Abdul Saying

Abdul Saying সত্য কথা দিনে ১৪ বার বলা যায়🙂

🚨 শাকিব খান এবং আবু হায়াত মাহমুদ এর সিনেমার আপডেট:সিনেমার গল্প কালা জাহাঙ্গীরকে নিয়ে না, তবে লার্জার দ্যান লাইফ স্কেলে...
30/07/2025

🚨 শাকিব খান এবং আবু হায়াত মাহমুদ এর সিনেমার আপডেট:

সিনেমার গল্প কালা জাহাঙ্গীরকে নিয়ে না, তবে লার্জার দ্যান লাইফ স্কেলে হবে। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম,লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে ❤️

ব্লকবাস্টার সিনেমা 'তাণ্ডব' 🔥 আসছে এই আগস্টে – শুধুমাত্র Chorki ও Hoichoi-তে!  প্রস্তুত তো? এবার তাণ্ডব হবে ঘরে বসেই!   ...
27/07/2025

ব্লকবাস্টার সিনেমা 'তাণ্ডব' 🔥 আসছে এই আগস্টে – শুধুমাত্র Chorki ও Hoichoi-তে!
প্রস্তুত তো? এবার তাণ্ডব হবে ঘরে বসেই!

ইন্ডাস্ট্রি হিট তুফান সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি ভিউয়ের রেকর্ড গড়েছে!🔥মাত্র এক বছরে চরকি এবং এসভিএফ এর– ইউটিউবে গানটির...
23/07/2025

ইন্ডাস্ট্রি হিট তুফান সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি ভিউয়ের রেকর্ড গড়েছে!🔥
মাত্র এক বছরে চরকি এবং এসভিএফ এর– ইউটিউবে গানটির দর্শক ভিউ ৫০০ মিলিয়ন অর্থাৎ ৫০ কোটি ভিউ পার হয়ে গেছে। এর মধ্যে চরকির ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ৩৪ কোটি ৯৯ লাখ ৪৮ হাজারের বেশি। এসভিএফ ইউটিউব চ্যানেলে ছাড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ ভিউ। এত কম সময়ে ইউটিউবে, দুই বাংলার সিনেমা'র কোনো গানে–এটি একেবারে নতুন রেকর্ড।

কোন লেভেলের অ্যাক্টর হলে একজন মানুষের পক্ষে এমন এক্সপ্রেশন দেওয়া সম্ভব! 😳পৃথিবীতে অনেক সুপারস্টার-মেগাস্টার আছেন; কিন্তু...
20/07/2025

কোন লেভেলের অ্যাক্টর হলে একজন মানুষের পক্ষে এমন এক্সপ্রেশন দেওয়া সম্ভব! 😳

পৃথিবীতে অনেক সুপারস্টার-মেগাস্টার আছেন; কিন্তু মাত্র ২৮দিন একটানা শুটিংয়ে এমন নিখুঁত পারফরম্যান্স সম্ভবত শুধু শাকিব খানই দেখাতে পারেন! 🔥

The Face Of Bangla Cinema 👏

আপকামিং মেগাস্টার।
20/07/2025

আপকামিং মেগাস্টার।

আজকাল সবাই মেগাস্টার।
20/07/2025

আজকাল সবাই মেগাস্টার।

কোন সিনেমার ক্লাইম্যাক্স সেরা ছিলো?
19/07/2025

কোন সিনেমার ক্লাইম্যাক্স সেরা ছিলো?

আবু হায়াত মাহমুদ-এর পরিচালনায় ঈদুল ফিতর ২০২৬-এ মেগাস্টার শাকিব খানকে কাস্ট করে নতুন সিনেমা (নাম চূড়ান্ত না হওয়া) নিয়ে আস...
15/07/2025

আবু হায়াত মাহমুদ-এর পরিচালনায় ঈদুল ফিতর ২০২৬-এ মেগাস্টার শাকিব খানকে কাস্ট করে নতুন সিনেমা (নাম চূড়ান্ত না হওয়া) নিয়ে আসছেন ক্রিয়েটিভ ল্যান্ডের প্রযোজক শিরিন সুলতানা। ইতোমধ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিরিন সুলতানা সিনেমা নির্মাণ ও মুক্তির সময়ে প্রতিবন্ধকতা, পাইরেসিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সিনেমা ইন্ডাস্ট্রির খোঁজখবর নিয়ে সিনেমা নির্মাণের এই উদ্যোগ নেয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি আন্তরিকভাবে আশ্বস্ত করেছেন, যাতে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয় এজন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

