22/09/2025
কিশোরগঞ্জে গোলটেবিল বৈঠকে বক্তারা
‘স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে’
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও হেযবুত তওহীদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১.০০ টায় শহরের গৌরঙ্গবাজার উজানভাটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা শাখা। জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলার সভাপতি সোহানুর রহমান হিমসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।
প্রবন্ধ উপস্থাপক তাঁর বক্তব্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার একটি রূপরেখা তুলে ধরেন। তার বক্তব্যে তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টভঙ্গী, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট চিত্র ফুটে ওঠে।
তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার।” তিনি বলেন, আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা পাবে। কেবল আল্লাহর দেওয়া উপর্যুক্ত নীতিমালা তাকে মানতে হবে; যার মূল কথা- কেউ কোনো মিথ্যা তথ্য প্রচার করতে পারবে না।
তিনি পবিত্র কোরানের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি তুলে ধরে জনগণের বাক-স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার বুনিয়াদি নীতির বিষয়ে বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য যাচাই করে তথ্য প্রচার করা। মিথ্যা প্রচার, পরনিন্দা, অপবাদ, উপহাসমূলক বক্তব্য, কিংবা গোপন গোয়েন্দাগিরি -এসব আচরণ ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। তাই আল্লাহর নির্দেশিত নীতিগুলোই গণমাধ্যমকে করবে নিরপেক্ষ, স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন -বলেন তিনি।
কিশোরগঞ্জে কর্মরত বাংলাভিশন টেলিভিশনের রিপোর্টা মো. মনির হোসেন, বৈশাখী টিভির প্রতিনিধি সুলতান রায়হান ভুইয়া রিপন, বাংলাদেশ প্রতিদিনের সাইফুদ্দিন আহমেদ লেনিন, বিজয় টিভি জীবন চন্দ্র রায়, সিএনএন বাংলার প্রতিনিধি মো. রাসেল, আর টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম নাঈম, চ্যানেল এস এর আশরাফুল ইসলাম,এটিএন নিউজ এর শফিক আদনান, আনন্দ টিভির কাউসার আহমেদ টিটু, এশিয়ান টিভির হাফিজুর রহমান সুমন, প্রথম আলোর প্রতিনিধি তাফসীলুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আরফান, নারী সম্পাদক সাথী আক্তার কলি, ঢাকা দক্ষিণ জেলার সভাপতি তসলিম উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র উপর একটি লিখিত প্রস্তাবনা পেশ করে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ-সেমিনার করে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরে আসছে সংগঠনটি।
উল্লেখ্য, আজ অনুষ্ঠান চলাকালে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্ররোচনায় কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ অনুষ্ঠান দ্রুত সমাপ্ত করার তাগিদ দেন; যা সুধী মহলে রহস্য ও নানা প্রশ্নের উদ্রেক ঘটায়।
ধন্যবাদান্তে
সোহানুর রহমান হিমসেল
সভাপতি, কিশোরগঞ্জ জেলা