probasnews24.com

probasnews24.com www.probasnews24.com
twitter.com/probasnews24 your online news partner

01/08/2026

প্লিজ নিলয়কে বাচাঁন...

নিলয় কে নিয়ে এর আগেও পোস্ট করায় আপনারা অনেকে সহায়তা করেছিলেন। কিন্তু সেই সহায়তা পুরিয়ে যাওয়ায় আবারো আপনাদের কাছে হাত পাততেছি।

নিলয়ের অবস্থা খুবই খারাপ, তার দুটো কিডনি বিকল হয়ে যাওয়াতে হার্ডের অবস্থাও ভালো না।
এখনো সে ইবনেসিনা হসপিটালে আছে।

এই মুহূর্তে তার বাবার পক্ষে কোন চিকিৎসা করার অবস্থা ও নেই।
আমরা সবাই যদি সামান্য করেও একটু সহায়তা করি, হয়তো বেচে যাবে একটা তরতাজা প্রান। একটা ফুলের মতো সুন্দর ভবিষ্যৎ।
প্লিজ সবাই এগিয়ে আসুন নিলয়ের পাশে।
যে পারি তাকে সহায়তা করি।

নিলয়ের বাবার নাম্বার- 01822170727 (বিকাশ)

বিসিবি এখনো তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই দৃঢ়প্রতিজ্ঞ। ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ...
01/06/2026

বিসিবি এখনো তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই দৃঢ়প্রতিজ্ঞ। ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না। আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে।

আইসিসির যেকোনো টুর্নামেন্টের আগে আয়োজক আইসিসির সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী কোনো দেশ পরবর্তী সময়ে টুর্নামেন্টে বা টুর্নামেন্টের কোনো অংশে অংশ না নিলে আইসিসিকে তার যুক্তিসংগত কারণ জানাতে হয়। এ ক্ষেত্রে সবচেয়ে ‘নিরাপদ কারণ’ হলো ‘সরকারি নিষেধাজ্ঞা’র কথা বলে দেওয়া। অতীতে ভারতীয় দলের পাকিস্তানে সফর না করা বা পাকিস্তান দলের ভারতে সফর না করার ঘটনাগুলো ঘটেছে এই কারণ দেখিয়েই। যুক্তিসংগত মনে করে আইসিসিও সেসব মেনে নিয়েছে, প্রয়োজনে অংশগ্রহণে আপত্তি জানানো দেশটির খেলা অন্য দেশে সরিয়েছে। এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে যেমন পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়।

ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে বিসিবিও সে রকম ‘নিরাপদ’ পথে হাঁটতে চাইছে। আইসিসিকে ভারত থেকে খেলা সরানোর প্রস্তাব দিতে গিয়ে বিসিবি মূলত নিরাপত্তার বিষয়টিকেই সামনে এনেছে। বাংলাদেশ সরকার মনে করছে, ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কমকর্তা এবং সংশ্লিষ্ট অন্যরা নিরাপদ নন। এ অবস্থায় সরকারের নির্দেশনা, বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দল যেন ভারত সফর না করে, বাংলাদেশের ম্যাচগুলো যেন অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হয়।

01/06/2026
ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলছিলাম আমেরিকা একটা স্রেফজংলীর হাতে পড়েছে। সেই জংলীর জংলীপানার নিকৃষ্ট নির্লজ্জ চূড়ান্ত একটা ...
01/04/2026

ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলছিলাম আমেরিকা একটা স্রেফ
জংলীর হাতে পড়েছে। সেই জংলীর জংলীপানার নিকৃষ্ট নির্লজ্জ চূড়ান্ত একটা নমুনা সারাবিশ্ব আজ প্রত্যক্ষ করলো।

গতদিন দেখেছি কূটনৈতিকদের সঙ্গের জাইমাকে, মা হারা সন্তানের সন্তান হিসেবে, দাদুহারা নাতনি হিসেবে। আজকে নতুন জাইমাকে দেখেছি...
01/02/2026

গতদিন দেখেছি কূটনৈতিকদের সঙ্গের জাইমাকে, মা হারা সন্তানের সন্তান হিসেবে, দাদুহারা নাতনি হিসেবে।

আজকে নতুন জাইমাকে দেখেছি। দুইদিনেই দায়িত্বশীল ছিলেন। আজকে সবাইকে নিয়ে এসেছেন দাদুর কবর জেয়ারতে।

