Learn & Share It

Learn & Share It মানুষের মধ্যে আত্মবিশ্বাসের অভাব �

বিমানবন্দরে (Airport) ব্যবহৃত ৫০টি দরকারি ইংরেজিWhere is the check-in counter? (হোয়ার ইজ দা চেক-ইন কাউন্টার) – চেক-ইন ক...
29/09/2025

বিমানবন্দরে (Airport) ব্যবহৃত ৫০টি দরকারি ইংরেজি

Where is the check-in counter? (হোয়ার ইজ দা চেক-ইন কাউন্টার) – চেক-ইন কাউন্টার কোথায়?

Where can I collect my luggage? (হোয়ার ক্যান আই কালেক্ট মাই লাগেজ) – লাগেজ কোথায় পাব?

Can I see your boarding pass? (ক্যান আই সি ইওর বোর্ডিং পাস) – আপনার বোর্ডিং পাসটা দেখাতে পারবেন?

Where is the immigration desk? (হোয়ার ইজ দা ইমিগ্রেশন ডেস্ক) – ইমিগ্রেশন ডেস্ক কোথায়?

I need a trolley. (আই নিড আ ট্রলি) – আমার একটা ট্রলি দরকার।

What time is the flight? (হোয়াট টাইম ইজ দা ফ্লাইট) – ফ্লাইট কখন?

When is the boarding time? (হোয়েন ইজ দা বোর্ডিং টাইম) – বোর্ডিং টাইম কখন?

Show me your passport. (শো মি ইওর পাসপোর্ট) – আপনার পাসপোর্ট দেখান।

Where is the security check? (হোয়ার ইজ দা সিকিউরিটি চেক) – নিরাপত্তা চেক কোথায়?

Liquids are not allowed. (লিকুইডস আর নট এলাউড) – তরল নেওয়া যাবে না।

Where is the waiting lounge? (হোয়ার ইজ দা ওয়েটিং লাউঞ্জ) – অপেক্ষার জায়গা কোথায়?

Is there a coffee shop here? (ইজ দেয়ার আ কফি শপ হিয়ার) – এখানে কি কফি শপ আছে?

Where is the food court? (হোয়ার ইজ দা ফুড কোর্ট) – ফুড কোর্ট কোথায়?

Do you have free Wi-Fi? (ডু ইউ হ্যাভ ফ্রি ওয়াই-ফাই) – ফ্রি ওয়াই-ফাই আছে?

Where can I charge my phone? (হোয়ার ক্যান আই চার্জ মাই ফোন) – ফোন চার্জ কোথায় দিব?

May I see your ticket? (মে আই সি ইওর টিকিট) – আপনার টিকিটটা দেখাতে পারবেন?

This area is restricted. (দিস এরিয়া ইজ রেস্ট্রিক্টেড) – এই জায়গায় প্রবেশ নিষেধ।

Do you have anything to declare? (ডু ইউ হ্যাভ এনিথিং টু ডিক্লেয়ার) – ঘোষণা করার মতো কিছু আছে কি?

This is a gift. (দিস ইজ আ গিফট) – এটা একটা উপহার।

Please open your bag. (প্লিজ ওপেন ইওর ব্যাগ) – আপনার ব্যাগ খুলুন।

Stand in line, please. (স্ট্যান্ড ইন লাইন প্লিজ) – লাইনে দাঁড়ান।

Where is the boarding gate? (হোয়ার ইজ দা বোর্ডিং গেট) – বোর্ডিং গেট কোথায়?

Passengers, please proceed. (প্যাসেঞ্জারস, প্লিজ প্রসিড) – যাত্রীরা অনুগ্রহ করে এগিয়ে আসুন।

Your flight is delayed. (ইওর ফ্লাইট ইজ ডিলেইড) – আপনার ফ্লাইট দেরি হয়েছে।

Your flight is on time. (ইওর ফ্লাইট ইজ অন টাইম) – আপনার ফ্লাইট সময়মতো আছে।

Final call for passengers. (ফাইনাল কল ফর প্যাসেঞ্জারস) – যাত্রীদের জন্য শেষ ডাক।

Use headphones during the flight. (ইউজ হেডফোনস ডিউরিং দা ফ্লাইট) – ফ্লাইটে হেডফোন ব্যবহার করুন।

Where is my seat? (হোয়ার ইজ মাই সিট) – আমার সিট কোথায়?

