One Motion

One Motion মু. আজিজ মোবাইল01828520337
(2)

যদি সাংবাদিকতা ও গণমাধ্যম সত্যকে সাহসের সাথে তুলে ধরে,টাকা, ক্ষমতা আর ভয়কে উপেক্ষা করে অন্যায়ের সামনে মাথা নত না করে—তবে...
07/01/2026

যদি সাংবাদিকতা ও গণমাধ্যম সত্যকে সাহসের সাথে তুলে ধরে,
টাকা, ক্ষমতা আর ভয়কে উপেক্ষা করে অন্যায়ের সামনে মাথা নত না করে—
তবে দেশে দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর জোরদখলকারীদের একজনও রেহাই পাবে না; কারণ সত্যের চেয়ে শক্তিশালী আর কিছু নেই।

07/01/2026

ফ্রি টাইমে তোফাজ্জল ভাই কলমি শাক উত্তোলনে ব্যস্ত—আরবের মাটিতেই বাংলার স্বাদ।

07/01/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রবাস জীবন মানে শুধু দূরদেশে থাকা নয়,
প্রবাস জীবন মানে আত্মীয়-স্বজন, আপনজনদের সুখ–

ঘুম কেড়ে নিয়েছে  রাজনীতি
06/01/2026

ঘুম কেড়ে নিয়েছে রাজনীতি

যৌথবাহিনীর অভিযানে  ফরিদপুরে বিদেশি পিস্তল ও ককটেল উদ্ধার |
06/01/2026

যৌথবাহিনীর অভিযানে ফরিদপুরে
বিদেশি পিস্তল ও ককটেল উদ্ধার |

06/01/2026

লম্বা ও মজবুত এই মোটরসাইকেলটি গিয়ারবিহীন, রেসের উপর নির্ভরশীল—চালাতে ভীষণ স্মুথ।
সিটের নিচের বক্স আর এক লিটার পেট্রোলে ১০০ কিলোমিটারের বেশি চলার সক্ষমতা একে করেছে টেকসই ও দৃষ্টিনন্দন।

নারায়ণহাট ইউপির জনসাধারণের অবস্থান কর্মসূচি।
06/01/2026

নারায়ণহাট ইউপির জনসাধারণের অবস্থান কর্মসূচি।

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট এলাকায় সাবেক চেয়ারম্যান আবু জাফরকে ঘিরে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ চলছে।
06/01/2026

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট এলাকায় সাবেক চেয়ারম্যান আবু জাফরকে ঘিরে প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ চলছে।

রাঙ্গুনীয়ায় উপজেলার, পারুয়  ইউনিয়নে,   নি*খোঁ*জ -তরুণ শাহেদের -ম**র**দে**হ -উদ্ধার করা হয়েছে।
06/01/2026

রাঙ্গুনীয়ায় উপজেলার, পারুয় ইউনিয়নে,
নি*খোঁ*জ -তরুণ শাহেদের -ম**র**দে**হ -উদ্ধার করা হয়েছে।

মাত্র ছয় মাস আগেও যে পাখিটির কণ্ঠে ছিল নীরবতা,আজ,  যত্ন আর ভালোবাসা প্রমাণ করেছেনীরবতাও একদিন ভাষা খুঁজে পায়।
06/01/2026

মাত্র ছয় মাস আগেও যে পাখিটির কণ্ঠে ছিল নীরবতা,
আজ, যত্ন আর ভালোবাসা প্রমাণ করেছে
নীরবতাও একদিন ভাষা খুঁজে পায়।

আলহামদুলিল্লাহ,আমার রব তাঁদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান দান করেছেন।সন্তানের পিতা একজন নব মুসলিম, তাঁর বাড়ি ফটিকছড়ি...
06/01/2026

আলহামদুলিল্লাহ,
আমার রব তাঁদের ঘরে একটি ফুটফুটে কন্যা
সন্তান দান করেছেন।সন্তানের পিতা একজন
নব মুসলিম, তাঁর বাড়ি ফটিকছড়ি।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when One Motion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share