আপনিই পুতুলের নাতনি। নতুন বেগম জিয়া ইনশাআল্লাহ্।

01/01/2026

সময় বদলাবে, প্রজন্ম বদলাবে—তবুও মানুষের হৃদয়ের গভীরে ভালোবাসা হয়ে টিকে থাকবেন।

খুবই সিগনিফিকেন্ট একটি দৃশ‍্য। বলেন তো কি?আজ তারেক রহমানের সাথে দেখা করতে বিএনপির গুলশান অফিসে গিয়েছেন জামাতের আমির, এটি...
01/01/2026

খুবই সিগনিফিকেন্ট একটি দৃশ‍্য। বলেন তো কি?

আজ তারেক রহমানের সাথে দেখা করতে বিএনপির গুলশান অফিসে গিয়েছেন জামাতের আমির, এটি সেই বৈঠকের দৃশ‍্য।

এখানে গভীর ভাবে দেখার বিষয় হচ্ছে, তারেক রহমান সেন্টারে বসেন নাই। সেন্টারে যিনি বসেন সাধারণত তাকে মিটিং এর Boss বা অধিক গুরুত্বপূর্ণ মানুষ বুঝায়।

কিন্তু এখানে দেখা যাচ্ছে জামাতের আমিরকে টেবিলের এক কর্ণারে দিয়ে তারেক রহমান একই এঙ্গেলে আরেক কর্ণারে বসেছেন।

এখান থেকে বার্তা পাওয়া যায় যে, নিজ অফিসে তারেক রহমান বিরোধী নেতাকে নিজের সমান মর্যাদার আসন দিয়েছেন। কোন পার্থক‍্য করেন নাই।

সাধারণত, যার অফিস বা গৃহে মিটিং হয় তিনিই সেন্টারের চেয়ারে বসেন, এখানে খারাপের কিছু নেই।

তারপরেও তারেক রহমানের আজকের এই সিন্সিয়ারিটি তাকে মানুষের কাছে অধিক গ্রহণযোগ‍্য করে তুলবে।

ব্যাক্তিগত জীবনে স্বামী নেই ফাতেমার। বেগম জিয়াকে আকড়ে ধরে ছিলেন এই ফাতেমা।এতো ভালোবাসা দিয়েছেন ফাতেমা, বেগম জিয়াকে যে ওন...
01/01/2026

ব্যাক্তিগত জীবনে স্বামী নেই ফাতেমার। বেগম জিয়াকে আকড়ে ধরে ছিলেন এই ফাতেমা।

এতো ভালোবাসা দিয়েছেন ফাতেমা, বেগম জিয়াকে যে ওনার সঙ্গে কারাগার পর্যন্ত গিয়েছেন। গ্রামের বাড়িতে থাকতো বাবা হারা সন্তানরা।

যেখানেই যেতো ফাতেমা আপন সঙ্গী হতেন। আজ থেকে ফাতেমা এতিম হয়ে গেলেন।

জিয়া পরিবার এই পরোপকারী ফাতেমা ভুলবে না আশা করি৷ ফাতেমা জিয়া পরিবারের অবিচ্ছেদ্য অংশ।
Begum Khaleda Zia

01/01/2026

ঘটনাটা বসুরহাট ধান নিয়ে একটি ভ্যান গাড়ি করে যাচ্ছিল, তখন বসুরহাট বাজারে এক্সিডেন্টটা হয় আল্লাহ বাচাইছে অল্পের জন্য বেঁচে গেল। #

বেগম খালেদা জিয়ার জানাযা কে পড়াবেন, পরশু রাতে এই নিয়ে আলোচনায় বসল, তারেক রহমান সিদ্ধান্ত জানালেন বাইতুল মাকারামের খতিব আ...
01/01/2026

বেগম খালেদা জিয়ার জানাযা কে পড়াবেন, পরশু রাতে এই নিয়ে আলোচনায় বসল, তারেক রহমান সিদ্ধান্ত জানালেন বাইতুল মাকারামের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক পড়াবেন।

উনাকে জানানো হলে গর্বের সঙ্গেই রাজি হলেন। এমনকি উনি সম্মানিতবোধ করলেন, বেগম খালেদা জিয়ার মতো গণমানুষের নন্দিত ব্যক্তির জানাযা পড়ানোর জন্য উনাকে অনুরোধ করায়।

