Jtv online makka

Jtv online makka অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ।

24/09/2025

পিআর পদ্ধতি নাকি আসনভিত্তিক- কোনটা ভালো? জবাব দিলেন হেযবুত তওহীদের ইমাম

24/09/2025

এনসিপি নেতার উপর ডিম নিক্ষেপের ঘটনায় কী বোঝা গেল?


#রাজনীতি #ভারত #প্রতিবাদ #এনসিপি

টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্রব্যবস্থা সংস্কার বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। চলমান রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন...
24/09/2025

টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্রব্যবস্থা সংস্কার বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। চলমান রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদ নেতৃবৃন্দ। আজ বুধবার সকালে টাঙ্গাইল শহরের হোটেল পিয়াসীতে ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। আয়োজক সংগঠনের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের স্বাস্থ্য সম্পাদক হায়দার আলী খান পন্নী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী উম্মুত তিজান মাখদুমা পন্নী, ময়মনসিংহ বিভাগ হেযবুত তওহীদের সভাপতি এনামুল হক বাপ্পা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঔপনিবেশিক যুগের উত্তরাধিকার হিসেবে পাওয়া আমাদের চলমান রাজনীতি, অর্থনীতি ও বিচারব্যবস্থা বর্তমানে তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। যে কারণে রাষ্ট্র বারবার তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দরুন অন্যায়, অশান্তি, দুর্নীতি, অরাজকতা ও মব সন্ত্রাসের মতো ভয়ানক ব্যাধি রাষ্ট্র ও সমাজকে গিলে খাচ্ছে।
বক্তারা বলেন, এই অশান্তি থেকে মুক্তি পেতে হলে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেয়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, বিচারিক অঙ্গন সহ প্রতিটি অঙ্গনকে আল্লাহর দেয়া বিধানের আলোকে ঢেলে সাজাতে হবে। হেযবুত তওহীদ সেই রূপরেখাই জাতির সামনে তুলে ধরছে।

টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি নাজম আল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মামুন পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু, একুশে টিভির প্রতিনিধি কাজী রিপন, দৈনিক দিনকালের শামসাদুল আখতার শামীম, শোষিতের কণ্ঠের এস এম আলমগীর হোসেন, সাপ্তাহিক আমাদের টাংগাইলের সম্পাদক সাইদুর রহমান, সাপ্তাহিক কালের স্বরের প্রকাশক ও সম্পাদক শামসুজ্জামান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনা শীষ শেখর, দৈনিক আমাদের সময়ের শামীম আল মামুন, নাগরিক টিভির নোয়ান, একুশে টিভির কাজী রিপন, দীপ্ত টিভির সামির খান, যায় যায় দিনের জোবায়েদ মল্লিক, মুক্ত খবরের জহরুল ইসলাম, এশিয়ান টিভির শফিকুজ্জামান খান সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা মো. বায়াজীদ খান পন্নীর নিজের জেলা হিসেবে অনুষ্ঠানকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বাড়তি আগ্রহ পরিলক্ষিত হয়। সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশোত্তর পর্ব ছিল বৈঠকের আকর্ষণীয় পর্ব। উপস্থিত সাংবাদিকরা হেযবুত তওহীদের প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থার প্রশংসা করেন এবং এই প্রস্তাবনা সাধারণ মানুষের সামনে ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানান।

23/09/2025

বাংলাদেশে নতুন ফ্যাসিবাদ শুরু? | কেন একথা বললেন হেযবুত তওহীদের ইমাম?


