AVASH - আভাস

AVASH - আভাস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AVASH - আভাস, Digital creator, Dubai.

শান্তনু কুমার রায়জয়েন্ট ডিরেক্টর(অবসরপ্রাপ্ত), বাংলাদেশ ব্যাংক  ভদ্রলোকের আরেকটি পরিচয় তিনি বুয়েটিয়ান রেপিস্ট শ্রীশান্তে...
21/10/2025

শান্তনু কুমার রায়
জয়েন্ট ডিরেক্টর(অবসরপ্রাপ্ত), বাংলাদেশ ব্যাংক

ভদ্রলোকের আরেকটি পরিচয় তিনি বুয়েটিয়ান রেপিস্ট শ্রীশান্তের বাবা। এই মুহূর্তে তিনি তার ধর্ষক ছেলেকে নিয়ে গটগটিয়ে বুয়েট ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে চাচ্ছেন। শিক্ষার্থীদের বাধায় সেটা সম্ভব হয়ে উঠছে না বিধায় সবাইকে জেলের ভাত খাওয়ানোর হুমকিও দিচ্ছেন তিনি। রেপিস্টের বেবিসিটিং বাদেও তার বিরুদ্ধে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রেজিমকে আনুগত্যের সাথে সার্ভ করার অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে, তবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে পুলিশ 'সংখ্যালঘু' ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছে।

বিদায় জনাব।ওপারে ভালো থাকবেন।ভালোবাসা নিবেন❤️😢
07/09/2025

বিদায় জনাব।
ওপারে ভালো থাকবেন।ভালোবাসা নিবেন❤️😢

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহন👌👌
07/09/2025

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহন👌👌

😆😆😆
06/09/2025

😆😆😆

আজকে রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছে তা এ অঞ্চলে অশ্রুতপূর্ব। এই লোক মারা গেছে গত ২৩ শে আগস্ট। ১...
05/09/2025

আজকে রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছে তা এ অঞ্চলে অশ্রুতপূর্ব। এই লোক মারা গেছে গত ২৩ শে আগস্ট।

১২ ফুট উঁচু স্থানে তাকে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে। তার কবর নির্মাণ করা হয় পবিত্র কাবা শরিফের আদলে। সুস্থ্য থাকা কালেই নুরুল পাগলা নিজেই ১২ ফুট উঁচু বেদি তৈরি করেন। এটা নিয়ে স্থানীয় উলামা, সাধারণ মুসুল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

ধর্মপ্রাণ মুসলমান বিক্ষুব্ধ হয়ে ওঠেন। উত্তেজনা প্রশমনে প্রশাসনের সাথে একাধিকবার আলোচনায় বসে। আলোচনায় প্রথমে নুরুলের পরিবার এক সপ্তাহ সময় নিলেও এ ব্যাপারে তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকে। গত দুই তারিখে প্রথম আলোয় এ সংবাদ প্রকাশিত হয়।

দুদিন আগে জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেও কোনো উত্তর পায় নি স্থানীয়রা। ঈমান আকিদা রক্ষা কমিটি গঠিত হয়। স্থানীয় প্রশাসনের সাথে কয়েকদফা বৈঠক করা হয়। তাতে দাবিটা করা হয় কা'বার আদলে নির্মিত এই কবরের উপরের কাঠামো ভেঙে সমান করে দেওয়ার জন্য।

সংবাদ সম্মেলন হয়, সেখানে জেলা জামায়তের আমির উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা ছিলেন। তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল করাসহ বিভিন্ন দাবি জানায়।

অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভে বিএনপি'র গুরুত্বপূর্ণ নেতারাও বক্তব্য দেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে মিছিল হয়। তাতে একদল লোক শাবল, বড় হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হাজির হয়।

প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী 'এ সময় উপস্থিত আলেম–ওলামা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলেও ওই লোকজন মিছিল নিয়ে নুরুল হকের বাড়ির দিকে রওনা হয়।'

দুপক্ষে সংঘর্ষ হয়। ভিডিওতে দেখা গেছে কবর থেকে লাশ তুলে পেটানো হয় পরে পুড়িয়ে দেওয়া হয়।

কা'বার আদলে কবর নির্মাণ করে সেটাকে নিজের কা'বা বানাতে চাইলে সেটা মেনে নেওয়ার কোনও সুযোগ নাই। আবরাহাও ইয়েমেনে নিজের কাবা নির্মাণ করেছিল। আল্লাহ আবরাহাকে ধ্বংস করেছেন। ডিভাইন ইন্টারভেনশন বলে একটা বিষয় আছে। আল্লাহ ছাড় দিবেন না।