Is there a hotel nearby? (ইজ দেয়ার আ হোটেল নিঅরবাই) – আশেপাশে কি হোটেল আছে?

Where is the taxi stand? (হোয়ার ইজ দা ট্যাক্সি স্ট্যান্ড) – ট্যাক্সি স্ট্যান্ড কোথায়?

Please give me a boarding card. (প্লিজ গিভ মি আ বোর্ডিং কার্ড) – আমাকে বোর্ডিং কার্ড দিন।

I am traveling with family. (আই অ্যাম ট্রাভেলিং উইথ ফ্যামিলি) – আমি পরিবার নিয়ে ভ্রমণ করছি।

This is my hand luggage. (দিস ইজ মাই হ্যান্ড লাগেজ) – এটা আমার হাতব্যাগ।

My bag is overweight. (মাই ব্যাগ ইজ ওভারওয়েট) – আমার ব্যাগের ওজন বেশি।

Can I pay extra by card? (ক্যান আই পে এক্সট্রা বাই কার্ড) – অতিরিক্ত টাকা কি কার্ডে দিতে পারি?

Is this an international flight? (ইজ দিস অ্যান ইন্টারন্যাশনাল ফ্লাইট) – এটা কি আন্তর্জাতিক ফ্লাইট?

Where will the plane land? (হোয়ার উইল দা প্লেন ল্যান্ড) – প্লেন কোথায় নামবে?

How long is the flight? (হাউ লং ইজ দা ফ্লাইট) – ফ্লাইট কতক্ষণ?

Where can I rest? (হোয়ার ক্যান আই রেস্ট) – আমি কোথায় বিশ্রাম নিতে পারি?

Can I meet the captain? (ক্যান আই মিট দা ক্যাপ্টেন) – আমি কি ক্যাপ্টেনের সাথে দেখা করতে পারি?

Where is the lost and found? (হোয়ার ইজ দা লস্ট অ্যান্ড ফাউন্ড) – হারানো জিনিসপত্রের অফিস কোথায়?

Traveling with children. (ট্রাভেলিং উইথ চিলড্রেন) – শিশুদের নিয়ে ভ্রমণ।

Is there vegetarian food? (ইজ দেয়ার ভেজিটেরিয়ান ফুড) – নিরামিষ খাবার আছে কি?

Can I get some water? (ক্যান আই গেট সাম ওয়াটার) – আমি কি কিছু পানি পেতে পারি?

Thank you for your service. (থ্যাঙ্ক ইউ ফর ইওর সার্ভিস) – আপনার সেবার জন্য ধন্যবাদ।

05/09/2025
01/09/2025

এমন সন্তান রেখে যাচ্ছেন তো? যে অন্ততপক্ষে জুম্মার নামাজের পরে আপনার জন্য দুই হাত তোলে দোয়া করবে বা কবর জিয়ারত করবে।

মৃত্যুর পরে সবচেয়ে বেশি কাজে আসে নেক সন্তান।টাকার প্রয়োজন আছে কিন্তু এর চেয়ে বেশি প্রয়োজন নেক আমল এবং নেক সন্তান।

I watched my dad struggle, but i never saw him give up that's the man who inspires me
21/08/2025

I watched my dad struggle, but i never saw him give up that's the man who inspires me

পুরুষদের জন্য মেহেদি ব্যবহার প্রসঙ্গ ইসলামি শরিয়তে মেয়েদের জন্য মেহেদি ব্যবহারের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। মেয়েদের জন্...
16/08/2025

পুরুষদের জন্য মেহেদি ব্যবহার প্রসঙ্গ

ইসলামি শরিয়তে মেয়েদের জন্য মেহেদি ব্যবহারের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। মেয়েদের জন্য পায়ে মেহেদী ব্যবহার করাও জায়েয, আদব পরিপন্থী নয়। অনেকেই মেয়েদের পায়ে মেহেদি ব্যবহার করা নিয়ে আপত্তি করে থাকেন। তাদের এসব আপত্তি ঠিক নয়।

আর পুরুষদের জন্য হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা জায়েয নেই। তবে তারা চুল ও দাড়িতে ব্যবহার করতে পারবে। তবে বর্তমান সমাজে ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের অভাবে মেহেদির ব্যবহার ব্যাপকভাবে পুরুষদের হাতসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে পরিলক্ষিত হচ্ছে। যেটা কখনোই কাম্য ছিল না।

