
19/07/2025
বদলে যাচ্ছে মানুষের সার্চ করার ধরন!
কেনো আপনার ওয়েবসাইট কে SEO করা উচিত!
ছোট ছোট কিওয়ার্ডের বদলে এখন মানুষ AI চ্যাটবটকে লম্বা (Longtail) এবং স্বাভাবিক ভাষায় প্রশ্ন করছে।
AI এর সাথে SEO-এর সম্পর্ক কী?
AI যেভাবে উত্তর দেয়: AI তার নিজস্ব ডেটাবেস অথবা লাইভ ওয়েব রেজাল্ট থেকে তথ্য সংগ্রহ করে উত্তর তৈরি করে।
এর মানে হচ্ছে - Google সার্চে যারা উপরের দিকে র্যাঙ্ক করে, AI মূলত তাদের ওয়েবসাইট থেকেই তথ্য নেয়। তথ্য নেওয়ার পর আপনাকে আপডেট দেয়।
সুতরাং, AI-এর উত্তরে বা চ্যাট সেকশনে বা Answer Overviews এ আপনার ব্র্যান্ডকে বা ওয়েবসাইটকে বা ব্লগকে তুলে ধরতে হলে SEO আগের চাইতে বেশি জরুরী।
আপনার Website Rank করাতে হলে অবশ্যই অবশ্যই SEO করাতে হবে।
SEO আগের মতোন নেই, পরিবর্তনশীলতার যুগে এক্সপার্ট SEO Team হায়ার করা জরুরী কারন SEO এর কৌশল আর অপটিমাইজেশন পদ্ধতিগুলো আরও স্মার্ট হয়েছে।