এখানে জনক্ষোভ বুঝে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপের আগেই প্রয়োজন ছিল। আজকে প্রশাসন বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছে। পুলিশ, উপজেলা প্রশাসনের গাড়ি ভাংচুর হয়েছে।

যে দাবি ছিল কাবার আদলে নির্মিত কবর সমতল করার, সে দাবির প্রতি সবদলের মানুষেরই সমর্থন ছিল। কিন্তু বিক্ষুব্ধ জনতা যে কাজ করেছে এ কাজের মধ্য দিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি বরং ভিন্ন দিকে গেছে।

ইসলামের সুস্পষ্ট বিধান হচ্ছে লাশকে কোনও ভাবেই পুড়ানো যাবে না। কবরস্থ করতে হবে অথবা বিশেষ পরিস্থিতিতে সমুদ্রে বা নদীতে ভাসিয়ে দেওয়া যাবে।

আল্লাহ কোরআনে বলেছেন, 'আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি।' ধর্ম হিসেবে ইসলাম কখনও হিউম্যান ডিগনিটি'র প্রশ্নে কোনও ছাড় দেয় না।

প্রশাসনের উদ্যোগ গ্রহণে শৈথিল্য এবং ভবিষ্যত ব্যবসার চিন্তা করে নূরুল পাগলার পরিবারের কবর প্রসঙ্গে বাড়াবাড়ি এই পরিস্থিতিকে জটিল করেছে।

কিন্তু যারা উলামায়ে কেরামের বাধা উপেক্ষা করে কবর থেকে লাশ তুলে পুড়িয়েছে এই ব্যাপারকে লেজিটিমেসি দেওয়া যাবে না। মবের কোনও সীমা পরিসীমা বোধ নেই।

কবর থেকে তুলে লাশ পুড়ানোর ঘটনার এই বাড়াবাড়িকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। কোনও পক্ষকেই সীমালঙ্ঘনের পথে যেতে দেওয়া যাবে না।

ইন্দোনেশিয়ায় এই ১ সপ্তাহের বিক্ষোভে কত জন মারা গেছে জানেন?মাত্র ৭ জন। এমনকি আরেকটু বাড়িয়ে যেটা নিউজে বলা হয়েছে সেটাও ১০ ...
05/09/2025

ইন্দোনেশিয়ায় এই ১ সপ্তাহের বিক্ষোভে কত জন মারা গেছে জানেন?
মাত্র ৭ জন। এমনকি আরেকটু বাড়িয়ে যেটা নিউজে বলা হয়েছে সেটাও ১০ জনের বেশি নয়।

প্রথম যে ডেলিভারি ম্যানের মৃত্যু নিয়ে আন্দোলন ফুঁসে উঠে, সেটাও মার্ডার উইপেন ব্যবহার করে করা হয়নি।

প্রথম মৃত্যুর পরে সরকার ক্ষমা চেয়েছে, পুলিশ ক্ষমা চাইছে। ২৪ ঘন্টার মধ্যে সব দাবি সরকার মেনেও নিয়েছিল।

অথচ ৪ আগস্ট শুধু ঢাকায় ৯৭ জন মারা যায়। সরাসরি মার্ডার উইপেন ব্যবহার করা হয়। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে নিরস্ত্র ছাত্রদের গুলি করা হয়। গুলি করার পর শো ডাউন করে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়।

তারপরেও হাসিনা ও তার কর্মীরা মনে করেন তারা কোনো ভুল করেন নাই। সামান্য অনুশোচনা তাদের মধ্যে নাই।

05/09/2025

অক্করে মাসুম শয়তান টা😆😆

ট্রাক চাপায় মারা গেলেন মা! পেট ফে টে বেড়িয়ে এলো সুস্থ নবজাতক শিশু, সুবহানাল্লাহ!  এ যেন এক অলৌকিক ঘটনা।
04/09/2025

ট্রাক চাপায় মারা গেলেন মা! পেট ফে টে বেড়িয়ে এলো সুস্থ নবজাতক শিশু, সুবহানাল্লাহ! এ যেন এক অলৌকিক ঘটনা।

04/09/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

বাসা থেকে বাইরে বের হয়েছিল মেয়েটা। বাসা থেকে খুব বেশি দূর যেতেও পারিনি। হঠাৎই মাইক্রোবাসে করে ৪-৫ জনের মতো হিন্দু ছেলে এ...
04/09/2025

