09/11/2025
চট্টগ্রামে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের জামালখান প্রেসক্লাবে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (৮ নভেম্বর) সকালে।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের জন্য শান্তি ও নিরাপত্তা আনতে ব্যর্থ হয়েছে। আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত শান্তি সম্ভব। বক্তাদের মতে, ব্রিটিশরা বিদায়ের আগে আমাদের ওপর বিভক্তির গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, যার ফলে দেশ আজ অশান্তির অগ্নিগর্ভে পরিণত হয়েছে।
মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি বলেন, বিশ্বজুড়ে সংঘাত ও অন্যায়ের মতো বাংলাদেশেও অস্থিরতা বাড়ছে। শান্তির জন্য গণঅভ্যুত্থান হলেও কাঙ্ক্ষিত শান্তি আসেনি। আল্লাহর দেওয়া জীবনব্যবস্থাই একমাত্র পরিত্রাণের পথ বলে উল্লেখ করেন তিনি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় আমির মাহাবুব আলম। তিনি চট্টগ্রামের ১৩টি ইউনিটের সদস্যদের হেযবুত তওহীদের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতি, যিনি নারী সদস্যদের মানবমুক্তির লক্ষ্যে মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সভাপতি নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন জোরারগঞ্জ থানা আমির এম জসিম উদ্দিন ভুঁইয়া।
শেষে পরিচিতি সভায় জেলা পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ সদস্যদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে কয়েক হাজার সদস্য অংশগ্রহণ করেন।