Rihan

Rihan i am a rihan my life is beautiful place for the world

- লাইফে শুধু এতটুকু বড় হতে চাই যাতে এদের পাশে দাড়াতে পারি!
07/10/2024

- লাইফে শুধু এতটুকু বড় হতে চাই যাতে এদের পাশে দাড়াতে পারি!

10/09/2024

যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে,
কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে।

05/09/2024

-ধৈর্য্য ধরো তুমি আবারও কাঁদবে,তবে কষ্টে নয়,দোয়া কবুল হওয়ার আনন্দে!
-অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এতো দিবেন যে,তুমি খুশি হয়ে যাবে!
( সুরা দ্বোহা:০৫)

বিগত ১৭ বছর ছিল ত্রাণের চাল/ডাল মে'রে খাওয়ার প্রতিযোগিতা। আর এখন চলছে শুধু দেওয়ার প্রতিযোগিতা ❤️🇧🇩ঢাকা চট্টগ্রাম মহাসড়ক।...
28/08/2024

বিগত ১৭ বছর ছিল ত্রাণের চাল/ডাল মে'রে খাওয়ার প্রতিযোগিতা। আর এখন চলছে শুধু দেওয়ার প্রতিযোগিতা ❤️🇧🇩
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 40 কিলোমিটার লম্বা গাড়ির লাইন।

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে ১.ফ্রি টেলিফোন ২. ফ্রি ওয়াইফাই ৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস৪. দ্রুত ল্যাগেজ প্রধান...
27/08/2024

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে

১.ফ্রি টেলিফোন
২. ফ্রি ওয়াইফাই
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস
৪. দ্রুত ল্যাগেজ প্রধান
৫. ভালো ব্যবহার
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পড়লো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনা ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।

আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে।
ডক্টর ইউনুস স্যার 🇧🇩💝🫡

Alhamdulillah ছাত্র সমাজ মানুষ চিনতে ভুল করে না।একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্য...
26/08/2024

Alhamdulillah
ছাত্র সমাজ মানুষ চিনতে ভুল করে না।
একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-
না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছা , না শোডাউন, না বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করে নিজের ফোনে ভিডিও ধারন এসব কিছুই না বলে -
হুট করে এসে বললেন তোমাদের জন্য ১'হাজার কোটি টাকা ফান্ড করলাম।
আজব!!
এটাই হচ্ছে নোবেল জয়ী মানুষের কাজ ও বুদ্ধিমত্যা
Respect Sir 😊❤️💖🥀

ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ২৪ ঘন্টার মধ্যেই ইউটিউবের সকল অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। পাশাপাশি ১০ ম...
24/08/2024

ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ২৪ ঘন্টার মধ্যেই ইউটিউবের সকল অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। পাশাপাশি ১০ মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করেছেন।

তার জনপ্রিয়তা।।🥵🔥

এবার বিমানের টিকেট এর সিন্ডিকেট ভেঙ্গে দাম কমানো হোকযাতে করে প্রবাসীরা প্রতি ৬ মাসে একবার পরিবারের সাথে দেখা করতে পারে এ...
08/08/2024

এবার বিমানের টিকেট এর সিন্ডিকেট ভেঙ্গে দাম কমানো হোক
যাতে করে প্রবাসীরা প্রতি ৬ মাসে একবার পরিবারের সাথে দেখা করতে পারে এটা সকল বাংলাদেশের সবার আবদার

07/08/2024

ছাত্র ছাড়া
কোন দলের কর্মি কে দেখলাম না
রাস্তা পরিষ্কার করতে!
আপনারা কি নামকা ওয়াস্তে?

05/08/2024
30/07/2024

এদেশে দালাল ছাড়া সবাই অসহায়!
সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় অপরাধ হলো তারা দালালি করতে চায় না, তারা অধিকার চায়!

ধৈর্য্য ও সততার সাথে কঠোর পরিশ্রম করে যাচ্ছি..!আল্লাহ ভরসা.❤️✨🤲
11/07/2024

ধৈর্য্য ও সততার সাথে কঠোর পরিশ্রম করে যাচ্ছি..!
আল্লাহ ভরসা.❤️✨🤲

Address


Telephone

+971545756203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rihan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rihan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share