Didar Uddin

Didar Uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Didar Uddin, Digital creator, Dubai, International city, Dubai.

আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ভাইয়ের সন্ধান পাওয়া গিয়েছে। টেকনাফ থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
14/10/2024

আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ভাইয়ের সন্ধান পাওয়া গিয়েছে।
টেকনাফ থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

জনগণের সাথে তামাশা ছাড়া এটা আর কিছু নয়।
21/09/2024

জনগণের সাথে তামাশা ছাড়া এটা আর কিছু নয়।

20/09/2024

পালায় যাওয়া খতিব মসজিদে ঢুকলে যদি মসজিদের এই অবস্থা হয়, তাইলে দেশের কাছাকাছি থাকা বুবুজান হুট করে দেশে ঢুকে পরলে দেশের কি অবস্থা হবে! 🤨

একজন মানুষকে পিটিয়ে  হত্যা করা কি করে সম্ভবতাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশের শীর্ষ বিদ্যাপীঠের  মধ্যে? দেশের নামকরা...
19/09/2024

একজন মানুষকে পিটিয়ে হত্যা করা কি করে সম্ভব
তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশের শীর্ষ বিদ্যাপীঠের মধ্যে?
দেশের নামকরা বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার নামে অপসংস্কৃতি,অপরাজনীতি কিংবা মানুষ হত্যার ট্রেনিং কি দাওয়া হয় সেটাও জানতে চাই?

গুম,খুন,হত্যা,চাঁদাবাজি সব ধরনের অপকর্ম দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে হয়ে থাকে।
জাতি হিসেবে এটা আমাদের জন্য যেমন বিভ্রান্তিকর তেমনি লজ্জা জনক।
এমন লজ্জাজনক ইতিহাস যেন বারবার পুনরাবৃত্তি না হয়
সেদিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে।
শুধু বিশ্ববিদ্যালয়ে নয় দেশে কোন স্থানে কেউ যেন কারো উপর হাত পর্যন্ত তুলতে সাহস না পায় সেটার জন্য কঠিন আইন হওয়া দরকার।
এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে জনসম্মুখে ফাঁসির দড়িতে জুলিয়ে বিচার করার আহ্বান রইল।

আর ইতিমধ্যে এক ধরনের প্রতিবাদী কন্ঠস্বর দেখতেছি গত ১৫ বছর ধরে যাদের বিবেক ছিল ঘুমন্ত তারাও মাশাল্লাহ এখন প্রতিবাদ করতেছে,
আপনাদের কাছে প্রশ্ন রইল।
গত ১৫ বছর ধরে আপনাদের এই প্রতিবাদী কন্ঠ আর বিবেকের তাড়না কোথায় ছিল?

13/09/2024

"🐒বিকল্প নাই 🐒"

আমাদের হোস্টেলের সদস্যদের জন্য
শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হবে,
পরে একজন নিজেই ম্যানেজারের পদ সিস্টেমে দখল নিলেন ।
পদটা তো আর মাগনা না, বেতন 💰আছে,
আলাদা রুম আছে,
সাথে অন্যান্য সুযোগ সুবিধা ।

মাসে মাসে সবাই যে টাকা পয়সা দেয়,
সেই অনুপাতে বাজার সদাই করা হয়,
ইন্টারনেট বিল ,
বিদ্যুৎ বিল,বাবুর্চি বিল প্রভৃতি দেয়া হয়।
ওমা কিছু দিন পর দেখি ম্যানেজার বলা শুরু করছে, আমি তোমাদের খাওয়াই, দাওয়াই। বেশী কথা বাড়াবাড়ি করলে খাওন বন্ধ করে দিবো, বিদ্যুৎ, পানি সব বন্ধ করে দিবো।
যাই হোক শেষ মেশ বিক্ষুব্ধ হোস্টেলের সদস্যদের দৌড়ানি🏃‍♀️🏃‍♀️ খেয়ে ম্যানেজার হোস্টেল ছেড়েই পালালো।

