3 Princess Mom's World

3 Princess Mom's World This channel is only to entertain everyone! I am opening my page to make everyone's mind better ৷I always like to show everyone something new.
(2)

If someone learns/laughs/learns something from my posts or videos, then I am worth it.

17/11/2025

এক সেকেন্ড পর কি ঘটবে? সেই খবর না জানলেও🤨কিভাবে অন্যের সর্বনাশ করা যায়,সেই চিন্তাই থাকা মানুষগুলো আসলেই, ফুটফুটে সুন্দর 😫শুভ রাত্রি সবাইকে

যাক কাহিনীটা পরে, মনের ভেতর এক প্রকার শান্তি অনুভব করলাম👍👍১৪ বছর সংসার করেও তারা একসাথে থাকতে পারলনা।ভালোবাসা ছিল, কিন্ত...
18/10/2025

যাক কাহিনীটা পরে, মনের ভেতর এক প্রকার শান্তি অনুভব করলাম👍👍

১৪ বছর সংসার করেও তারা একসাথে থাকতে পারলনা।
ভালোবাসা ছিল, কিন্তু বোঝাপড়া ছিল না।
প্রতিদিনই ঝগড়া, অভিমান, নীরবতা—শেষমেশ সেই ভালোবাসাই একদিন ক্লান্ত হয়ে পড়ল।

ছেলে একদিন জিজ্ঞেস করেছিল,
“বাবা, মা কেন আর বাসায় আসে না?”
বাবা চুপ করে ছিল।
কী বলবে? বললেই তো বলতে হবে,
“তোমার মা আর আমি একসাথে থাকতে পারি না, কিন্তু এখনো একে অপরকে ভালোবাসি।”
এই কথাটা কোনো ছেলেকে বলা যায় না।

তারা দুজন আলাদা হয়ে গেল।
ছেলেটা রইল বাবার কাছে।
প্রথমদিকে মা ফোন করত, মাঝে মাঝে দেখা করত।
তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই যোগাযোগটাও ধীরে ধীরে হারিয়ে গেল।

ছেলেটা তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
একসময় স্কুলে ভালো রেজাল্ট করত, শিক্ষকরা আদর করত।
কিন্তু মা চলে যাওয়ার পর ওর চোখের আলো নিভে গেল।
স্কুলের পরে আর মাঠে খেলতে যেত না,
বাড়ি ফিরে দরজা বন্ধ করে বসে থাকত—
কখনো জানালার বাইরে তাকিয়ে, কখনো ফাঁকা খাতার পাতায় কিছু লিখে।

বাবা ভেবেছিল, সময়ই হয়তো সব ঠিক করে দেবে।
কিন্তু সে জানত না—সময় কখনো কখনো আরও বেশি ভেঙে দেয়।

বছর দুয়েক পর মা নতুন জীবনে চলে গেল,
বাবাও নতুন সম্পর্কে জড়িয়ে পড়ল।
দুজনেই ভেবেছিল, “জীবন তো চলতেই হবে।” বিবাহ করে স্বামী-স্ত্রী মিলে নতুন সংসার শুরু করেছিল। শুরতে সবকিছু ঠিকটা কি ছিল কিন্তু সময়ের সাথে সাথে ছেলেটি—রাকিবুল—কেমন জানি একাকী হয়ে পড়ল। বাবা-মায়ের কলহে ভরা সেই সংসারে তার স্থান যেন ক্রমেই ছোট হয়ে যাচ্ছিল। একসময় সিদ্ধান্ত হলো, রাকিবুলকে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে—দাদির কাছে।
গ্রামে গিয়ে রাকিবুল ভালোই ছিল। পড়াশোনায় মেধাবী, ভদ্র, বিনয়ী—সবাই তাকে ভালোবাসত। দাদিই ছিল তার পৃথিবীর সব। কিন্তু একদিন হঠাৎ দাদি মারা গেলেন। তখনই সে প্রথম বুঝল—যার কেউ নেই, তার জন্য পৃথিবীটা কতটা কঠিন।

দাদির মৃত্যুর পর, গ্রামের সামান্য যে জমিটুকু ছিল, সেটাও চাচারা দখল করে নেয়। ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় রাকিবুলকে। কোনো অভিযোগ না করে, নিঃশব্দে সে গ্রাম ছেড়ে অজানার পথে পা বাড়ায়।