শরয়ী দৃষ্টিকোণ থেকে পুরুষদের জন্য বিয়ের সময়ও হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা জায়েয নেই। বরং সাজ-সজ্জার উদ্দেশ্যে তারা কখনও হাতে-পায়ে মেহেদী লাগাতে পারবে না। কারণ এটা এক ধরনের রঙ। আর পুরুষদের জন্য রঙ ব্যবহার করা নিষিদ্ধ। এমনকি ছোট ছেলে বাচ্চাদের জন্যও এটি নিষিদ্ধ।

• হাদিসে ইরশাদ হয়েছে

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم طيب الرجال ما ظهر ريحه وخفي لونه وطيب النساء ما ظهر لونه وخفي ريحه

‘আবু হুরাইরাহ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধি প্রকাশ পায় কিন্তু রঙ গোপন থাকে এবং নারীর সুগন্ধি এমন হবে যার রঙ প্রকাশ পায় কিন্তু সুগন্ধি গোপন থাকে। (তিরমিযী হাদীস নং ২৭৮৭)

হাদিসের ভাষ্য অনুযায়ী, পুরুষ সাজসজ্জার জন্য রং ব্যবহার করতে পারবে না। আরো একাধিক হাদিসে অঙ্গসজ্জার জন্য পুরুষকে রং ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। বরং তারা এমন প্রসাধনী ব্যবহার করবে যার ঘ্রান রয়েছে কিন্ত রঙ থাকবে না। যেমন আতর ইত্যাদি। আর নারীরা এমন প্রসাধনী ব্যবহার করবে যার রঙ থাকবে কিন্তু ঘ্রান থাকবে না। যেমন জাফরান, মেহেদি ইত্যাদি।

তবে পুরুষ চুল ও দাঁড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে। একইভাবে চিকিৎসার প্রয়োজনে পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে—সেটা যে অঙ্গেই হোক না কেন। (সুনানে তিরমিজি, হাদিস : ২৩৪১; রদ্দুল মুহতার : ৬/৪২২)

• হযরত আবু হুরাইরাহ রাযি.থেকে বর্ণিত,

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِمُخَنَّثٍ قَدْ خَضَبَ يَدَيْهِ وَرِجْلَيْهِ بِالْحِنَّاءِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏’’ مَا بَالُ هَذَا ‏ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ يَتَشَبَّهُ بِالنِّسَاءِ ‏.‏ فَأُمِرَ بِهِ فَنُفِيَ إِلَى النَّقِيعِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَقْتُلُهُ فَقَالَ ‏ إِنِّي نُهِيتُ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ ‏‘‘

‘কোন একদিন এক হিজড়াকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট আনা হলো। তার হাত-পা মেহেদী দ্বারা রাঙ্গানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ এর এ অবস্থা কেনো? বলা হলো, হে আল্লাহ্‌র রাসূল! সে নারীর বেশ ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে আন-নাকী নামক স্থানে নির্বাসন দেয়ার নির্দেশ দিলেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কি তাকে হত্য| করবো না? তিনি বললেন, সালাত আদায়কারীদের হত্য| করতে আমাকে নিষেধ করা হয়েছে।’ [সুনানে আবু দাউদ- ৪৯২৮] বর্ণানাকারী আবু- উসামাহ বলেন, আন-নাফী’ হলো মাদীনাহ্‌ এর প্রান্তবর্তী একটি জনপদ, এটা বাকী’ নয়।


এই হাদিস থেকে জানা যায় যে, মেহেদি লাগানো নারীদের সৌন্দর্য ও বেশভূষা। পুরুষদের জন্য এটি অনুমোদিত নয়। এই নিষেধাজ্ঞা অন্য একটি হাদীস দ্বারাও সমর্থন করা হয়েছে।

• যেমন হযরত আনাস রাযি.থেকে বর্ণিতঃ নবী কারিম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম পুরুষদের জাফরানী রং লাগাতে (ও জাফরানি রংয়ের কাপড় পরতে) নিষেধ করেছেন। [বুখারী- ৫৮৪৬, মুসলিম-২১০১, আহমাদ ১২৯৪১]

