
29/09/2025
মায়ের কবরের পাশে মা ও মা তুমি আর একটিবার আসো না
🕋😥!!!!!!.... ক্যাপশন নিচে....!!!!😥🕋
মায়ের কবরের পাশে শিশু বাচ্চা আর্তনাদ মা ও মা তুমি আর একটিবার ফিরে আসো না-তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসা না-আমার শরীর খারাপ হওয়ার আগেই তুমি কান্নায় ভেঙে পড়তা মাথায় পানি দিয়ে দিতা ডাক্তারের কাছে কোলে করে নিয়ে যাইতা-আর এখন শরীর খারাপ হলে কেউ তোমার মত যত্ন নেয় না-তোমার মত ভাত না খেলে কেউ আর বকাবকি করে না-তারা এখন এমন ভাবে ব্যবহার করে খাই লেখা না খাইলে নাই এতবার বলতে পারব না-আমার শরীর খারাপের দিনে পেটের খোদার সময় কেউ কোনদিন জিজ্ঞাসা করে না খাইছোসনি কি হয়েছে তোর কেউ এ খবরটুকু এখন আর তোমার মত করে নেয় না তুমি নেই আমি এখন ভালো নেই-দুনিয়ার প্রত্যেকটা মা-বাবা ভাই বোন হাজার বছর বেঁচে থাকোক- মা ওই পারে ভালো থাকবে
অনেক মিস করি মা আপনাকে...!!!!🕋😭😭🕋