Sajid Computer & Documents Clearing Service

Sajid Computer & Documents Clearing Service Your one stop online support & documents clearence solution

নতুন ভূমি আইনে যে অপরাধ গুলো করলে ৭ বছরের কারাদণ্ডসরকার নতুন ভূমি আইন কার্যকর করেছে, যেখানে জমি সংক্রান্ত ছয়টি গুরুত্বপূ...
29/06/2025

নতুন ভূমি আইনে যে অপরাধ গুলো করলে ৭ বছরের কারাদণ্ড

সরকার নতুন ভূমি আইন কার্যকর করেছে, যেখানে জমি সংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ অপরাধের জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে জমি নিয়ে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার।

নতুন আইনে যে অপরাধগুলোর জন্য ৭ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে, সেগুলো হলো:

১. অন্যের জমিকে নিজের জমি বলে প্রচার করা: ইচ্ছাকৃতভাবে অন্য কারও জমি নিজের বলে দাবি করলে এই অপরাধের আওতায় আসবে।

২. তথ্য গোপন করে জমি বিক্রি করা: জমি বিক্রির সময় প্রকৃত তথ্য গোপন করে লেনদেন সম্পন্ন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

৩. নিজের মালিকানার অতিরিক্ত জমি বা অন্যের জমি অবৈধভাবে বিক্রি করা: যার মালিকানা নেই, এমন জমি বিক্রির চেষ্টাও এখন ফৌজদারি অপরাধ।

৪. এক ব্যক্তিকে অন্য ব্যক্তি পরিচয়ে দলিল করানো: কেউ যদি প্রকৃত মালিক না হয়ে অন্যের পরিচয় ব্যবহার করে দলিলে স্বাক্ষর করে, তাহলে তাও অপরাধ হিসেবে গণ্য হবে।

৫. মিথ্যা বিবরণসহ জমির দলিলে স্বাক্ষর করা: ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দলিলে উপস্থাপন ও স্বাক্ষরের মাধ্যমে প্রতারণা করলে আইনের আওতায় আসবে।

৬. কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য প্রদান করা: ভূমি সংক্রান্ত বিষয়ে যে কোনো মিথ্যা বা ভুয়া তথ্য সরবরাহ করলেও একই শাস্তির বিধান প্রযোজ্য হবে।

এই আইন বাস্তবায়নের মাধ্যমে জমির প্রকৃত মালিকদের অধিকার সুরক্ষা, বিচারহীনতার সংস্কৃতি দূরীকরণ এবং জমি ব্যবস্থায় স্বচ্ছতার প্রতিফলন ঘটবে।



সূত্র: https://shorturl.at/xNNgl

India🇮🇳 Medical🩺 Slot And Double Entry Slot Available.২/৩ দিন মধ্যে সল্ট পাবেন।এজেন্ট পাবেন B2B রেট।বিস্তারিত জানতে যোগা...
24/06/2025

India🇮🇳 Medical🩺 Slot And Double Entry Slot Available.
২/৩ দিন মধ্যে সল্ট পাবেন।
এজেন্ট পাবেন B2B রেট।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:-
🏢মসজিদ মার্কেট,উপজেলা পরিষদ,চান্দিনা, কুমিল্লা

নিয়োগ বিজ্ঞপ্তি সাজিদ কম্পিউটার এন্ড ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস প্রতিষ্ঠানের জন্য একজন অভিজ্ঞ কম্পিউটার অপারেটর প্রয়োজন...
17/06/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
সাজিদ কম্পিউটার এন্ড ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস প্রতিষ্ঠানের জন্য একজন অভিজ্ঞ কম্পিউটার অপারেটর প্রয়োজন।

কাজের দায়িত্ব :
১- বিভিন্ন আবেদন লিখতে হবে সম্পূর্ণ বাংলায় বিজয় কিবোর্ড দিয়ে।
২- ফটোশপের বেসিক কাজ করতে হবে। যেমন ছবি থেকে ছবি বের করা, বিভিন্ন ডকুমেন্টস এডিট করা।
৩- অনলাইনে বিভিন্ন মন্ত্রণালয়ের আবেদন করা।
৪- প্রিন্টিং সংক্রান্ত কাজ করা।

