Alore Disa

Alore Disa This page must be motivated to you for make a good soul.

স্ক্রিনশট দিয়ে ফটোটি গুগল থেকে নিলাম। মিডিয়াতে প্রচার করব এটাও তারা বন্ধ করতে যাচ্ছে। প্রচারণাতেও এত ভয় তাদের। তাহলে ...
07/04/2025

স্ক্রিনশট দিয়ে ফটোটি গুগল থেকে নিলাম। মিডিয়াতে প্রচার করব এটাও তারা বন্ধ করতে যাচ্ছে। প্রচারণাতেও এত ভয় তাদের। তাহলে বুঝুন যদি মাঠে নামা হয় প্রত্যেকটা মুসলমান ভাই বোন তাদের অবস্থা কি হবে। যে যার জায়গায় প্রতিরোধ গড়ে তুলি প্রতিবাদ জানাই। কিন্তু মাথায় এটাও রাখতে হবে শুধু মুখে বললে ফেসবুকের দু-চারটা স্ট্যাটাস সেটার রিএকশন দিয়ে ওদের কিছু হবে না। পশু কখনো মুখের ভাষা বোঝেনা তাদেরকে কাজ দিয়ে বোঝাতে হয়। যদি তারা বিগড়ে যায় তার জন্য হাতে লাঠির তুলে নিতে হয়। এই পশু এত বড় আর নিকৃষ্ট পশু যে এরা হাতের লাঠি দিয়ে কিছু বুঝবে না এদেরকে অস্ত্র দিয়ে বোঝাতে হবে। নিজেদেরকে তৈরি করতে হবে। নিজেদের আধুনিক অস্ত্র বাড়ানোর দিকে নজর দিতে হবে। নিজস্ব প্রযুক্তিতে অন্যের ধার করা প্রযুক্তিতে যদি নেই তাহলে তারা কোনো না কোনদিন আমাদেরকে হেও তো করবেই আক্রমণ ও করতে পারে। আমাদের বিচার চাচ্ছি এমন সব রাষ্ট্রের কাছে যারা নিজেরাই প্রত্যক্ষ পরক্ষণ হবে এই যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। অন্যের উপর নির্ভরশীলতা না বাড়িয়ে নিজের উপরে সক্ষমতা বাড়ান। আপনি হতে পারেন নিজেই এক একটি হাতিয়ার। যা ইসরাইলকে ছিন্নভিন্ন করে দিতে পারে।

25/03/2025

যিকির
#ইসলামীআলোচনা #ইসলামিক

19/03/2025

ইসলামের খেদমত করার এবং দুনিয়া আবাদ করার এর চাইতে উত্তম সময় আর পাবেন না অতএব যতটুকু পারবেন নিজেকে আল্লাহর ইবাদতে মগ্ন রাখুন

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Rubel, Md Billal Hosain, Selina Khatun
12/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Rubel, Md Billal Hosain, Selina Khatun

09/03/2025

সবার ভালো নাও লাগতে পারে
তবে কথাগুলো চিন্তা করে দেখেন।
প্রতিদিন মোটামুটি কোথাও না কোথাও অবারিত ঘটছে ধর্ষণ বেড়েই চলছে চুরি ছিনতাই বেড়ে চলছে।
যখনই কারো ক্যামেরার সামনে সাক্ষাৎ নেয়া হচ্ছে। তাদের কথার অর্থ এই যে যত সমস্যা সব ঠিক হয়ে যাবে যদি ইসলামিক নিয়মের শাস্তি হয় কিন্তু আমি ইসলাম মানি না। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় কিন্তু আমি ইসলাম মানি না।
চুরি করলে হাত কেটে দিতে হবে কিন্তু আমি ইসলাম মানি না।
আশা করছি সবাই বুঝতে পেরেছেন ইসলামকে ব্যবহার করতে যাচ্ছেন কিন্তু ইসলাম মানতে চাচ্ছেন না । কারণ আপনার আমার উদ্দেশ্য বা গন্তব্য ঠিক নেই।

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Alore Disa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category