Mohammad Rashal

Mohammad Rashal বাংলা দেশে যাওয়ার আসার টিকিটের অফার এবং বাংলাদেশিদের জন্য কাজের ভিসা সহ সব রকমের খবরা খবর এর জন্য আমাদের পেজটা ফলো করুন

Lavender Travel and Tourism ✈️🇦🇪🇧🇩

23/04/2025

নতুনদের জন্য আমিরাতে যাওয়ার পূর্ণ গাইডলাইন – ভিসা থেকে চাকরি পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য!

প্রতিবেদন:
সংযুক্ত আরব আমিরাতে (UAE) প্রবাস জীবনের স্বপ্ন দেখছেন? তাহলে প্রস্তুতি ছাড়া যাওয়া হতে পারে বড় ভুল! যারা প্রথমবারের মতো দুবাই, আবুধাবি কিংবা শারজাহতে আসার কথা ভাবছেন – তাদের জন্য রইলো একটি পূর্ণাঙ্গ গাইডলাইন।

ভিসার ধরন বুঝে আসুন:

Visit/Tourist Visa: মেয়াদ ও শর্তগুলো আগে ভালোভাবে জেনে নিন।

Employment Visa: যেই কোম্পানি স্পনসর করছে, তাদের কাগজপত্র যাচাই করুন।

এজেন্টের মাধ্যমে আসলে: সব ডকুমেন্ট খুঁটিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন।

ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি নিন:

কমপক্ষে ২–৩ মাসের খরচ হাতে রাখুন (বাসা ভাড়া, খাবার, যাতায়াত, জরুরি খরচ)।
শুধু “চাকরি পেয়ে যাব” ভেবে আসলে বিপদে পড়তে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্র আনতে ভুলবেন না:
বৈধ পাসপোর্ট (৬ মাসের মেয়াদ থাকতে হবে)
পাসপোর্ট সাইজ ছবি (৪–৬ কপি)
একাডেমিক সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
থাকার ব্যবস্থা আগেই দেখে রাখুন:
পরিচিত কেউ থাকলে আগে যোগাযোগ করুন।
রুম/ফ্ল্যাট খুঁজতে পারেন Facebook, Dubizzle, বা Biko-তে।
চাকরির প্রস্তুতি নিন:
নিজের দক্ষতা অনুযায়ী UAE-র জব মার্কেট সম্পর্কে ধারণা নিন।
একটি ভালো ইংরেজি CV তৈরি করে আনুন (প্রয়োজনে সহায়তা নেওয়া যাবে)।
চাকরি খোঁজার জনপ্রিয় ওয়েবসাইটগুলো:

🔹 linkedin
🔹 bayt
🔹 gulftalent
🔹 naukrigulf
🔹 dubizzle
🔹 Indeed

প্রতারণা থেকে সাবধান:
“ভিসা + চাকরি” বলে কেউ অগ্রিম টাকা চাইলে না বলুন।
ফেক অফার, WhatsApp মেসেজ, ও সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন।
আমিরাতে নেমে প্রথম করণীয়:
মোবাইল সিম কিনুন (Etisalat বা Du)
পরিবারের সঙ্গে যোগাযোগ করুন
পরিস্থিতি বুঝে কাজের সিদ্ধান্ত নিন – হুট করে কিছু করবেন না।
শেষ কথা:
প্রবাস জীবনের শুরু যেন স্বপ্নভঙ্গ না হয় – তাই পরিকল্পনা করে, তথ্য জেনে, সতর্ক থেকে এগিয়ে যান। ইনশাআল্লাহ সাফল্য আসবেই।

#নতুনভিসা #আমিরাতগাইড #বাংলাদেশীপ্রবাসী #দুবাইচাকরি

আমিরাত প্রবাসীদের ভিসা ট্রান্সফার সংকট সমাধানে প্রধান উপদেষ্টার কাছে ৫০০+ প্রবাসীর চিঠি...
06/04/2025

আমিরাত প্রবাসীদের ভিসা ট্রান্সফার সংকট সমাধানে প্রধান উপদেষ্টার কাছে ৫০০+ প্রবাসীর চিঠি...