আর ফিরিনি তার বাবা মায়ের কাছে তার নিজ বাড়িতে।
তারপর কেটে যায় দীর্ঘ নয় বছর।
এই নয় বছরে রাকিবুলের জীবন আমূল বদলে যায়। কঠোর পরিশ্রম আর মেধার জোরে সে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS শেষ করে, এখন সে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার রাকিবুল ইসলাম।
অনেক বছর পর সে গ্রামে তার কলেজের একটা অনুষ্ঠানে আসে, দাদির বাড়ি গিয়ে দেখে, তার বাবা এক দুর্ঘটনায় দুই পা হারিয়ে ফেলেছে চার বছর আগে। আগের স্ত্রীও ছেড়ে চলে গেছে, বাবা এখন একা—অসহায়। রাকিবুলের চোখে পানি এসে যায়। কিন্তু মনের ভেতর কোথাও একটা শূন্যতা থেকে যায়—সময়ের নির্মমতা তাকে আর স্বস্তি দেয় না।

ঢাকায় ফিরে আসে রাকিবুল। এরপর কেটে দীর্ঘ এক বছর। একদিন হাসপাতালে জরুরি রোগী আসে—একজন নারী, যার মাথায় জটিল টিউমার ধরা পড়েছে। ডাক্তাররা জানালেন, অপারেশনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, দেশে সম্ভব নয়। বিদেশে নিতে হবে, তবুও রোগী বাঁচবে কি না বলা যায় না।

কিন্তু সেই নারী জানালেন—তার স্বামী মারা গেছে বহু বছর আগে, দুই সন্তান নিয়ে সে কোথাও যেতে পারবে না। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর, অবশেষে সে পৃথিবী ছেড়ে যায়।

ফাইল খুলে যখন রাকিবুল রোগীর কাগজপত্র দেখছিলেন, তখনই স্তব্ধ হয়ে গেলেন—
রোগীর নাম: রাবেয়া খাতুন।
হ্যাঁ, সেই নারী তারই মা।

যে মা একদিন তাকে অবহেলায় দূরে পাঠিয়েছিল,
আজ সেই মায়ের জীবন বাঁচানোর সব চেষ্টা করেও কিছুই করতে পারল না ছেলে।

প্রকৃতি যেন চুপচাপ তার প্রতিশোধ নিয়ে নিল—
কারও প্রতি রাগ দেখিয়ে নয়,
শুধু সময়ের নীরব ন্যায়বিচারে।
বাস্তব জীবন থেকে নেয়া।(copy)

বিঃ দ্রঃ -লেখকের নামটা জানতে পারিনি। এই কাহিনী
যে পড়বে তার মনটা ভালো হয়ে যাবে 👍

15/10/2025

আল্লাহ এসব মানুষকে হেদায়েত দিক। আমিন #আমিন

03/10/2025

মাশাআল্লাহ, অবশেষে শেষ চূড়াটা ছুঁয়ে দেখলো 👍👍

28/09/2025

উপরে উঠা এতো সহজ না 😔

সবার সকালটা শুভ হোক 🤗🤗সবাইকে শুভ সকাল
22/09/2025

সবার সকালটা শুভ হোক 🤗🤗সবাইকে শুভ সকাল

20/09/2025

এটা কি দেখলাম!!! পাখিটা কি সুন্দর 😍

সৈয়দ মুজতবা আলী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন ডায়মন্ড বলপেন আছে?সেলসম্যান মুখের উপর বলে দিল,  "নেই" তিনি চলে যাচ্ছিলেন আবার ...
15/09/2025

সৈয়দ মুজতবা আলী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন ডায়মন্ড বলপেন আছে?

সেলসম্যান মুখের উপর বলে দিল, "নেই"

তিনি চলে যাচ্ছিলেন আবার ফিরলেন তারপর জিজ্ঞেস করলেন, ''অন্য কি বলপেন আছে?''
সেলসম্যান বললো অনেক আছে, পাওয়ার, সুলেখা, ব্রাইট ইত্যাদি।

সেলসম্যানশীপ কী সৈয়দ মুজতবা আলী তাদের বুঝালেন। যখন তিনি ডায়মন্ড বলপেন আছে কি তা জিজ্ঞেস করলেন তখন তাদের বলা উচিৎ ছিল যে নেই তবে পাওয়ার, সুলেখা, ব্রাইট ইত্যাদি আছে।
ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদায় করাটা ঠিক না।

সেলসম্যানরা লজ্জিত হলো কিন্তু শিখলো।
কিছুক্ষণ পর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এসেছেন, জিজ্ঞেস করলেন টয়লেট পেপার আছে?

সৈয়দ মুজতবা আলীর দীক্ষিত সেলসম্যান উত্তরে বললেন, টয়লেট পেপার একটু আগে শেষ হয়ে গেছে। তবে শিরিষকাগজ আছে। দেবো?

