
11/11/2023
সফলতা পাওয়ার ক্ষেত্রে আর দুটি পথ অবলম্বন করতে হয় একটি হল জেদ অন্যটি আত্মবিশ্বাস। একটা মানুষ যদি মনে মনে জেদ ধরে যে সে কিছু করবে করে দেখাবে তাহলে অবশ্যই করতে পারে। তাই উদ্যোক্তাদের ক্ষেত্রে মনের জেদ রেখে কাজ করে যেতে হবে। আর যারা অবলীলে অনেক কথা শুনিয়ে ছিল তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে, আমরাও পারি। কোন কিছু দিয়ে আমাদের আটকে রাখা সম্ভব নয়।
আমি RIPON
কাজ করছি অনলাইন নেটওয়ার্ক বিজনেস নিয়ে। যারা অনলাইনে কাজ করে প্রতিদিন ইনকাম নিতে চান ইনবক্স করুন।