Deep Feelings

Deep Feelings নিজের পথ নিজে তৈরী করো,
অন্যদের ছায়ায় নয়,
নিজের আলোয় এগিয়ে চলো,
🫶💕🫶

Let everyone know the content of the wafer Greetings from the page, I will keep everyone happy through this page, so I request you to stay by my side.

পতি-শ্রুতি মানে শুধু স্বামী-স্ত্রীর বন্ধন নয়,এ এক চুপচাপ বোঝাপড়ার নাম…যেখানে কথা কম, অনুভব বেশি।যেখানে অভিযোগ নয়, দোয়া হ...
06/07/2025

পতি-শ্রুতি মানে শুধু স্বামী-স্ত্রীর বন্ধন নয়,
এ এক চুপচাপ বোঝাপড়ার নাম…
যেখানে কথা কম, অনুভব বেশি।
যেখানে অভিযোগ নয়, দোয়া হয়।

যখন স্ত্রী ক্লান্ত, স্বামী এগিয়ে দেয় এক গ্লাস পানি…
আর স্বামী পরিশ্রান্ত হলে, স্ত্রীর হাত ছুঁয়ে শান্তি পায়।
এটাই ভালোবাসা — শব্দহীন, কিন্তু গভীর।

প্রতিদিন নতুন করে প্রতিশ্রুতি দেওয়া নয়,
পুরনো প্রতিশ্রুতির প্রতি সত্য থাকা…
এটাই পতি-শ্রুতির প্রকৃত সৌন্দর্য।

#পতি_শ্রুতি #দাম্পত্য_ভালোবাসা #ইসলামিক_বন্ধন #ভালোবাসা_মানে_বোঝাপড়া #হৃদয়ের_কথা

01/07/2025

বুকের বাঁ পাশটা শুধু হৃদয় রাখার জায়গা না—
ওখানেই জমে থাকে সব না বলা কথা,
চেপে রাখা কান্না,
আর সেই মানুষটার স্মৃতি,
যে এখন আর পাশে নেই, তবু প্রতিটা নিঃশ্বাসে বাস করে।

ওই বাঁ পাশটা ধকধক করে, যখন কেউ চলে যায় নিরবে,
যখন নিজের মুখে হাসি থাকলেও
ভেতরে একটা কিছু ভেঙে পড়ে শব্দহীনভাবে।

বুকের ডান পাশে ফুসফুস থাকে,
কিন্তু বাঁ পাশে থাকে ভালোবাসা,
যন্ত্রণা,
আর কিছু চিরকাল বয়ে বেড়ানো অনুভব।

29/06/2025

মেয়েদেরকে খুশি করতে কতো কিছু লাগে
আর ছেলেরা মেয়েদেরকে দেখলেই খুুশি😆😆🌼🙂

তুমি তোমার পরিবারের কথাও ভাবলে, নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবলে। ভাবলে না শুধু আমার কথা.!💔😔
29/06/2025

তুমি তোমার পরিবারের কথাও ভাবলে, নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবলে। ভাবলে না শুধু আমার কথা.!💔😔

29/06/2025

"সে আমার হবে—ভাবতেই বুক কেঁপে ওঠে, কারণ সেটা অসম্ভব।
সে আমার হবে না—ভাবলেই নিঃশ্বাস ভারী হয়ে আসে, এটাও মানা যায় না।

এই দুই অসম্ভবের মাঝখানে দাঁড়িয়ে আমি কেবল হারিয়ে যেতে থাকি...
না পাওয়ার যন্ত্রণায়, আর পাওয়ার স্বপ্নে…

একটা প্রতীক্ষা, যেটার শেষ নেই—
একটা ভালবাসা, যেটার শুরু ছিল, শেষ নেই—
আমি আছি ওই দুই অসম্ভবের মাঝে,
একটা অনুভূতির ঘূর্ণিপাকে,
যেখানে প্রেম আছে, তবু প্রাপ্তি নেই…"

#হারিয়ে_যাওয়া #অসম্ভব_ভালবাসা #নিঃশব্দ_যন্ত্রণা

28/06/2025

তুমি যে কঠিন ধাতুর তৈরি, আমি বোঝেনি। আমার নরম হৃদয় ক্ষ'তবিক্ষত তোমার মনের স্পর্শে এসে! ❤️‍🩹

28/06/2025

তুমি আমার আ'ত্মায় মিশে থাকা স্বর্গীয় শান্তি, যাকে কল্পনাতে জড়িয়ে ধরে ছুঁয়ে দেই শতকোটি বার।🌸🖤

28/06/2025

মায়া কি? মায়া হলো একটি নির্ল'জ্জ অনুভূতি, যা মানুষকে কু'কু'রের মতো ঘুরায়.!😥💔🥀

28/06/2025

_জীবনে যদি কোনোকিছু সফলভাবে অর্জন করি তা হচ্ছে আমার ক্ষ'তি!💔😅

28/06/2025

আজীবন একটা আফসোস থেকে যাবে ভুল মানুষকে মায়া করলাম!😊💔

28/06/2025

চোখ বন্ধ করলেই নাকি টাকার বৃষ্টি হয়! 💸
আমি ভাবলাম, “চলো ভাই, আমিও দেখি!” 😎
চোখ বন্ধ করলাম...
টাকা তো দূরের কথা, ঘুমাইয়া স্বপ্নেও লটারিই পাই নাই! 😴😂

18/06/2025

অশ্রুর ধারা

চোখ কাঁদে, যখন মন ভেঙে যায়,
অবুঝ ব্যথাগুলি নীরবে ঝরে যায়।
স্মৃতির পাতায় যখন ধুলো জমে,
একাকী হৃদয় গভীরে প্রবেশ করে।

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deep Feelings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deep Feelings:

Share