Gen-Z কিছু অভাব পূরন করতে নেই,..!
তোমার অভাবও আমি পূরন করি নাই, তোমার প্রতি ভালোবাসা কমে যাওয়ার ভয়ে😊

ঐতিহাসিক গন-অভ্যুত্থানের ১ বছরের বর্ষপূর্তিতে  উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে - বাংলাদেশ জাতীয়তাবাদী দল  - বিএনপ...
05/08/2025

ঐতিহাসিক গন-অভ্যুত্থানের ১ বছরের বর্ষপূর্তিতে উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে -
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক গণ - মিছিল ও সমাবেশে করে দলটি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক জনাব মো. আবুল কালামের নেতৃত্ব বিজয় মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাইপাস সড়কে সমাবেশ করে দলটি।
৫.৮.২০২৫
BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP BNP MEDIA Tarique Rahman BNP Media Cell

আগামীর বাংলাদেশ 🇧🇩💙
05/08/2025

আগামীর বাংলাদেশ 🇧🇩💙

শুভশ্রী আর দেব মুভির প্রমোশনে এক হইছে আর আমাগো কিছু মানুষের কূয়ার তলায় আবেগে গজার মাছ নাচন কুদন দিচ্ছে। এদের টাকা দে দেখ...
05/08/2025

শুভশ্রী আর দেব মুভির প্রমোশনে এক হইছে আর আমাগো কিছু মানুষের কূয়ার তলায় আবেগে গজার মাছ নাচন কুদন দিচ্ছে। এদের টাকা দে দেখবি লাইভে একজনের মুখে আরেকজন মুখ ঢুকিয়ে জিব্বা দ্বারা চপাত চপাত দিবে। একসাথে হইছে কথা বলছে, পারফরম্যান্স করছে প্রফেশনালিজম দেখাইছে। শেষ....

কিন্তু আমাগো আবেগী জনতা একজনের চোখে আরেকজনের প্রেম দেখতে পাচ্ছে। ওরা নাকি এখনো একজন আরেকজনকে ভালোবাসে, কাছে চায়, গভীরে যাইতে চায়, দেবের know know এখনো শুভশ্রীর জন্য ফুঁস ফুঁস করে কান্দে।

মানে সিরিয়াসলি আপনাগো এসব আবেগ দেখলে আমার মুততে ইচ্ছা করে। মুতে মুতে ভাসিয়ে দিতে ইচ্ছা করে। শুধু আবেগ না, আপনারাও যেনো ভেসে যান এত পরিমাণ মুততে চাই।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা ও রক্তের প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস...
23/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা ও রক্তের প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।

উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ, সহ-সম্পাদক ডা. রাসেল হোসেন, ডা. তৌকির আহমেদ, ইফতেখার হাসান তালুকদার, জোবায়েল আলম পাভেল, ডা. মাহবুবুর রহমান, রেদওয়ান তানভীর সিয়াম, জিহানুর রহমান প্রিন্স, লুৎফর রহমান সাকিব, কায়েস বিন হোসাইন, মনজুম কাদের তালুকদার, মেহেদি হাসান অনিক, দীপু কুমার সাহা, ধ্রুব সাহা, মোঃ মামুন, ফয়সাল আহম্মেদ ফাহিম, বিপ্লব কুমার রায়, তামিমসহ অসংখ্য ছাত্রনেতা ও কর্মী।

23/07/2025

'যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায়, ছাত্রলীগ এখন স্টুডেন্ট সেজেছে।🤣🤣

14/07/2025

তোমার পিছে যেই এ্যাফোর্ট টা দিছিলাম সেটা ielts এ দিলে আজকে আমি অস্ট্রেলিয়া থাকতাম!🥲

23/06/2025

আমাদের এই হা*ম*লা ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় : ইরান

ইরান একা নয় : কিম জং উন
19/06/2025

ইরান একা নয় : কিম জং উন

ইরানের উচিৎ ছোট ভাইকে ইনভাইটেশন দেওয়া🙂
19/06/2025

ইরানের উচিৎ ছোট ভাইকে ইনভাইটেশন দেওয়া🙂

বিভিন্ন বাঙ্কারে অবস্থান নিয়েছেন ই!স*রা!য়েলিরা....এটাও বা কম কিসের 🐸😂
18/06/2025

বিভিন্ন বাঙ্কারে অবস্থান নিয়েছেন ই!স*রা!য়েলিরা....
এটাও বা কম কিসের 🐸😂

18/06/2025

যুদ্ধে ঘোষণা দিল খামেনি। মাত্র ২০ মিনিটে ইসরায়েলে ৩০টি ক্ষেপণাস্ত্রের আঘাত।

ইরান কখনোই আপস করবে না। > ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি 🇮🇷💗
18/06/2025

ইরান কখনোই আপস করবে না।
> ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি 🇮🇷💗

Address

Naif
Dairah

Alerts

Be the first to know and let us send you an email when Gen-Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share