বাসা থেকে বাইরে বের হয়েছিল মেয়েটা। বাসা থেকে খুব বেশি দূর যেতেও পারিনি। হঠাৎই মাইক্রোবাসে করে ৪-৫ জনের মতো হিন্দু ছেলে এসে মুখে রুমাল চাপ দিয়ে অজ্ঞান করে ফেলে মেয়েটাকে।

তারপর ধ্বস্তাধস্তি করে মাইক্রোবাসে করেই তুলে নিয়ে যায় লক্ষ্মীপুুরের একটা পুরনো বাসায়।

ওই বাসায় নেয়ার পর জ্ঞান ফিরে মেয়েটার। জ্ঞান ফিরার পর দেখতে পায় তার চারপাশে ৪-৫ জনের মতো ছেলে ঘেরাও করে আছে।

মুখটাও বাঁধা ছিল তার যাতে চিৎকার করতে না পারে।

এরপর কিছু বুঝে উঠার আগেই একে একে সবগুলো ছেলে ঝাপিয়ে পড়ে মেয়েটার উপর। মেয়েটার কাপড়চোপড় ছিড়ে অমানবিক নির্যাতন এবং ধ*র্ষণ করতে থাকে অনবরত।

মেয়েটা জোরে জোরে চিৎকার করছিল আর আর্তনাদ করে ছেড়ে দিতে বলেছিল কিন্তু ছেলেগুলো ছাড়েনি।

এমনকি ধ*র্ষণের একপর্যায়ে মেয়েটা ধর্মের দোহাই দিয়েও অনুনয় করে বলেছিল ছেড়ে দিতে কিন্তু হিন্দু ছেলেগুলো ধর্মের কোন তোয়াক্কাই যেন করেনি।

মেয়েটার ভাষ্যমতে- পৈশাচিক হাসি দিয়ে হিন্দু ছেলেগুলো বলেছিল - তোদের মতো মুসলিম মেয়েগুলারে ভোগ করে শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের মনে শান্তি পাব না।

তারপর এভাবেই লক্ষ্মীপুরের ওই পুরনো বাসায় টানা ৭ দিন আটকে রেখে মুসলিম মেয়েটাকে ধ*র্ষণ করে হিন্দু ওই ছেলেগুলো।

মেয়েটার ভাষ্যমতে- মুভিতে ভিলেনরা যেভাবে নিদারুণ কষ্ট দিয়ে দিয়ে মেয়েদেরকে নির্যাতন করে তার চেয়েও জঘন্যভাবে ধ*র্ষণ এবং নির্যাতন করা হয়েছিল তার উপর।

টানা ৭ দিনের অমানবিক নির্যাতন এবং ধ*র্ষণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে মেয়েটা।

মুখ দিয়ে তখন শুধু চাপা আর্তনাদ করতো মেয়েটা, আর ছেলেগুলোর পা ধরে বলেছিল তাকে ছেড়ে দেয়ার কথা কিন্তু ওরা ছাড়েনি।

এভাবেই ৪-৫ টা হিন্দু ছেলে মিলে টানা ৭ দিন নির্মমভাবে ধ*র্ষণের পর যখন মেয়েটার খোঁজে চারদিকে আলোড়নের সৃষ্টি হয়

তখন ছেলেগুলো লক্ষ্মীপুরের রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে দিয়ে যায় মেয়েটাকে।

সাথে মেয়েটাকে হুমকি দিয়ে বলে যায় -এ ঘটনার বিন্দুমাত্র কথা যদি কাউকে বলে তাহলে তাকে এবং তার পরিবারের বাকিদেরকেও এভাবে ধ*র্ষণ করা হবে।

মেয়েটাকে নির্জন রাস্তায় ফেলে যাওয়ার পর মেয়েটার গোঙানির শব্দে একজন পথচারী মেয়েটাকে দেখতে পায়।

মেয়েটার করুণ এ অবস্থা দেখে লোকটা তাড়াহুড়ো করে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায়।

পরে পরিবারের লোকজনও মেয়েটার খোঁজ পেয়ে হাসপাতালে আসার পর যখন জিজ্ঞেস করছিল -কি হয়েছিল? কারা এ অবস্থা করলো?

