15/10/2025
পারিবারিক সমস্যা — কার নেই বলেন তো??
আজ মা-বাবার সাথে রাগ হবে, কাল হয়তো কথা বলব না, খোঁজ নেব না। আবার এমনও অনেক দিন আমাদের জীবনে আসে যখন ঝগড়ার পর মা-বাবা রাগ করে বলে “তুই আমার সন্তান না!”
কিন্তু প্রশ্ন হচ্ছে, রক্তের সম্পর্কের সেই টান, সেই বন্ধন কি সেখানেই মুছে ফেলা যায়?
আচ্ছা, শাকিব খানও তো একসময় অপু বিশ্বাসকে বিয়ে করে সন্তান জয়ের জন্মের পরও বছরের পর বছর মিডিয়ার চোখের আড়ালে রেখেছিল যে তারা আসলে বিবাহিত। তাহলে রিপন মিয়া, যার শিক্ষা বা সামাজিক অবস্থান শাকিবের তুলনায় অনেক নিচে, যদি কখনো বলে থাকে যে সে অবিবাহিত — তাতে এমন কী অন্যায় হলো??
সে তো আর চুরি করেনি, হত্যা করেনি, অপরাধও করেনি!
বাবা-মায়ের সাথে রাগ, ঝগড়া, অভিমান — এসব তো আমাদের সবার জীবনের অংশ। কিন্তু রিপন মিয়া অন্তত অন্যদের মতো কুটিলতা, জটিলতা আর ভণ্ডামিতে ভরা জীবন নিয়ে বাঁচে না!!
আর সাংবাদিকের কথা কী বলব — তাদের কাজ যেন এখন কারও ব্যক্তিগত জীবনে ঢুকে তার সুখটুকু নষ্ট করে দেওয়া!
আমি সেই তথাকথিত ‘সাংবাদিক’কে একটা প্রশ্ন করতে চাই — সে কি জীবনে কোনোদিন তার নিজের পরিবারের সাথে অভিমান বা ঝগড়া করেনি?
এই বাংলাদেশে সবই সম্ভব!
আমি আবারও বলছি — খুব বেশি দিন লাগবে না, একদিন "হামজা চৌধুরী"র মতো মানুষকেও এই দেশ থেকে অপমানিত হয়ে চলে যেতে হবে। আজকে বলে দিলাম তারিখটা লিখে রাইখেন!!
কারণ এই দেশ, এই জাতি, এই সমাজ — বারবার তাদেরই অপমান করেছে যারা এ জাতির জন্য কিছু করতে চেয়েছে বা করে গিয়েছে । ( উল্লেখ্য এ লাইনটা রিপন মিয়ার জন্য প্রযোজ্য নয় 😜 )
এই সেই দেশ, যেখানে বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে,
মুক্তিযোদ্ধাদের প্রতিনিয়ত অপমান করা হচ্ছে- হত্যা করা হচ্ছে, সালমান শাহকে হত্যা করা হয়েছে,
সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজার মতো কিংবদন্তিদেরও অপমান করা হয়েছে।
এই দেশ, এই সমাজ কখনো সম্মান দিতে শেখেনি।
আর আমরা নিজেরাই যদি ভালো না হই, তাহলে "রিপন মিয়া"র মতন স্বল্পশিক্ষিত একজন লোক ভালো হবে কীভাবে???
- এটাই বাস্তব
I Hate You !!