06/06/2025
বিএনপি নেতাদের কান্ড। চাঁদা না পেয়ে আয়োজন করা খাবার ফেলে দিলে । তাই সারা বাংলাদেশের মত মোড়েলগঞ্জ এলাকার মানুষ জামায়াতের দিকে ঝুঁকছে। সাধারন মানুষের একই কথা “লীগ এবং বিএনপিকে দেখেছি, এবারে জামায়াতকে ভোট দিব। চাদাবাজি, দখলবাজি, ইট বালি পাথর চুরি, টেন্ডারবাজি, মেয়েদের রাস্তা ঘাটে উত্যাক্ত করা, মানুষকে পথে ঘাটে অসন্মানিত করা এসব জামাতের মধ্য নাই। তাই সাধারন মানুষ শান্তিতে থাকতে জামায়াতকে বেছে নিতে চায়। লীগ যেমন তার কর্মের মাঝ্যমে জনগনের মন থেকে মুছে গেছে, তেমনি বিএনপি ক্ষমতায় না গিয়েও ক্ষমতার প্রাকটিস করতে গিয়ে জনগনকে বুঝিয়ে দিতেছে যে, তারা ক্ষমতায় গেলে কি করবে।