সবাই মিলে শলাপরামর্শ করে নতুন একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন।
নতুন তত্ত্বাবধায়ক হোস্টেলের সদস্যদের জন্য বাজার করতে গিয়ে জানলেন,
দোকানদারের কাছে আগে ম্যানেজারের লাখ লাখ টাকা বাকী।
তারা নতুন করে সদাই দিবেন না।
পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো হোস্টেলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য।
বিদ্যুতের লোকজন জানালো, আগের অনেক বিল বকেয়া। সেসব শোধ না করলে বিদ্যুৎ মিলবে না৷
হোস্টেলের সদস্যরা এখন খেয়ে না খেয়ে আধা পেটে অন্ধকার জীবন যাপন করছেন।
ওদিকে সাবেক ম্যানেজারের কিছু "কামলা" আওয়াজ তুলছে " আগেই ভালো ছিলাম,বলছিলাম না, উনারা কোন
"বিকল্প নাই "
কপি পোস্ট।

খুনি হাসিনা সুদ খায়না,  সুদ দেয়।
12/09/2024

খুনি হাসিনা সুদ খায়না, সুদ দেয়।

সন্তানের জন্য ঔষধ কিনতে গিয়ে নির্মম হত্যাকান্ডে শিকার হন বাবা! খবরটি গত কাল আমার চোখে পড়েছিলো, বিস্তারিত পড়লাম আর নিস্তব...
10/09/2024

সন্তানের জন্য ঔষধ কিনতে গিয়ে নির্মম হত্যাকান্ডে শিকার হন বাবা!
খবরটি গত কাল আমার চোখে পড়েছিলো, বিস্তারিত পড়লাম আর নিস্তব্ধ হয়ে গেলাম!
মো দিদার উদ্দিন।
ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত সাবেক "ছাত্রলীগ" নেতা আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে চাকরি করতো।
সে মাত্র ৫ দিন আগে কন্যা সন্তানের বাবা হয়।
বাচ্চার জন্য ওষুধ আনতে গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের হাতে নির্মমভাবে হত্যা কান্ডে স্বীকার হন।
দুঃখের বিষয় হল এই লোকটি গত ১০ বছর আগে ও রাজনৈতিক প্রতিপক্ষের হামলা শিকার হয়ে তার একটি পা হারান এবং অন্য পা টি ক্ষতিগ্রস্ত হয়। অনেক বছর মানবেতর জীবন জীবন যাপনের পর গত ২ বছর আগে তার চাকরি হয়। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বহন করে কোন রকম চাকরি টি করে তার দিন অতিবাহিত করতেছেন। কিন্তু একদল অমানুষের বাচ্চারা প্রতিশোধ নিতে গিয়ে একজন পঙ্গু মানুষকেও ছাড় দিলো না।

মাত্র ৫ দিন আগে জন্ম নাওয়া শিশুটিকে এতিম করে ছাড়লো।
এই জিনিসটি সবচাইতে আমাকে বেশি কষ্ট দিচ্ছে।
একজন সন্তানকে পিতা হারা করা এর চাইতে নির্মম হত্যাকাণ্ড আর হতে পারেনা।
প্রতিশোধ যেটা নাওয়ার সেটা তো ১০ বছর আগেই নিলেন!
এখন আবার তারে নির্মমভাবে হত্যা করলেন।
আচ্ছা আপনারা কি পারবেন এই হত্যাকাণ্ডের জন্য নিজের বিবেক কে ক্ষমা করতে?
আপনারা কি পারবেন আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে?
কি করে পারলেন মাত্র ৫ দিনের একটা বাচ্চাকে এতিম করে দিতে?
আচ্ছা যারা এই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কি রাতে ঠিক ভাবে ঘুমাতে পারেন বড় জানতে ইচ্ছে করে?
২৪ এই স্বাধীনতকে প্রশ্নবিদ্ধ করতে যারা বিভিন্ন অন্যায়ের সাথে যুক্ত হচ্ছেন মনে রাখবেন ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়।
আজ যাকে আপনি দুর্বল ভেবে অন্যায় অত্যাচার করতেছেন একদিন কিন্তু এই দুর্বলতা আপনারও আসতে পারে সেই দিন কিন্তু আপনারও ভয়াবহ অবস্থা হবে।
তাই যে কোন কাজ করার আগে ভবিষ্যতের কথা চিন্তা করুন, আজ হয়তো আপনার দিন কাল হয়তো আপনার চাইতেও তার আর ভাল দিন আসতে পারে আর সেইদিন কিন্তু আপনি রেহাই পাবেন না।
কেউ চাইলে কেখাটি শেয়ার করতে পারেন।

