Bashir miazi For Entertainment

14/07/2025
14/07/2025
14/07/2025

এই খুনির পরিচয় পাওয়া গেছে
দয়া করে সবাই শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই খুনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসতে পারে।জুলাই আন্দোলনে ছাত্রদেরকে দমন পিরণ করেছে এই মহিউদ্দিন মাহি ।

যারা দেশের শান্তি চায়না এই ধরনের গুজব ছড়ায় তারা ওরাই।

জেলা=ভোলা, থানা=চরফ্যাশন, ইউনিয়ন= ওমরপুর ওয়ার্ড= ৭ নং বাবার নাম=আব্দুল হাই মেম্বার।

এবার আসি ওর রাজনীতি পরিচয়,
এই সন্ত্রাসের নাম, (মহিউদ্দিন মাহি) ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাবা ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার চাচা নূরনবী শিপু ওমরপুর ইউনিয়ন সাবেক ছাএলীগের সভাপতি, তাদের অত্যাচারে অনেকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে, তারা বিগত ১৫ বছর ওমরপুর ইউনিয়নে লুটেপুটে খেয়েছিল।

14/07/2025

চাঁদাবাজির দায় যদি তারেক রহমান কে দিতে হয় ।ফজু বন্ড কেও মাদ্রাসায় বলাৎকারের দায় নিতে হবে

13/07/2025

ব্যবসায়ী হত্যার গুমর ফাঁস

13/07/2025

তোফাজ্জলের বেলায় প্রতিবাদ নাই
সাম্যর বেলায় কোন প্রতিবাদ নাই
পারভেজের বেলায় প্রতিবাদ নাই
মাহবুবের বেলা কোন প্রতিবাদ নাই
মসজিদের ইমাম নুরু রহমানের বেলায় প্রতিবাদ নাই
উপদেষ্টা আসিফ মাহমুদের এলাকায় পুরা একটা পরিবার পিটিয়ে মেরে ফেলছে সেটার প্রতিবাদ নাই।

বিএনপির কর্মী দাবি করা দুইজন ভাঙ্গারি ব্যবসায়ীর মধ্যকার দ্বন্দ্ব কেন্দ্রকরে খুন হওয়া সোহাগের বেলায় আপনি বিপ্লবী হয়ে উঠলেন.?

রাজনৈতিক এই প্রতিহিংসা বন্ধ করুণ না হয় আমরাও কিন্তু আপনাদের সকল অপকর্মের চরিত্র তুলে ধরবো।

বিএনপি কে ভিক্টিম বানিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়া যাচ্ছিলো না তাই?
বাকিদের মৃত্যুর প্রতিবাদে তোমাদের কোন রাজনীতিক সুবিধা ছিলো না তাই তো?🙂

(বিঃ দ্রঃ সকল হত্যাকাণ্ডই দুঃখজনক,আমি সোহাগের হত্যাকারীদের সর্বচ্ছ শাস্তির দাবি জানাচ্ছি, অপরাধি যে দলরেই হোক তার সর্বচ্ছ শাস্তির পক্ষে আমি)

12/07/2025

Address

Dubai Investment Park First

Telephone

+971562770876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bashir miazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bashir miazi:

Share

Category