Voice of Citizen

Voice of Citizen সংস্কার করে সর্বক্ষেত্রে মানবিক আচরনের মাধ‍্যমে সারাদেশে স্বস্তির পরিবেশ তৈরি। শুধু ভোটের অধিকার নয়।

শেখ কবির যিনি শেখ হাসিনার চাচাকিভাবে তিনি বিমানবন্দর থেকে নিরাপদে সিংগাপুরে গেলেন ? বিমানবন্দরের মেয়াজ্জেমসহ সাংগো পাংগো...
08/06/2025

শেখ কবির
যিনি শেখ হাসিনার চাচা
কিভাবে তিনি বিমানবন্দর থেকে নিরাপদে সিংগাপুরে গেলেন ? বিমানবন্দরের মেয়াজ্জেমসহ সাংগো পাংগো যারা আছে সকলকে বরখাস্ত করতে হবে। না হলে মোয়াজ্জেমকে উপরের ভিসা দিতে আমরা পিছপা হবোনা। এটা চুড়ান্ত নোটিশ।

06/06/2025

বিএনপি নেতাদের কান্ড। চাঁদা না পেয়ে আয়োজন করা খাবার ফেলে দিলে । তাই সারা বাংলাদেশের মত মোড়েলগঞ্জ এলাকার মানুষ জামায়াতের দিকে ঝুঁকছে। সাধারন মানুষের একই কথা “লীগ এবং বিএনপিকে দেখেছি, এবারে জামায়াতকে ভোট দিব। চাদাবাজি, দখলবাজি, ইট বালি পাথর চুরি, টেন্ডারবাজি, মেয়েদের রাস্তা ঘাটে উত‍্যাক্ত করা, মানুষকে পথে ঘাটে অসন্মানিত করা এসব জামাতের মধ্য নাই। তাই সাধারন মানুষ শান্তিতে থাকতে জামায়াতকে বেছে নিতে চায়। লীগ যেমন তার কর্মের মাঝ‍্যমে জনগনের মন থেকে মুছে গেছে, তেমনি বিএনপি ক্ষমতায় না গিয়েও ক্ষমতার প্রাকটিস করতে গিয়ে জনগনকে বুঝিয়ে দিতেছে যে, তারা ক্ষমতায় গেলে কি করবে।

01/06/2025

সংস্কার ০১ঃ
রাজনৈতিক লোকদের নিঃস্বার্থ স্বদেশ প্রেম থাকতে হবে। তাই রাজনৈতিক পদধারী কোন লোক সরকারী ঠিকাদারি, বাজার ইজারা এ সকল কাজ করার অযোগ‍্য বিবেচিত হবেন।

01/06/2025

আলহামদুলিল্লাহ

29/05/2025

মোস্তফা ফিরোজকে বয়কট

29/05/2025

মেয়র না থাকায় মেয়রের মেয়াদ পুরন করতে চান ইশরাক। তাহলে ড. ইউনুস কেন হাসিনার বাকী মেয়াদ ক্ষমতায় থাকবেন না?

26/05/2025

যে সকল সরকারী কর্মকর্তা- কর্মচারী হাসিনার ইন্ধনে আন্দোলন করছেন। তাদের সকলের বেতন স্থগিত রাখা হোক।

21/05/2025

বিএনপির জন‍্য হাসিনা সঠিক ছিল।
বিএনপির অপর নাম,
জাতীয়তাবাদী বেঈমান দল।

18/05/2025

যে সকল নারী সমান অধিকার চায়।
তাদের কি একইসাথে চারটি স্বামী পাবার খায়েশ?

18/05/2025

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।

আজ দুপুরে ছাত্রদলের কিছু নেতাকর্মী তার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে ও নানাপ্রকর হু’ম’কি প্রদান করে। রাত আনুমানিক ৯টার দিকে, ২৩-২৪ সেশনের ৮-১০ জন ছাত্র তার রুমে ঢুকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তারপর একটি নির্জন কক্ষে নিয়ে শারীরিক নি’র্যাতন করে ও সম্পূর্ণ উ’ল’ঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করে। সেই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

নির্যাতনকারীদের মধ্যে যারা ছিল:

সৈকত (ইলেকট্রনিক্স)
স্বাধীন (ইলেকট্রিক্যাল)
ফয়েজ (সিভিল)
নাফিউর রহমান (ইলেকট্রনিক্স)
অনিক (ইলেকট্রনিক্স)
সচিন (ইলেকট্রিক্যাল)
মুন্না (কম্পিউটার)
মেহেদী (মেকানিক্যাল)
নিজুম (মেকানিক্যাল)

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের সত্যতা যাচাই করে এই স’ন্ত্রা’সীদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে নিষিদ্ধ স’ন্ত্রা’সী ছাত্রলীগ পুনরায় ফিরে আসবে ছাত্রদলের কাঁধে ভর করে।

18/05/2025

বিএনপির পরিনতি হাসিনার থেকে খারাপ। যেই দল, যেই নেতা, যেই নেত্রী তার দলের লোকজনকে নিয়ন্ত্রন করতে পারেনা, সেই নেত্রী, সেই নেতা কিভাবে দেশ নিয়ন্ত্রন করবে?

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Citizen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Citizen:

Share