মেয়েটা বলতে ভয় পাচ্ছিল, সারাক্ষণ ট্রমাটাইজড হয়ে ছিল। তারপর ডাক্তাররা যখন তাকে আইনি ভরসা দেয় তখন মেয়েটা বিস্তারিত ঘটনাগুলো জানায়।

সাথে এটাও জানায় ধ*র্ষণের সময় জয় কুরি নামের একটা ছেলে সবাইকে লিড দিয়েছিল। তার সাথেই বাকিরা মিলে ধ*র্ষণ করেছিল।

ডাক্তারদের ভরসায় পরিবারের লোকজন পরে রায়পুর থানায় একটা মামলা করে। মামলা নিতেও পুলিশ গড়িমসি করছিল।

কারণ যে জয় কুরি ধ*র্ষণ করেছে তার বাবা অনন্ত কুরি নোয়াখালীর লক্ষীপুরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী, টাকা পয়সার অভাব নেই।

পুলিশ যখন মামলার তদন্ত করতে জয় কুরির বাসায় গিয়েছিল তখন তার বাবা-মাও পুলিশের সাথে যা তা ব্যবহার করেছে।

মেয়েটাকে তুলে নেয়া হয়েছিল ২৫ আগস্টে। তারপর টানা ৭ দিন ধ*র্ষণ করা হয়েছে। আই রিপিট- ৭ দিন!

আজকে প্রায় ৮ দিন হয়ে গিয়েছে অথচ কোন মিডিয়াতে ঘটনাটা আসে নাই, কোন রাজনৈতিক নেতারা মেয়েটার পাশে দাঁড়ায় নাই।

টাকা আর রাজনৈতিক পাওয়ার দিয়ে যেন সবাইকে কিনে ফেলা হয়েছে!

অথচ আজকে কোন মুসলিম ছেলে হিন্দু মেয়েকে ধ*র্ষণ করলে বিশাল আলোচনা হতো, চারদিকে তোলপাড় হয়ে যেত।

প্রতিবছরই হিন্দু ছেলেদের লাভ জিহাদের শিকার হয় মুসলিম মেয়েরা। তারপর তাদেকরকে বিক্রি করে দেয়া হয় ভারতের পতিতালয়ে। পরিবারের কাছেও আর ফিরা হয়না তাদের।

লক্ষীপুরের এই মেয়েটাও টানা ধ*র্ষণ এবং নির্যাতনের কারণে এখনো ট্রমাটাইজড হয়ে বাসায় পড়ে আছে। সমাজে আর কারো কাছে মুখ দেখাবে কি করে সেসব নিয়ে ভাবছে।

অথচ আসামিরা এখনও ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, পুলিশও ধরতে পারেনি কাউকে।

মেয়েটার পরিবারের লোকজনও সঠিক বিচারের জন্যে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। একবার পুলিশের কাছে যাচ্ছে, একবার রাজনৈতিক নেতাদের কাছে যাচ্ছে কিন্তু কোন কাজই হচ্ছে না।

সমাজের লাঞ্চনা আর ধিক্কার মাথায় নিয়েই চুপচাপ ৮ টা দিন পার করেছে মেয়েটা। বাকি দিনগুলোও হয়তো কাটবে সমাজের অবহেলায়।

একদিকে আসামি ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে আর অন্যদিকে মেয়েটা শুধু ভাবছে বাকি দিনগুলো সে বাঁচবে কি করে!

তথ্য সংগ্রহ এবং লেখা- Ibrahim Khalil Shawon

(ঘটনাটার সব আপডেট নেয়া হচ্ছে, সামনে বিস্তারিত আরও ইনফো জানাব..)

30/08/2025

নুরের ওপর আজকের এই হামলা প্রমাণ করে আমরা কেউই নিরাপদ নয়।হাজার প্রাণের বিনিময়ে অর্জিত
এই মুক্তি এই অথর্ব ইন্টেরিম ব্যার্থ করে দিতে উঠে পড়ে লেগেছে।
এদেশে এখনো ফ্যাসিবাদি গনহত্যাকরীরা নিরাপদ।যতদিন না এদের বিষদাত তুলে ফেলা যাবে ততদিন আর কোনো ধৈর্য না।অনেক হয়েছে।শুধু দেশের স্থিতিশীলতার স্বার্থে জনগন এতোদিন চুপ করে ছিলো।

29/08/2025

যেসব পুলিশ আর্মি আজকের এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে ২৪ ঘনৃটা না,২৪ মিনিট ও লাগার কথা না।
বিপ্লব পরবর্তী এমন অথর্ব অযোগ্য সরকার দুনিয়ার আর কোনো দেশে বোধহয় বসেনি।

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when AVASH - আভাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share