সারাবিশ্বে হাদিসশাস্ত্রে সমাদৃত একজন আলেম হলেন এই মুফতি আবদুল মালেক। আল্লাহ তায়া’লা উনাকে অনেক এলেম দান করেছেন। তার রচিত বই ‘আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ' বিশ্বে বিভিন্ন দেশে হাদিসশাস্ত্রে পাঠ্য বই।

মুসলিম বিশ্বে প্রখ্যাত আলেম আব্দুর রশীদ নোমানি, তাকি উসমানির ও সৌদি আরবের আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহর সাথে হাদিসশাস্ত্র নিয়ে বিস্তার গবেষণামূলক কাজ ও প্রায় ১২ বছর স্টাডি করেছেন।

সুনামধন্য মাদরাসা মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার সহ-প্রতিষ্ঠাতা উনি। বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা কমিশনের সদস্য উনি। এছাড়াও ভারতের ইসলামি ফিকহ একাডেমির সদস্য উনি।

হাদিসশাস্ত্রের উপর উনার অন্তত ১০টি গবেষণামূলক বই রয়েছে। যেগুলো বিশ্বে অনেক জায়গায় হাদিসশাস্ত্রে পাঠ্য।

আল্লাহ উনাকে যতবেশি এলেম দান করেছেন, ঠিক তত বেশিই বিনয়ী মানুষ উনি। খুবই সিম্পল চলাফেরা করেন। এত বড় একজন এলেমে দ্বীন হওয়ার পরও নিজের ভেতর বোধহয় বিন্দুমাত্র অহমিকা নাই। হাঁটাচলার সময় খেয়াল করলে দেখবেন, কতটা নুয়ে হাঁটেন। কথা বলার সময়ও বিনয়ের সঙ্গে বলে থাকেন। মহান আল্লাহ পাক হুজুর কে দীর্ঘায়ু নেক হায়াত দান করুন এবং বেগম জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমীন

- ফরিদ উদ্দিন রনি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শ...
01/01/2026

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘গতকাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য আমার মনটা খুব বিষণ্ন হয়ে আছে। অনেক বছর ধরে তিনি আমার অন্যতম রাজনৈতিক আদর্শ। একজন সাংবাদিক হিসেবে আমি খুব কাছ থেকে দেখেছি, তিনি কতটা কষ্ট সহ্য করেছেন। কীভাবে দলের কর্মীদের পাশে দাঁড়িয়েছেন ঠিক নিজের সন্তান বা নিকটাত্মীয়ের মতো।’

রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে আজ বিকেল ৪টা ৪০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন শেষে ফেসবুকে রাত ৮টার দিকে শফিকুল আলম এই পোস্ট দেন।

পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার জন্য তাঁরা দুজনেই সমধিক পরিচিত ছিলেন। তাঁরা খুব কমই মেজাজ হারাতেন। অহংকার তাঁদের ছুঁতে পারতো না বললেই চলে। কঠিন সময়ে তাঁরা অত্যন্ত যত্ন এবং সংযমের সাথে জনগণকে পথ দেখিয়েছেন।’

বিএনপির মহাসচিবের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুল আলম আরও লেখেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে মির্জা ফখরুলের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তিনি এখন আর সেই চেনা মহাসচিব নেই, যিনি একসময় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াতেন। খালেদা জিয়া যখন তাঁকে মহাসচিব হিসেবে নিয়োগ দেন, তখন তিনি বিএনপির একজন মধ্যম সারির নেতা ছিলেন এবং তাঁর সেন্টার-লেফট আদর্শিক ঝোঁকের জন্য পরিচিত ছিলেন। তবুও সংকটের মুহূর্তে তিনিই সবচেয়ে দক্ষ কাণ্ডারি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। শহীদ বেগম খালেদা জিয়ার পাশে থেকে তিনি দলটিকে সুসংগঠিত ও অটল রেখেছিলেন। কিন্তু জুলাই মাস যখন এলো, তখন বড্ড দেরি হয়ে গেছে। খালেদা জিয়া মৃত্যুশয্যায় ছিলেন এবং মির্জা ফখরুল নিজেও তাঁর শরীরের শক্তি অনেকটা হারিয়ে ফেলেছেন। এ এক যুগের অবসান।’

12/31/2025

আহ জিয়া...

Address

West

Telephone

+971509710207

Website

Alerts

Be the first to know and let us send you an email when probasnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to probasnews24.com:

Share

Our Story

your online news partner