13/07/2025
হুম, এই জন্যই তো গত রোজার ঈদে আপনার দাগি করে মাত্র ৮ কোটি, আর শাকিব খানের বরবাদ নিয়ে আসে ৮০ কোটির কালেকশন।
স্টারডমে সিনেমা চলে না- এই থিওরি দিলে ভালো শোনায়, বাট রিয়েলিটি হচ্ছে, স্টারডমেই সিনেমা চলে বলেই শাকিব খান পান ১২০ টা হল, আর আপনাদের সিনেমা ম্যানেজ করতে পারে না ২০ টাও।
স্টারডমে চলে না বলেই শাকিব খানের সিনেমার রেন্টাল ভ্যালু হয় ১০-১৫ লাখ টাকা, আর আপনাদের সিনেমা অফার করলেও ১০ হাজার টাকায় কেউ নিতে চায় না।
স্টারডমে চলে না বলেই শাকিব খান সিনেমা রিলিজ দিয়ে চিল করেন, নাকে তেল দিয়ে ঘুমান। আর আপনাদের টিম হলের সামনে ডেস্পারেট হয়ে যায়, বুকিং ক্লার্ক থেকে শুরু করে সিকিউরিটি পর্যন্ত নিজের লোক বসিয়ে দেন!
হকার মুড অন করে টিকিট বিক্রি করেন।
এটাই হচ্ছে পার্থক্য!
এক সময় আপনার মতো নাটকের শিল্পীরা শাকিব খানকে নিয়ে টকসিক কমেন্ট করতেন, এখন উনার সিনেমায় এক ঝলক স্ক্রিন টাইম পেলেই নিজেকে লাকি মনে করেন।
আমি আসলে বুঝি না, এই নাটকের শিল্পীদের শাকিব খানকে নিয়ে অবসেশন এত কেন? আসলে হিংসা তো গায়ের গন্ধের মতোই, লুকিয়ে রাখা যায় না।
আপনি এই কথাগুলো সজ্ঞানে বলেছেন, না ম-দ খেয়ে বলেছেন সেটা কনফার্ম করতে পারলে ভালো হতো। কারণ হ্যাংওভার থেকে Nonsense গা*লি, রাস্তায় মাতলামি করা- এইসব আপনারা ভালই জানেন। নেশার ঘোরে মাইক্রোফোন পেলে উল্টাপাল্টা বলতেই পারেন।
প্রিয়তমা, তুফান, বরবাদ বা তান্ডব সিনেমাগুলোর যেকোনোটায় শাকিব খানের জায়গায় যদি আপনাদের মতো নাটক-ফেমড কেউ থাকতো- তাহলে ইন্ডাস্ট্রি তো দূরের কথা, একটা শো হাউজফুল করাও সম্ভব হতো না।
এই সিনেমাগুলোর সাকসেস এসেছে স্টোরি-স্ক্রিপ্ট নয়, শাকিব খানের স্টারডম থেকে।
আপনারা করেন তো ১-১.৫ কোটি টাকার সিনেমা। ম্যানেজেবল বাজেট বলে চালিয়ে দেন। একবার করেন তো ১৫ কোটি টাকার সিনেমা, একটা হিট দিয়েই দেখান! শুধু কন্টেন্টের হ্যাডাম টেস্ট হোক না একবার!
©StarCinegolpo