যোগ্যতা:
১-মিনিমাম এইচএসসি সম্পূর্ণ করা। অথবা স্নাতক পড়াশোনা চলমান।
২- বাংলা টাইপিং স্পিড মিনিমাম ২০ প্রতি মিনিটে।
৩- ফটোশপ এবং ডাটা এন্ট্রির বেসিক কাজ জানা।
৪- ইন্টারনেট রিসার্চ এবং ব্রাউজিং করতে পারা।

ডিউটি -
সপ্তাহে ৬ দিন।
সময় - ৬ ঘন্টা( পার্ট টাইম জব এটা) সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত।

বেতন- আলোচনা সাপেক্ষে। এবং কেউ চাইলে কমিশন বেসিস ও করতে পারবেন।

কথা বলায় সুন্দর এবং পারদর্শী হতে হবে। কাস্টমার ডিল করার মানসিকতা থাকতে হবে।

প্রতিদিন একবার নাস্তা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীগন আপনাদের সিভি আমাদের ইমেলে অথবা সরাসরি জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ইমেল- [email protected]

ঠিকানা - মসজিদ মার্কট,উপজেলা রোড,চান্দিনা, কুমিল্লা।

মেয়ে এবং ছেলে সকলের জন্য আবেদন উম্মুক্ত।

ধন্যবাদ।

Sajid Computer & Documents Clearing Service Address - Mashjid Market, Upazila Porishodh, Chandina, Cumilla.
16/06/2025

Sajid Computer & Documents Clearing Service
Address - Mashjid Market, Upazila Porishodh, Chandina, Cumilla.

📣 ঈদের ছুটির পর আজ থেকে আবার শুরু হলো অফিস ও ব্যাংকের কার্যক্রম!🌟 এখনই সময় আপনার প্রয়োজনীয় কাগজপত্র ও অফিসিয়াল কাজগুলো স...
15/06/2025

📣 ঈদের ছুটির পর আজ থেকে আবার শুরু হলো অফিস ও ব্যাংকের কার্যক্রম!
🌟 এখনই সময় আপনার প্রয়োজনীয় কাগজপত্র ও অফিসিয়াল কাজগুলো সেরে নেওয়ার!

🖥️ Sajid Computer & Documents Clearance Service
আপনাদের জন্য পুরো প্রস্তুত — যেকোনো ধরণের ডকুমেন্টস ক্লিয়ারেন্স, কম্পিউটার টাইপিং, ফটোকপি, স্ক্যানিং, অনলাইন ফর্ম পূরণ, আবেদনপত্র, সরকারি কাগজপত্র ইত্যাদি সেবা নিয়ে।

✅ আজই চলে আসুন, এক জায়গায় পাবেন সব সমাধান।

📍 ঠিকানা:
Sajid Computer & Documents Clearance Service
মসজিদ মার্কেট, উপজেলা পরিষদ, চন্দিনা, কুমিল্লা।

📞 প্রয়োজনে ইনবক্স করুন বা সরাসরি চলে আসুন!

🕘 খোলা রয়েছে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

সকল জমির মালিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর কার্যলয়ের একসেস টু ইনফ...
11/06/2025

সকল জমির মালিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর কার্যলয়ের একসেস টু ইনফরমেশন (a2i) প্রোগ্রাম ও ভূমি সংক্ষার বোর্ডের উদ্যোগে ভূমি সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্প সময়ে পৌঁছে দেওয়ার লক্ষে সকল উপজেলা ভূমি অফিসে ই-নামজারি চালু করা হয়েছে। খুব সহজে প্রয়োজনীয় কাগজপত্রাদি আপলোড করে অনলাইনে ই-নামজারি (e-Mutation) বা জমি খারিজের আবেদন করা সম্ভব।

ই-নামজারি (e-Mutation) করার জন্য কি কি কাগজপত্র আপলোড করতে হবে?
১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি ১ কপি