06/04/2025

পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা প্রেচ সচিবের ই-মেইলে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে কি চিঠি পাঠিয়েছেন।আজ ২রা এপ্রিল স...
02/04/2025

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা প্রেচ সচিবের ই-মেইলে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে কি চিঠি পাঠিয়েছেন।

আজ ২রা এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কর্মীরা তাদের দাবি নিয়ে ডঃ ইউনুসের বরাবর গনহারে প্রায় ৫০০ টিরও বেশি ই-মেইল পাঠিয়েছেন।

উক্ত ই-মেইলে কি লেখা ছিলো তা নিচে দেওয়া হলো। এবং কয়েকটি ইমেইলের স্ক্রিন সর্ট এখানে যুক্ত করা হলো।

পরবর্তী কর্মসূচি হিসেবে দেশের সকল মিডিয়াতে গনহারে ই-মেইল পাঠানোর উদ্যোগ গ্রহন করেছেন আরব আমিরাত প্রবাসীরা।

ধন্যবাদ যিনি এই মহৎ কাজটা করতেছেন

শুধু চালু হচ্ছে, কবে চালু হবে সেটা একটু নিদিষ্ট করে জানালে হয় সবাইকে।
25/03/2025

শুধু চালু হচ্ছে, কবে চালু হবে সেটা একটু নিদিষ্ট করে জানালে হয় সবাইকে।

19/03/2025

সকল প্রবাসি বাংলাদেশিরা সত&র্ক হোন আমাদের বিসা চালু সম্পর্কে

#প্রবাসি #দুবাই

শেয়ার করে আপনার পরিবারকে জানিয়ে দিন....
18/03/2025

শেয়ার করে আপনার পরিবারকে জানিয়ে দিন....

17/03/2025

সপ্তাহের কোন কোন দিনগুলোতে টিকেট নিলে কম দামে পাওয়া যাবে?
বিস্তারিত ভিড়িওতে, প্রবাসিদের জন্য গুরুত্বপূর্ণ ভিড়িওটি

#প্রবাসি #দুবাই

16/03/2025

আরব আমিরাতে প্রবাসি ভাইয়েরা বর্তমান পরিস্থিতিতে কেন্সল হওয়ার আগে এই ভিড়িওটা দেখুন।

16/03/2025

দুবাই টু ঢাকা যাওয়ার সময় দুবাই ইমিগ্রেশন থেকে ছয় (৬ জন) যাত্রি কে ঢাকা যেতে দিল নাহ। কি ভুল ছিল যাত্রির?
যারা ছুটিতে যাবেন তাদের এই ভিড়িও একবার হলে দেখা উচিত।

13/03/2025

কূটনৈতিক ব্যর্থতার কারনে লাখ লাখ আমিরাত প্রবাসী আজ অনিশ্চয়তা এর মধ্যে আছে।

09/03/2025

আমিরাতে বসবাসরত সবার জন্য ❝সদকাতুল ফিতরা" সর্বনিম্ন ২৫ দিরহাম নির্ধারণ করা হয়েছে।

09/03/2025

এটাই শেষ ভিড়িও বাংলাদেশিদের ভিসার আপডেট নিয়ে।

#প্রবাসি #ভিসা

২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলাসালাম মাহমুদ : আগামী ২১ এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রি...
09/03/2025

২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা
সালাম মাহমুদ : আগামী ২১ এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে ৫ দিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালিত হবে। আজ মার্চ ০৫, ২০২৫, বুধবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল বিক্রয় মাধ্যমে ঢাকা-রিয়াদ রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার দুপুর ১টা ৩৫মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরদিন ভোর ৪টায় অবতরণ করবে।

ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪,০৬৫ টাকা এবং রিটার্ণ ভাড়া ৮১,৯৯৮ টাকা। এছাড়া রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে নূন্যতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ণ ভাড়া ১,৪৫৮ সৌদি রিয়েল।

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ইউএস-বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমণ করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ঢাকা-রিয়াদ রুটের টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইট www.usbair.com

বিদেশ যাওয়ার আগে শেখার দরকারি দক্ষতাবিদেশে দ্রুত ও স্বচ্ছন্দে মানিয়ে নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করা জরুরি...
08/03/2025

বিদেশ যাওয়ার আগে শেখার দরকারি দক্ষতা

বিদেশে দ্রুত ও স্বচ্ছন্দে মানিয়ে নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করা জরুরি। নিচে উল্লেখযোগ্য কয়েকটি স্কিল ও তাদের গুরুত্ব তুলে ধরা হলো—

১. ড্রাইভিং ও লাইসেন্স

ড্রাইভিং শেখা ও নিজ দেশে ড্রাইভিং লাইসেন্স নেওয়া অত্যন্ত উপকারী। অনেক দেশে এই দক্ষতা থাকলে সহজেই কাজের সুযোগ পাওয়া যায়।

২. কম্পিউটার দক্ষতা

বেসিক কম্পিউটার স্কিল যেমন— MS Word, Excel, PowerPoint, টাইপিং ও ইমেইল ব্যবস্থাপনা শিখে নেওয়া দরকার। পাশাপাশি, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং জানলে আরও ভালো সুযোগ পেতে পারেন।

৩. ইংরেজি ভাষা দক্ষতা

ইংরেজি, বিশেষ করে স্পোকেন ইংলিশ ও যোগাযোগ দক্ষতা উন্নত করা জরুরি। এছাড়া, যে দেশে যাচ্ছেন, সে দেশের ভাষার প্রাথমিক জ্ঞান অর্জন করাও উপকারী।

৪. রান্নার দক্ষতা

নিজে রান্না করতে পারলে খরচ কমানো যাবে ও স্বাবলম্বী হওয়া সম্ভব। এছাড়া, হোটেল বা রেস্টুরেন্টে রান্নার কাজের মাধ্যমে সহজে আয় করা যায়।

৫. টেকনিক্যাল ও ইলেকট্রনিক্স স্কিল

ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিং, ফ্রিজ ও এসি মেরামতের দক্ষতা থাকলে ভালো উপার্জনের সুযোগ তৈরি হতে পারে।

৬. তথ্য অনুসন্ধানের দক্ষতা

ইন্টারনেট থেকে দ্রুত ও সঠিক তথ্য খুঁজে বের করার কৌশল জানা দরকার, বিশেষ করে গুগল ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে।

৭. যোগাযোগ দক্ষতা

পেশাদারভাবে কথা বলা ও নিজের মতামত পরিষ্কারভাবে উপস্থাপন করার কৌশল শিখুন। ইউটিউব বা অনলাইন কোর্স থেকে এই দক্ষতা উন্নত করা যেতে পারে।

৮. প্রেজেন্টেশন স্কিল

নিজের দক্ষতা ও অভিজ্ঞতা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরার কৌশল শিখুন, যা চাকরির ইন্টারভিউ বা পেশাদার পরিবেশে কাজে লাগবে।

৯. পরিশ্রমের মানসিকতা

বিদেশের জীবন সহজ নয়, তাই কঠোর পরিশ্রম ও মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

সতর্কতা ও পরামর্শ

✔ বিদেশ যাওয়ার আগে যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি নিন।
✔ সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন।
✔ আত্মনির্ভরশীল হয়ে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার মানসিকতা গড়ে তুলুন।

08/03/2025
08/03/2025

ভিসা চালু হচ্ছে ঈদের পরে। ভিড়িওতে বিস্তারিত, পুরো ভিডিও না দেখলে বুঝবেন নাহ।

#দুবাই #ভিসা

Address

Dubai
000000

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Rashal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Rashal:

Share