Omar Faruk Bappi

Omar Faruk Bappi ক্রিকেট প্রিয় মানুষ।
(3)

লাল আইসক্রিম আর ছেলেবেলার দুপুর— স্মৃতিচারণমূলক ছোটগল্পদুপুর গড়িয়ে বিকেল নামছে। চারপাশে গরম আর রোদে ঝিম ধরা পাড়া। তখন ছি...
02/08/2025

লাল আইসক্রিম আর ছেলেবেলার দুপুর
— স্মৃতিচারণমূলক ছোটগল্প

দুপুর গড়িয়ে বিকেল নামছে। চারপাশে গরম আর রোদে ঝিম ধরা পাড়া। তখন ছিল ৫০ পয়সার জগত। পকেটে যদি একটা আধলা টাকা থাকত, মনে হতো নিজেই বুঝি একেকটা রাজা!

স্কুল শেষে ধুলো মাখা চেহারা, কাঁধে ঝোলানো ব্যাগ, চোখে একরাশ খুশি—মাঠ নয়, সোজা হাটা হতো পাড়ার ছোট আইসক্রিম দোকানের দিকে। সবার আগেই চোখ যেত সেই লাল রঙের বরফের আইসক্রিমটার দিকে, যেটার দাম ছিল মাত্র ৫০ পয়সা। কেউ বলত "লালি", কেউ বলত "লাল বরফ", কেউবা "আইস ললি"।

ছোট্ট একটা কাঠের বক্সে করে চাচা মাথায় নিয়ে ঘুরে ঘুরে মহল্লায় বিক্রি করতে এই রঙিন আইসক্রিমগুলো, আর দোকানদার চাচা হাসিমুখে বলতেন,
— "এই যে, লালটা আবার শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি নে!"

আইসক্রিমটা মুখে দিলেই ঠোঁট লাল হয়ে যেত, জিভেও রঙ লেগে থাকত অনেকক্ষণ। ঠান্ডায় দাঁত শিরশির করত, তবু সেটা ছিল এক অদ্ভুত আনন্দ। আইসক্রিম শেষ হলে কাঠিটা নিয়ে খেলা শুরু হতো—জলে ভাসানো, কলমের ভ্যান তৈরি, আবার কেউ সেটার মাথায় পেন্সিল চাপিয়ে বানিয়ে ফেলত "আইসক্রিম বন্দুক"!

কখনো কখনো যদি বাড়ি থেকে ১ টাকা পাওয়া যেত, দুইটা লাল আইসক্রিম খাওয়ার সেই গর্বিত অনুভূতির কোনো তুলনা ছিল না। বন্ধুরাও তাকিয়ে থাকত, “তুই দুইটা খাস!”

এখন অনেক দামি আইসক্রিম আসে, ফ্লেভার, প্যাকেট, ব্র্যান্ড—সব আছে। কিন্তু সেই ৫০ পয়সার লাল আইসক্রিমের মতো শান্তি আর কখনো মেলে না।

মনে হলো আজকে দুবাইতে আবার সেইদিনের আইস্ক্রিম ফিরে পেলাম, তাই স্মৃতিচারন করলাম। কতই না ভালো ছিলো সেইদিন💔

তবে আজকের আইস্ক্রিম ফ্রি ছিলো

নাইজেরিয়ান বন্ধু, খুব ভালো মনের মানুষ।
27/07/2025

নাইজেরিয়ান বন্ধু, খুব ভালো মনের মানুষ।

শুভ সন্ধ্যা
26/07/2025

শুভ সন্ধ্যা

Morning
26/07/2025

Morning

সবাইকে দুপুরের শুভেচ্ছা
23/07/2025

সবাইকে দুপুরের শুভেচ্ছা

22/07/2025

✈️
গতকালের বিমান দুর্ঘট*নার খবর শুনে গভীরভাবে ব্য*থিত ও মর্মা*হত।
জীবন বড়ই অনিশ্চিত… এক মুহূর্তে সবকিছু বদলে যায়। যারা এই দুর্ঘট*নায় ক্ষতি*গ্রস্ত হয়েছেন — আহত কিংবা প্রা**ণ হারিয়েছেন — তাদের প্রতি গভীর সহানুভূতি ও দোয়া রইলো।
আল্লাহ যেন সবাইকে নিরাপদ রাখেন এবং নিহতদের জান্নাত দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
🕊️

21/07/2025

ওরা আমাদের দেশের ভবিষ্যৎ ছিল,
আল্লাহ আপনি ওদের জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

20/07/2025

পাকিস্তানকে বাংলা ওয়াশ করে দিচ্ছে।
বাংলার টাইগাররা🏏

শুভ দুপুর
19/07/2025

শুভ দুপুর

18/07/2025

এই ২ য় মমতাজের বক্তব্য প্রত্যাহার করতে হবে, এবং মিডিয়াতে এসে প্রবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে।
বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে।
অন্যথায় আমরা প্রবাসীরা ব্যবস্থা গ্রহণ করবো।

17/07/2025
সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি, একটি গাছ থেকে শুরু হোক।""গাছ শুধু ছায়া নয়, প্রাণের উপহার"
17/07/2025

সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি, একটি গাছ থেকে শুরু হোক।"

"গাছ শুধু ছায়া নয়, প্রাণের উপহার"

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omar Faruk Bappi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share