Mynuddin Sayed

Mynuddin Sayed I wanted to know if I would lose you. I didn't get you. I cried uncontrollably at his pain.

I wanted to know if I would lose you, Ididn't get you, I cried uncontrollably at his pain.

03/06/2025
28/05/2025

゚ Md Mynuddin

08/05/2025

শান্তির পক্ষে বাংলাদেশ: হৃদয়ের আহ্বান
এই উপমহাদেশ আমাদের ঘর। শত সহস্র বছরের ইতিহাস, সংস্কৃতি, গান, ভাষা আর মানুষের হৃদয়ের টান আমাদের এক সূতোয় বেঁধে রেখেছে। তাই যখন দেখি আমাদের দুই আপন প্রতিবেশী—ভারত ও পাকিস্তান—উত্তেজনার পথে হাঁটছে, আমাদের মন ব্যথায় ভারী হয়ে ওঠে।

বাংলাদেশ, যাকে বারবার ঘুরে দাঁড়াতে হয়েছে রক্ত, অশ্রু আর স্বপ্নের বিনিময়ে, আমরা জানি শান্তির মূল্য কতটা গভীর। আমরা জানি, যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে—মানুষের চোখে জল, মায়ের কোলে শূন্যতা, শিশুর ভবিষ্যতে অন্ধকার।

আমরা এই অঞ্চলের মানুষের মুখে হাসি দেখতে চাই, আতঙ্ক নয়। আমরা চাই সীমান্ত পেরিয়ে ভালোবাসা ছুটে যাক, গোলাবারুদ নয়।
আমরা চাই, ভারত ও পাকিস্তান সংলাপের পথ বেছে নিক, বিশ্বাসের সেতু গড়ে তুলুক।

বাংলাদেশ বিশ্বাস করে, হৃদয় দিয়ে তৈরি করা সম্পর্ক টিকে থাকে। এই সময় তাই, আমরা দু’দেশের কাছে একটাই অনুরোধ জানাই—আসুন, মানবতা ও শান্তির কণ্ঠস্বরকে শ্রবণযোগ্য করি। সংঘাত নয়, সহমর্মিতা হোক আমাদের পথচলা।

শান্তিই আমাদের শক্তি। ভালোবাসাই আমাদের ভাষা।
-বাংলাদেশ

#বাংলাদেশ

05/05/2025

আজ রক্তে ভেজা ৫ই মে।
২০১৩ সালের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক হৃদয়বিদারক ও গুরুত্বপূর্ণ দিন হয়ে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নবীপ্রেমী ধর্মপ্রাণ মুসলমান ছুটে এসেছিলেন রাজধানীর কেন্দ্রস্থলে শাপলা চত্বরে। তাদের একটাই দাবি ছিল: ঈমান ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ১৩ দফা উপস্থাপন। দিনভর প্রতিবাদ আর রাতে অন্ধকারে এক বেদনার নৃশংসতা। ৫ই মে রাতের শাপলা চত্বর যেন পরিণত হয়েছিল এক ভয়াল অধ্যায়ে। কী ঘটেছিল সেদিন? কারা এসেছিল? কতজন নিখোঁজ, আহত বা নিহত হয়েছিলে আজও তার পূর্ণ বিবরণ আমাদের অজানা। নানা বিতর্ক ও ধোঁয়াশার মাঝে আজও স্পষ্ট একটি বিষয় শাপলা চত্বরে যারা এসেছিলেন, তারা আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ)-এর প্রেমে উদ্বুদ্ধ হয়ে এসেছিলেন। তারা চাইছিলেন একটি ধর্মীয়ভাবে শালীন, ন্যায়ের সমাজ ব্যবস্থা। অথচ তাদের সেই উপস্থিতি কতটা নির্মমভাবে দমন করা হয়েছিল, তা ইতিহাসের পাতা কখনো ভুলবে না। আজ ৫ই মে, আমরা স্মরণ করি সেই সাহসী আত্মত্যাগীদের, যারা বিশ্বাস আর আদর্শের জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। আমরা চাই সত্য উন্মোচিত হোক, বিচার হোক ন্যায়সঙ্গত, ইতিহাস বলুক তার নিরপেক্ষ বয়ান। আসুন, আমরা শাপলার সেই শহিদদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের শহিদের মর্যাদা দান করেন। আসুন, আমরা এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, এবং ইসলামের মহান আদর্শ রক্ষায় সোচ্চার হই।

ে #শাপলা_চত্বর #ইতিহাস_ভোলা_যায়_না

24/04/2025

একজন মানুষ যদি জানতো তার মৃ*ত্যুর পর কত দ্রুত সবাই তাকে ভুলে যাবে, কারো সন্তুষ্টি অর্জন, দৃষ্টি আকর্ষণ কিংবা নৈকট্য অর্জনে সে এভাবে উঠে পড়ে লাগতো না। কারো দূরে সরে যাওয়াতেও সে এত কষ্ট পেতো না। সে কেবল তাঁর ভালোবাসা, ক্ষমা ও সন্তুষ্টি লাভের চেষ্টাতেই থাকতো, যিনি তাকে পেলেছেন সেই মায়ের পেটে, যেখানে তার কোনই বন্ধু ছিল না। সেই পোকামাকড়ের ঘরে, সেই অন্ধকার গর্তে, সেই নিস্তব্ধ ভয়ার্ত পরিবেশেও যদি তার একাকিত্বের সঙ্গী কেউ হয়, তাহলে হবে একমাত্র সেই মহান রবেরই রহমত ও দয়া। অসহায় সে নয়, যার কোন বন্ধু নেই। চরম অসহায় তো সে, যে এমন কাউকে বন্ধু বানায় যে আদৌ তার কেউ নয়।

24/04/2025

হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।

24/04/2025

ভারতের উসকানিমূলক বক্তব্য ও মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান। বর্তমানে ভারতের কিছু রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠীর পক্ষ থেকে বাংলাদেশকে লক্ষ্য করে যেভাবে ধারাবাহিকভাবে উসকানিমূলক, অপমানজনক এবং বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে এমন দায়িত্বহীন ও বিভেদমূলক কথাবার্তা ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং শান্তিপ্রিয় একটি দেশ। আমরা সবসময় আঞ্চলিক স্থিতিশীলতা, পারস্পরিক সম্মান ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে আসছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেছিল, সেটি আমরা সম্মানের সঙ্গে স্মরণ করি। কিন্তু বন্ধুত্বের সম্পর্কের মানে এই নয় যে, আমরা অপমান সহ্য করব বা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেব। বিশেষ করে যখন ভারত নিজেই আজ ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর ওপর অত্যাচার, বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে জর্জরিত, তখন অন্য দেশের বিরুদ্ধে আঙুল তোলা তাদের রাজনৈতিক দ্বিচারিতার পরিষ্কার বহিঃপ্রকাশ। ভারতে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বৈষম্য, গুজরাট ও দিল্লির দাঙ্গা, মসজিদ ধ্বংস, নাগরিকত্ব আইন (CAA) ও জাতীয় নাগরিক নিবন্ধন (NRC)-এর মতো বৈষম্যমূলক নীতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও সমালোচিত। বাংলাদেশ সবসময়ই মানবতা, সাম্য ও ধর্মীয় সহনশীলতার পক্ষে কথা বলেছে এবং বলবে। আমরা ভারতের শুভবুদ্ধির উদয় কামনা করি। আমরা চাই তারা তাদের নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের দিকে মনোযোগ দিক, এবং বাংলাদেশের মতো শান্তিপ্রিয় প্রতিবেশীকে অকারণে উসকানি দিয়ে বন্ধুত্ব নষ্ট না করে সম্পর্ককে আরও দৃঢ় করুক। বাংলাদেশ কারো কাছে মাথানত করে না—আমরা শান্তি চাই, কিন্তু সম্মান ও মর্যাদার প্রশ্নে আমরা আপসহীন।















   ゚
28/03/2025

Address

Dubai
00000

Alerts

Be the first to know and let us send you an email when Mynuddin Sayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mynuddin Sayed:

Share