২. জাতীয় পরিচয়পত্র/ নাগরিক সনদ/ পাসপোর্ট- এর ফটোকপি

৩. হাল সনের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের দাখিলা

৪. সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান

৫. দলিল মূলে মালিক হলে – সাব কাবলা/হেবা/বন্টননামা – দলিলের ফটোকপি

৬. ওয়ারিশ মূলে মালিক হলে – ওয়ারিশ সনদ

৭. আদালতের রায়/ ডিক্রি হলে, রায়/ডিক্রির কপি (রেকর্ডীয় মালিকের মাধ্যম ব্যতিত)

উপরোক্ত নথিপত্র অনলাইনে আবেদন করার আগেই স্ক্যান করে নিতে হবে।

ই-নামজারি সেবা নিতে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে

সাজিদ কম্পিউটার অ্যান্ড ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস
মসজিদ মার্কেট,উপজেলা পরিষদ, চান্দিনা,কুমিল্লা।
যোগাযোগঃ ০১৬২৭১০৩১৩৭,০১৬০৯৪৮৪৬৮১

চান্দিনায় আমরাই এই প্রথম যারা সকল ধরনের ডকুমেন্টস ক্লিয়ারিং এর  ওয়ান স্টপ সলিউশন সার্ভিস দিচ্ছি।  তাই যারা বিভিন্ন ধরনের...
09/06/2025

চান্দিনায় আমরাই এই প্রথম যারা সকল ধরনের ডকুমেন্টস ক্লিয়ারিং এর ওয়ান স্টপ সলিউশন সার্ভিস দিচ্ছি। তাই যারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস জটিলতায় ভোগছেন যেমন- জমি জমার খারিজ বা নামজারি, দাখিলা,এনআইডি, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন সনদ,কোম্পানি রেজিষ্ট্রেশন, ই-কমার্স সাপোর্ট, মেটা বিজনেস সাপোর্ট, বুস্টিং ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সব কিছুর সেবা পাবেন আমাদের এই প্রতিষ্ঠানে। যদিও আমরা লোকালি সরাসরি সেবা দিচ্ছি কিন্তু কেউ যদি আমাদের থেকে অনলাইনে কোনো সেবা নিতে চান তাহলেও আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার সমস্যা সামধানের জন্য আমাদের সেবা নিতে পারবেন।
আমাদের অভিজ্ঞ এবং পারদর্শী টিম আপনার সকল সমস্যার সমাধান করে দিবে ইনশাআল্লাহ।
তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। অথবা যোগাযোগ করুন
সাজিদ কম্পিউটার এন্ড ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস
ঠিকানা- মসজিদ মার্কেট,উপজেলা পরিষদ,চান্দিনা,কুমিল্লা।
যোগাযোগ - ০১৬২৭১০৩১৩৭( WhatsApp)

সাজিদ কম্পিউটার এন্ড ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস।আমাদের সার্ভিস সমূহ:১: নামজারী/খারিজ আবেদন২:দাখিলা/খাজনা জমা দেওয়া৩:এনআ...
09/06/2025

সাজিদ কম্পিউটার এন্ড ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস।
আমাদের সার্ভিস সমূহ:
১: নামজারী/খারিজ আবেদন
২:দাখিলা/খাজনা জমা দেওয়া
৩:এনআইডি কার্ডের আবেদন এবং সংশোধন
৪:পুলিশ ক্লিয়ারেন্স আবেদন
৫:TIN সার্টিফিকেট এর আবেদন।
৬:সরকারি চাকরির আবেদন
৭:ই-পাসপোর্ট এর আবেদন
৮: অনলাইন জিডি করা হয়
৯:ইন্ডিয়ার ভিসা আবেদন।
১০: হোটেল বুকিং ও টিকেট বুকিং ও চেক করা হয়।
এ ছাড়াও কম্পিউটার কম্পোজ সহ সকল ধরনের অনলাইনের কাজ করা হয়।
ঠিকানাঃ মসজিদ মার্কেট, উপজেলা পরিষদ,চান্দিনা,কুমিল্লা।

Address

Mashjid Market, Upazila Parisad, Cumilla
Dubai
3510

Telephone

+447466016398

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajid Computer & Documents Clearing Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajid Computer & Documents Clearing Service:

Share