#হেযবুততওহীদ #বাংলাদেশ #ফ্যাসিবাদ #ন্যায়বিচার

ধন্যবাদ আজকের খবর কে নিউজ কাভারেজ করার জন্য।
23/09/2025

ধন্যবাদ আজকের খবর কে নিউজ কাভারেজ করার জন্য।

কিশোরগঞ্জে গোলটেবিল বৈঠকে বক্তারা‘স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে’সারাদেশের ন্যায় কিশো...
22/09/2025

কিশোরগঞ্জে গোলটেবিল বৈঠকে বক্তারা
‘স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে’
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও হেযবুত তওহীদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১.০০ টায় শহরের গৌরঙ্গবাজার উজানভাটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা শাখা। জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলার সভাপতি সোহানুর রহমান হিমসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।
প্রবন্ধ উপস্থাপক তাঁর বক্তব্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার একটি রূপরেখা তুলে ধরেন। তার বক্তব্যে তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টভঙ্গী, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট চিত্র ফুটে ওঠে।
তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার।” তিনি বলেন, আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা পাবে। কেবল আল্লাহর দেওয়া উপর্যুক্ত নীতিমালা তাকে মানতে হবে; যার মূল কথা- কেউ কোনো মিথ্যা তথ্য প্রচার করতে পারবে না।
তিনি পবিত্র কোরানের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি তুলে ধরে জনগণের বাক-স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার বুনিয়াদি নীতির বিষয়ে বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য যাচাই করে তথ্য প্রচার করা। মিথ্যা প্রচার, পরনিন্দা, অপবাদ, উপহাসমূলক বক্তব্য, কিংবা গোপন গোয়েন্দাগিরি -এসব আচরণ ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। তাই আল্লাহর নির্দেশিত নীতিগুলোই গণমাধ্যমকে করবে নিরপেক্ষ, স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন -বলেন তিনি।
কিশোরগঞ্জে কর্মরত বাংলাভিশন টেলিভিশনের রিপোর্টা মো. মনির হোসেন, বৈশাখী টিভির প্রতিনিধি সুলতান রায়হান ভুইয়া রিপন, বাংলাদেশ প্রতিদিনের সাইফুদ্দিন আহমেদ লেনিন, বিজয় টিভি জীবন চন্দ্র রায়, সিএনএন বাংলার প্রতিনিধি মো. রাসেল, আর টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম নাঈম, চ্যানেল এস এর আশরাফুল ইসলাম,এটিএন নিউজ এর শফিক আদনান, আনন্দ টিভির কাউসার আহমেদ টিটু, এশিয়ান টিভির হাফিজুর রহমান সুমন, প্রথম আলোর প্রতিনিধি তাফসীলুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আরফান, নারী সম্পাদক সাথী আক্তার কলি, ঢাকা দক্ষিণ জেলার সভাপতি তসলিম উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র উপর একটি লিখিত প্রস্তাবনা পেশ করে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ-সেমিনার করে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরে আসছে সংগঠনটি।
উল্লেখ্য, আজ অনুষ্ঠান চলাকালে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্ররোচনায় কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ অনুষ্ঠান দ্রুত সমাপ্ত করার তাগিদ দেন; যা সুধী মহলে রহস্য ও নানা প্রশ্নের উদ্রেক ঘটায়।
ধন্যবাদান্তে

সোহানুর রহমান হিমসেল
সভাপতি, কিশোরগঞ্জ জেলা

22/09/2025

কুমিল্লায় মাজারে হা’মলার ঘটনায় কী দেখা গেল?

#কুমিল্লা #মাজারহামলা #স্থানীয়সংঘর্ষ #বাংলাদেশ

22/09/2025

হেযবুত তওহীদের কর্মী হতে কী কী যোগ্যতা লাগে?

22/09/2025

ড. ইউনুস যা বলেছিলেন, বাস্তবে যা ঘটলো | Dr. Muhammad Yunus | Hossain Mohammad Salim

22/09/2025

নবীজীর দলের নাম কী ছিল? | Hossain Mohammad Salim | Hezbut Tawheed

21/09/2025

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বললেন হেযবুত তওহীদের ইমাম

21/09/2025

ইসলামী লেবাস সম্পর্কে তিনটি ভুল ধারণা | Three Misconceptions About Islamic Dress

Address

Corniche Deira

Alerts

Be the first to know and let us send you an email when Jtv online makka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jtv online makka:

Share