01/06/2024
বর্তমান বিশ্বের এই ইন্টারনেটের যুগে যে কোন প্রতিষ্টানের পরিচয় তুলে ধরার জন্য একমাত্র মাধ্যম হলো শোস্যাল মিডিয়া গুলো। ডিজিটাল এই সময়ে আপনার ব্যবসা যদি ইন্টারনেটে না থাকে, তাহলে আপনার ব্যবসা খুব বেশি গ্রো করতে পারবে না, একটা নিদির্ষ্ট গন্ডিতেই আপনার ব্যবসা রয়ে যাবে। যেকোনো ধরনের ব্যবসা প্রসারের জন্য শোস্যাল মিডিয়া গুলো ব্যবহার করলে তা থেকে অনেক লাভবান হওয়া যায়। বর্তমানে বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিজস্ব একটা পেজবুক পেইজ, ইনস্টাগ্রাম, টিকটক, লিংকডিং ইউটিউব চ্যানেল রয়েছে। আর যাদের প্রতিষ্ঠানের নিজস্ব কোন শোস্যাল মিডিয়া নেই তাড়া অনেক পিছিয়ে পড়েছে। কারন শোস্যাল মিডিয়ায় আপনে যে পরিমাণ কাস্টোমার একত্রে পাবেন পৃথিবীর কোথাও সেটা আর দ্বিতীয় বার পাবেন না। ব্যবসার প্রচার-প্রচারণা থেকে শুরু করে যাবতীয় কাজ-কর্ম একটি ইউটিউব চ্যানেল, পেজবুক পেইজ, ইনস্টাগ্রাম, টিকটক, সহো সকল ধরনের শোস্যাল মিডিয়ার মাধ্যমে সম্ভব। ডিজিটাইলজেশনের সাথে নিজের ব্যবসার রূপকে পরিবর্তন না করেন তাহলে ভবিষ্যতে আপনার ব্যবসার টিকে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, ব্যবসার জন্য শোস্যাল মিডিয়া থাকাটা এখন এক প্রকার বাধ্যেতামূলক।
________________==========_________________
আমাদের সার্ভিস সমূহঃ
√_ইউটিউব চ্যানেল তৈরি ও সেটাপ করা।
√_ইউটিউব চ্যানেল (SEO)।
√_বিজনেজ পেইজ তৈরি ও সেটাপ।
√_বিজনেস রিলেটেড লগু ও কভার ডিজাইন করা।
√_পোস্টার ও ব্যানার ডিজাইন।
√_ইমেজ ও ভিডিও (SEO)।
√_গ্রাফিক্স ডিজাইন।
√_পেজের জন্য লাইক ফলোয়ার বৃদ্ধি করা।
√_ইউটিউব ও পেজের মনিটাইজেশন সার্ভিস।
√_ বোস্টের এর মাধ্যমে আপনার বিজনেস / পোডাক্ট কে আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পৌছানো।
√_বিজনেস মার্কেটিং করা।
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। +971544379931