
26/08/2025
একজন কর্মী, একজন সংগঠক, একজন কর্মীবান্ধব যুবনেতা মাওলানা আব্দুল আহাদ আল আতীক ভাই।
যুবনেতা মাওলানা আব্দুল আহাদ আল আতীক ভাইয়ের আরব আমিরাত গমন উপলক্ষে যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City আয়োজন করতে যাচ্ছে সংবর্ধনা অনুষ্ঠানের।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সকল ইউনিটের দায়িত্বশীল ও কর্মীদের সর্বাত্মক উপস্থিতি কামনা করি।
প্রধান অতিথি-
মাওলানা কবীর আহমদ
সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh
সভাপতিত্ব করবেন-
মাওলানা আসআদ উদ্দিন
সভাপতি, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর
দাওয়াতক্রমে-
(হাফিজ) আব্দুল করিম দিলদার
সাধারণ সম্পাদক,
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর