11/09/2025
মানুষ অনেক সময় ভাবে, অন্য কোথাও সুখ লুকিয়ে আছে—হয়তো নতুন কিছুতে, নতুন কারও কাছে, কিংবা নতুন কোনো জায়গায়। কিন্তু বাস্তবতা হলো, নিজের ঘরেই, নিজের পরিবারে, নিজের ছোট ছোট মুহূর্তের ভেতরেই আসল সুখ বাস করে। আমরা যদি সেই সুখের ঠিকানাকে অবহেলা করে অন্যত্র সুখ খুঁজতে যাই, তবে সাময়িক আনন্দ পেলেও জীবনের সত্যিকারের সুখ হারিয়ে ফেলি।
👉 তাই নিজের আশেপাশের মানুষ, প্রিয়জন আর ছোট ছোট আনন্দগুলোকে আঁকড়ে ধরুন। সেখানেই জীবনের আসল শান্তি ও তৃপ্তি লুকিয়ে আছে।