Mohammed,Anis

Mohammed,Anis Allah has said to Himself, "Be patient, your future will be better than your past."

19/09/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে জুমা মোবারক।

11/09/2025
Good morning Everyone
10/09/2025

Good morning Everyone

The Arabian Sea
16/06/2025

The Arabian Sea

মনটাকে ভালো রাখার জন্য একটু ঘুরাঘুরি
10/06/2025

মনটাকে ভালো রাখার জন্য একটু ঘুরাঘুরি

একটি শিক্ষা নিয় গল্পরিয়াজ অফিস শেষে ক্লান্ত ভঙ্গিতে বাসায় ফিরছিল। তার বন্ধুরা সবাই বলেছিল, “বিয়ের পর তোর জীবন তো বুঝ...
10/06/2025

একটি শিক্ষা নিয় গল্প
রিয়াজ অফিস শেষে ক্লান্ত ভঙ্গিতে বাসায় ফিরছিল। তার বন্ধুরা সবাই বলেছিল, “বিয়ের পর তোর জীবন তো বুঝি শেষ!”
কেউ বলে—“বউ মানেই ঝামেলা।”
আবার কেউ মজা করে বলে—“এখন আর আমাদের দরকার পড়বে না, তোর তো ‘আজীবন সাথী’ জুটে গেছে!”

রিয়াজ চুপচাপ হাসত, কিছু বলত না।

আজও সেই একই ক্লান্তি নিয়ে বাসায় ফিরতেই, দরজার ওপাশে অপেক্ষা করছিলেন তার স্ত্রী নাদিয়া। হাতে গরম চা, মুখে শান্ত হাসি।

রিয়াজের চোখে ক্লান্তির ছায়া দেখে বলল—
“চুপ করে বসো, আমি ততোক্ষণে তোমার জন্য পছন্দের খিচুড়ি আর গরুর মাংস বানিয়ে ফেলি। আর হ্যাঁ, আজ অফিসে কী হয়েছে, সেটা শোনার জন্য আমি রেডি!”

রিয়াজ অবাক হয়ে ভাবল—
এমন একজন মানুষ আছে, যে তার ক্লান্তি বোঝে, অপেক্ষা করে, কথা শোনে, সঙ্গ দেয়, এমনকি তার প্রতিটি ছোট সুখ-দুঃখে পাশে থাকে।

বন্ধুরা তো অনেক দিন ধরেই ব্যস্ত, কেউ ফোন ধরতে পারে না, কেউ মেসেজের রিপ্লাই দেয় দু’দিন পর।
কিন্তু নাদিয়া? সে তো প্রতিদিনই অপেক্ষায় থাকে, প্রতিদিনই নতুন করে বন্ধু হয়।

রিয়াজ নিজের মনেই হাসে—
"হ্যাঁ, যাঁর স্ত্রী ভালো, তাঁর আর আলাদা করে কোনো বন্ধুর দরকার হয় না।"

📌 শিক্ষা:
ভালোবাসা, বোঝাপড়া আর বন্ধুত্ব—এই তিনটি গুণ যখন একজন স্ত্রী’র মধ্যে থাকে, তখন সে শুধু জীবনসঙ্গী নয়, জীবনের সবচেয়ে আপন বন্ধু হয়ে ওঠে।

Address

Sharjah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed,Anis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share