জাতীয় সংগীত নিয়ে কিছু  লোকের ধারণা হলো এমন। মনে হয় এটা আল্লাহর নির্দেশিত বিশেষ বাণী যা কোনভাবে পরিবর্তন যোগ্য নয়। অথ...
08/09/2024

জাতীয় সংগীত নিয়ে কিছু লোকের ধারণা হলো এমন।
মনে হয় এটা আল্লাহর নির্দেশিত বিশেষ বাণী যা কোনভাবে পরিবর্তন যোগ্য নয়।
অথচ ওদের বুঝা উচিত সময়,পরিবেশ এবং পরিস্থিতির উপর নির্ভর করে অনেক কিছু বদলাতে হয়।
সেটা আপনার যতই প্রিয় হোক না কেন।

আপনি হয়তো ভুলে গেছেন - "রবীন্দ্রনাথ ঠাকুর " ১৯৪১ সালে মৃত্যুবরণ করেছিল।
যেটাকে আমরা "জাতীয় সঙ্গীত" বলে থাকি, রবীন্দ্রনাথ সেটা বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখেন নাই।
কারণ বাংলাদেশের জন্ম হওয়ার ৩০ বছর আগে রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন।
অনেকে এখন আবেগ দেখাচ্ছে, বিভিন্ন ধরনের যুক্তি দাঁড় করাচ্ছে, বিশেষ করে এই সুর প্রাণের সাথে মিশে গেছে।

হ্যা এটা ঠিক, এই গান এর সুর আমাদের প্রানের সাথে মিশে গেছে।

আর সবার চিন্তাধারা যুক্তি পরামর্শ কে আমি সম্মান জানাই কিন্তু জাতীয় সঙ্গীত বদলানো যাবে না সেটার পক্ষে অন্তত আমি নাই।

সময়ের প্রয়োজনে যদি কোন কিছুর পরিবর্তন বা সংযোজন করা দরকার হয়, তবে সেটা করে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

কেউ চাইলে লেখাটি শেয়ার করতে পারেন।

আলহামদুলিল্লাহ।খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গ্রেফতার হওয়া  ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করলেন আরব আমিরাতের সম্মানিত...
03/09/2024

আলহামদুলিল্লাহ।
খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গ্রেফতার হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করলেন আরব আমিরাতের সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সবাইকে শেয়ার করার অনুরোধ রইলো।
02/09/2024

সবাইকে শেয়ার করার অনুরোধ রইলো।

ওনাকে খুৃঁজে পেতে বেশি করে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো।
দীর্ঘ ৮৫ দিনেও উনার কোন খোঁজ পাওয়া যায়নি।

ওনাকে খুৃঁজে পেতে বেশি করে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো। দীর্ঘ ৮৫ দিনেও উনার কোন খোঁজ পাওয়া যায়নি।
02/09/2024

ওনাকে খুৃঁজে পেতে বেশি করে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো।
দীর্ঘ ৮৫ দিনেও উনার কোন খোঁজ পাওয়া যায়নি।

30/08/2024

দেশে এসব কি শুরু হয়েছে?

Address

Dubai, International City
Dubai
50819

Telephone

+971582949435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Didar Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Didar Uddin:

Share