হাফিজ ইবনে হাজার রহ. লিখেছেন: ‘পুরুষদের জন্য তাদের হাত-পা রং করা হারাম, তবে মেহেদি ওষুধ হিসেবে ব্যবহার করতে পারবে।’ [ফাতহুল বারী ১০/৩৬৭]

• মেহেদীর সাজ মহিলাদের সাজ। হাদিস শরীফে এসেছে,

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: أَوْمَتْ امْرَأَةٌ مِنْ وَرَاءِ سِتْرٍ بِيَدِهَا، كِتَابٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَبَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، فَقَالَ: مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ، أَمْ يَدُ امْرَأَةٍ؟ قَالَتْ: بَلِ امْرَأَةٌ، قَالَ: لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ يَعْنِي بِالْحِنَّاءِ

‘হযরত আয়েশা রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা পর্দার আড়াল থেকে একটি কিতাব হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিকে বাড়িয়ে দিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত না বাড়িয়ে বললেনঃ আমি বুঝতে পারছি না এটা কোনো পুরুষের হাত না কি নারীর হাত? সে বললো, বরং নারীর হাত। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তুমি মহিলা হলে অবশ্যই তোমার নখগুলো মেহেদীর রঙ দ্বারা রঞ্জিত করতে। [সুনানে আবু দাউদ-৪১৬৬]

উপরোক্ত হাদিস দিয়ে বুঝা গেলো, মেহেদী ব্যবহার করা এটা মহিলাদের সাজ। আর মহিলাদের সাজে সজ্জিত হওয়া পুরুষের জন্য হারাম। ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ‏

‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সব পুরুষকে লা’নত করেছেন। যারা নারীর বেশ ধারণ করে এবং ঐসব নারীকে যারা পুরুষের বেশ ধারণ করে।’ [সহিহ বুখারী হা-৫৪৬৫]

• অন্য হাদিসে ইরশাদ হয়েছে

أن امرأة أتت عائشة رضي الله عنها فسألتها عن خضاب الحناء فقالت لا بأس به ولكني أكرهه كان حبيبي [ رسول الله ] صلى الله عليه و سلم يكره ريحه

এক মহিলা হযরত আয়শা রা. এর কাছে মেহেদি লাগানো বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, এতে কোন সমস্যা নেই। কিন্তু রাসূল সা. মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪১৬৪}

• ফাতাওয়ায়ে শামিতে এসেছে,‘পুরুষ তার হাতে ও পায়ে মেহেদি লাগাতে পারবে না। কারণ এতে মহিলাদের সাথে সাদৃশ্যতা পাওয়া যাওয়ার কারণে তা মাকরুহ।’ [ফাতাওয়ায়ে শামি ৬/৪২২]

মিরকাতুল মাফাতিহে এসেছে,‘নারীদের জন্য হাত ও পায়ে মেহেদি লাগানো মুস্তাহাব।’ [মিরকাতুল মাফাতিহ ৮/৩০৪]

ফাতাওয়ায়ে আলমগীরিতে এসেছে, ‘বিনাপ্রয়োজনে ছেলে বাচ্চাদের হাতে ও পায়ে মেহেদি লাগানো জায়েয নয়। অবশ্য মেয়েরা ছোট হোক বড় হোক সৌন্দর্যের জন্য তাদের সকল অঙ্গে মেহেদী লাগাতে পারবে। এতে কোনো সমস্যা নেই৷’ [ফতওয়া হিন্দিয়া ৫/৩৫৯]

• পুরুষদের জন্য চুল ও দাঁড়িতে ব্যবহার করা যাবে

তবে পুরুষেরা চুল ও দাঁড়িতে মেহেদী ব্যবহার করতে পারবে। কারণ হাদিস শরীফে হযরত আবু যার রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
‘যেসব জিনিস দিয়ে তোমরা বার্ধক্যকে পরিবর্তন করতে পারো তার মধ্যে মেহেদি ও কাতাম হলো সর্বোত্তম।’ [সুনানে নাসাঈ হাদিস: ৫০৭৮ আবু দাউদ: ৪২০৫ তিরমিযি: ১৭৫৩ ]

• চিকিৎসার জন্য মেহেদি ব্যবহার বৈধ:

তবে যদি কোন অসুস্থতার চিকিৎসার জন্য হয়ে থাকে, তাহলে পুরুষের জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ আছে। কারণ হাদিস শরীফে এসেছে,

