা[১]মৃত্যু১৭ অক্টোবর ১৮৯০ (বয়স ১১৫–১১৬)ছেউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া, অবিভক্ত বাংলামৃত্যুর কারণবার্ধক্যসমাধিছেউড়িয়া, কুষ্টিয়া২৩°৫৩′৪৪″ উত্তর ৮৯°০৯′০৭″ পূর্বঅন্যান্য নামলালন ফকির, লালন সাঁই, ফকির লালন শাহপেশাসাধক, গায়ক, গীতিকার, সুরকার, ফকির-দার্শনিকপরিচিতির কারণ, মানবতাবাদী দর্শনশৈলীফকির গানউপাধিফকির, মহাত্মা, ফকির সম্রাটদাম্পত্য সঙ্গীবিশাখালালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।[৬] তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর,[৭][৮][৯] কাজী নজরুল[১০] ও অ্যালেন গিন্সবার্গের[১১] মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে।[৬] গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।[১২]নন্দলাল বসুর আঁকা লালনের এই কাল্পনিক চিত্রই সাধারণ মানুষের কাছে অধিক জনপ্রিয়তা লাভ করেছে।