
21/12/2024
আমাদের জানামতে উনার প্রকৃত নাম আহমাদ, (৩২) পিতার নাম ওয়াক্কাস, দেশের বাড়ি চাতলপাড় বি বাড়িয়া।
উনি দীর্ঘ সময় যাবত বিভিন্ন জায়গায় খতীবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব দাঃবাঃ এর ছেলে/খাদেম/সফরসঙ্গী/ছাত্র পরিচয়ে এবং নামের শেষে আল হাবীব যুক্ত করে 'আহমাদ আল হাবীব' নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
বস্তুত পক্ষে এই লোকের সঙ্গে হুজুরের নূন্যতম কোন সম্পর্ক নাই, তিনি অন্য দশজনের মতো হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে ছবি তুলে বিভিন্ন জায়গায় প্রচার করেছে।
আমাদের জানামতে উনার বিভিন্ন জায়গায় প্রতারণার যে সংবাদ এসেছে।
১| তরুণ ওয়ায়েজ মাওলানা রেজোওয়ানা রফিকী সাহেবের কাছে তিনি হুজুরের সফর সঙ্গী পরিচয় দিয়ে ২০ হাজার টাকা ঋণ চেয়েছে।
২| চট্টগ্রামে এক নারীকে হুজুরের ছেলে পরিচয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
৩| কোন প্রকার যোগাযোগ এবং অনুমতি ছাড়াই তিনি তার প্রতিষ্ঠানের ভর্তি ফরম এবং বিভিন্ন কাগজপত্রে হুজুরের নাম ব্যাবহার করেছে।
৪| হুজুরের পরিচয় দিয়ে বিভিন্ন মাহফিল থেকে টাকা গ্রহণ করেছে।
অতএব, সকলকে উক্ত বিষয়ে সতর্ক থাকার আহ্বান করছি।
-এডমিন।