‘আলী ইবনু উবাইদুল্লাহ রহ. হতে তার দাদীর সূত্রে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবিকা ছিলেন। তিনি বলেন,‘যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে কোন তলোয়ার বা দা-এর আঘাতে ক্ষত হতো, তিনি তাতে মেহেদী লাগানোর জন্য আমাকে নির্দেশ দিতেন।’ [জামে তিরমিযি-২০৫৪]

এজন্য ইমাম নববী রহ. বলেন,
‘মেহেদী পুরুষের জন্য ব্যবহার করা হারাম। তবে অসুস্থতা ও এ ধরণের অন্যান্য কোনো কারণে বৈধ।’ [আল মাজমুউ শরহুল মুহায্যাব ১/২৯৪]

• মেহেদী লাগানোর পর অযু করলে অযু হবে কি?

আমাদের দেশে বাজারে যেসব মেহেদীর প্রচলন রয়েছে যেমন গোল্ড মেহেদী বা টিউব মেহেদী এগুলো ব্যবহার করা জায়েয। এবং এগুলো ব্যবহার করে প্রলেপ উঠিয়ে ফেলার পর অযু-গোসল সবই সহীহ হবে।

কেননা এ মেহেদী লাগানোর পর শরীরে যে রঙ অবশিষ্ট থাকে যার কোনো কোনোটিতে পরবর্তীতে আবরণের মতো উঠে তা আমাদের জানামতে চামড়ায় পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। তাই এগুলো ব্যবহার করতে সমস্যা নেই। তবে যেসব মেহেদি চামড়ায় পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় সেগুলো ব্যবহার করা যাবে না। [শরহুল মুনয়া ৪৮; রদ্দুল মুহতার ১/১৫৪]

সুনানে আবু দাউদ, হাদীস : ৪৮৯০; ফাতহুল বারী ১০/৩৬৭; রদ্দুল মুহতার ৬/৪২২; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৩; সহীহ মুসলিম ২/১৯৯, আল মাওসুআতুল ফিকহিয়্যাহ ২/৩৬৬, ফাতাওয়া খানিয়া আলা হামিশি হিন্দিয়া ৩/৪১৩; রদ্দুর মুহতার ৯/৫২২।

Khairul Islam 22/12/2022
হানাফী ফিকহ-Hanafi Fiqh

16/08/2025

🌹

If you lied to me and i find out the truth, i will never look at you the same.
16/08/2025

If you lied to me and i find out the truth, i will never look at you the same.

07/08/2025

Stay alone until someone matches your loyalty.

"Job pays the bill but business pays the lifestyle."
07/08/2025

"Job pays the bill but business pays the lifestyle."

02/08/2024

তুমি যতই মুল্যবান হও না কেন,
যদি তুমি ভুল জায়গায় থাকো,
তাহলে তুমি মুল্যহীন।

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গু"লি করবে। তাই প্রথম গু"লি"টা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁ"পে...
17/07/2024

আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গু"লি করবে।

তাই প্রথম গু"লি"টা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁ"পে উঠল।
তার বিশ্বাস হলোনা , ওই প্রান্তের পুলিশ তার মতই বাংলায় কথা বলে, তার মত দু বেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে…

কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়াল। তা নাহলে
বন্ধুরা কী বলবে! একটা গু"লি"র আঘাতে সে পড়ে গেছে! গায়ে শক্তি নাই।
আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মত দাঁড়াইছিলাম? হুহ!

আবু সাইদ আবার কেঁপে উঠলো কারন আরেকটি গু"লি ছোঁড়া হয়েছে।
এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপনে চেষ্টা করতে লাগল।
তার রোগা-পাতলা,বাঙাল , অপুষ্ট শরীরে এত শক্তি কোন কালেই ছিলনা।

হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশানির টাকা পাঠালে গরীব বাবা মায়ের খাবারের টাকা হয়।
সে ফাইভে বৃত্তি পেয়েছিল, এইটে পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে।
বোনটা শেষবার আদর করে কী বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল।

আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায়।

দশটা কি বেজে গেছে?
মায়ের গায়ের গন্ধ টা বারুদের মত হয়ে গেল কী করে?

১৬/০৭/২০২৪
সংগৃহিত

Address

Dubai

Telephone

+8801724608408

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn & Share It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn & Share It:

Share

Category