মনে হচ্ছে-প্রযোজক শিরিন সুলতানা বেশ আঁটসাঁট বেঁধেই সিনেমা প্রযোজনায় নামছেন👏
©BMR

লেটেস্ট ক্লিকে মেগাস্টার শাকিব খান এবং পরিচালক হিমেল আশরাফ📸দুজনে একই ফ্লাইটে আমেরিকা যাচ্ছেন আজ।
13/07/2025

লেটেস্ট ক্লিকে মেগাস্টার শাকিব খান এবং পরিচালক হিমেল আশরাফ📸

দুজনে একই ফ্লাইটে আমেরিকা যাচ্ছেন আজ।

হুম, এই জন্যই তো গত রোজার ঈদে আপনার দাগি করে মাত্র ৮ কোটি, আর শাকিব খানের বরবাদ নিয়ে আসে ৮০ কোটির কালেকশন।স্টারডমে সিনেম...
13/07/2025

হুম, এই জন্যই তো গত রোজার ঈদে আপনার দাগি করে মাত্র ৮ কোটি, আর শাকিব খানের বরবাদ নিয়ে আসে ৮০ কোটির কালেকশন।

স্টারডমে সিনেমা চলে না- এই থিওরি দিলে ভালো শোনায়, বাট রিয়েলিটি হচ্ছে, স্টারডমেই সিনেমা চলে বলেই শাকিব খান পান ১২০ টা হল, আর আপনাদের সিনেমা ম্যানেজ করতে পারে না ২০ টাও।

স্টারডমে চলে না বলেই শাকিব খানের সিনেমার রেন্টাল ভ্যালু হয় ১০-১৫ লাখ টাকা, আর আপনাদের সিনেমা অফার করলেও ১০ হাজার টাকায় কেউ নিতে চায় না।

স্টারডমে চলে না বলেই শাকিব খান সিনেমা রিলিজ দিয়ে চিল করেন, নাকে তেল দিয়ে ঘুমান। আর আপনাদের টিম হলের সামনে ডেস্পারেট হয়ে যায়, বুকিং ক্লার্ক থেকে শুরু করে সিকিউরিটি পর্যন্ত নিজের লোক বসিয়ে দেন!
হকার মুড অন করে টিকিট বিক্রি করেন।

এটাই হচ্ছে পার্থক্য!

এক সময় আপনার মতো নাটকের শিল্পীরা শাকিব খানকে নিয়ে টকসিক কমেন্ট করতেন, এখন উনার সিনেমায় এক ঝলক স্ক্রিন টাইম পেলেই নিজেকে লাকি মনে করেন।

আমি আসলে বুঝি না, এই নাটকের শিল্পীদের শাকিব খানকে নিয়ে অবসেশন এত কেন? আসলে হিংসা তো গায়ের গন্ধের মতোই, লুকিয়ে রাখা যায় না।

আপনি এই কথাগুলো সজ্ঞানে বলেছেন, না ম-দ খেয়ে বলেছেন সেটা কনফার্ম করতে পারলে ভালো হতো। কারণ হ্যাংওভার থেকে Nonsense গা*লি, রাস্তায় মাতলামি করা- এইসব আপনারা ভালই জানেন। নেশার ঘোরে মাইক্রোফোন পেলে উল্টাপাল্টা বলতেই পারেন।

প্রিয়তমা, তুফান, বরবাদ বা তান্ডব সিনেমাগুলোর যেকোনোটায় শাকিব খানের জায়গায় যদি আপনাদের মতো নাটক-ফেমড কেউ থাকতো- তাহলে ইন্ডাস্ট্রি তো দূরের কথা, একটা শো হাউজফুল করাও সম্ভব হতো না।

এই সিনেমাগুলোর সাকসেস এসেছে স্টোরি-স্ক্রিপ্ট নয়, শাকিব খানের স্টারডম থেকে।

আপনারা করেন তো ১-১.৫ কোটি টাকার সিনেমা। ম্যানেজেবল বাজেট বলে চালিয়ে দেন। একবার করেন তো ১৫ কোটি টাকার সিনেমা, একটা হিট দিয়েই দেখান! শুধু কন্টেন্টের হ্যাডাম টেস্ট হোক না একবার!
©StarCinegolpo

তার মুখে শীতল হাসি, হৃদয়ে ঝড়ো আগুন, চোখে বিদ্রোহ 🔥
10/07/2025

তার মুখে শীতল হাসি, হৃদয়ে ঝড়ো আগুন, চোখে বিদ্রোহ 🔥

রিউমার
08/07/2025

রিউমার

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Saying posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share