কোনো একটা বইয়ের পৃষ্ঠা থেকে নেয়া।🤭
(Copy)

বিপদ খুব কাছে আসলে, কে আপন কে পর তা উপলব্ধি করা যায়।সুখের সময়তো দুশমনও,গলায় গেন্ধা ফুলের🌹 মালা দিতে প্রস্তুত!!   ゚
07/09/2025

বিপদ খুব কাছে আসলে, কে আপন কে পর তা উপলব্ধি করা যায়।
সুখের সময়তো দুশমনও,গলায় গেন্ধা ফুলের🌹 মালা দিতে প্রস্তুত!! ゚

এতো সুন্দর লিখা পড়ে, সবার মন ভালো হয়ে যাবে 👍সূরা আরাফ শুরু করলাম। আরাফে একটা ইন্টারেস্টিং ফেক্ট পেলাম। ছোট বেলা থেকে শুন...
29/08/2025

এতো সুন্দর লিখা পড়ে, সবার মন ভালো হয়ে যাবে 👍

সূরা আরাফ শুরু করলাম। আরাফে একটা ইন্টারেস্টিং ফেক্ট পেলাম।

ছোট বেলা থেকে শুনে এসেছি যে আখিরাতের পরিণাম হলো বাইনারি, হয় জান্নাত নয় জাহান্নাম। অথচ এই সুরার মাধ্যমে আমাদের জানানো হলো যে, না! জান্নাত আর জাহান্নামের মাঝামাঝিও আরেকটা লোকেশন আছে, লোকেশনটার নাম আরাফ!

এই জায়গার নাম অনুসারেই এই সূরার নামকরন "আরাফ" হবে তাদের জন্য যারা এতটাও ভালো কাজ করেনি যে জান্নাতের টিকেট পেয়ে যাবে আবার এতটা ও খারাপ কাজ করেনি যে জাহান্নামে যেতে হবে।

এ যেন মিডেল ক্লাসদের চরণ ভূমি! এই আরাফবাশি সবসময়ই আশায় থাকবে যে তাদেরকে যেন কোন না কোন সময় জান্নাতে আপগ্রেড করা হয়।

এই আরাফ ছাড়াও হাশর আরেকটা ইম্পর্টেন্ট ফেক্ট আমাদের অনেকেরই অজানা আর সেটা হলো কান্তারা!

আমরা মনে করি কোনো রকমে পুলসিরাত পার হইতে পারলেই বাঁচি! কিন্তু এটা ভুল! পুলসিরাত পার হতে পারলেই জান্নাত নয়, পার হতে পারলে অপেক্ষা করবে মুমিনদের জন্য ফাইনাল পরীক্ষা।

হাশরের দিনে বিশ্বাসীদের বিচার হবে দুবার। এক বার হবে সিরাত পার হওয়ার পূর্বে, আরেক বার হবে সিরাত পার হওয়ার পরে।

জি ঠিকই শুনেছেন পূর্বের বিচার হবে "স্রষ্টার হক নষ্ট করার বিচার" আর পরের বিচার হবে "বান্দার হক নষ্ট করার বিচার" আর যে জায়গাটায় বিচারটি হবে সেই জায়গাটির নামই হলো "কান্তারা"।

আল-কান্তারাহ হলো সিরাতের পর আরেকটি ছোট সিরাত, বিশ্বাসীগন যখন জান্নাতে প্রবেশ করবে তারা এই কান্তারার উপর দিয়েই প্রবেশ করবে এবং স্রষ্টা এই কান্তারার উপরেই মুমিনদের মধ্যকার আন সেটেলড ইস্যুস গুলো রিসোলভ করবেন।

কল্পনা করুন, একজন ব্যক্তি আল-কান্তারাহ তে জান্নাতের দরজার অলমোস্ট দ্বারপ্রান্তে অথচ সে সেথায় ঢুকতে পারছে না, কারণ তার সব সৎকর্মগুলো যা নিয়ে সে বড়াই করতো সব শেষ। উল্টো তাকে জাহান্নামে টেনে নিয়ে হচ্ছে৷

সেই হতোভাগাকে আপনি তখন কী বলবেন? আমার রাসুল অবশ্য সেই হতভাগাকে ডিফাইন করেছেন "মুফলিস" হিসেবে "মুফলিস" অর্থ হলো দেউলিয়া বা ব্যাংকরপ্টড

রাসূল বলেছেন, “তোমরা কি জানো, কে আসল দেউলিয়া?”

সাহাবারা উত্তর দেন “যার কাছে অর্থ বা সম্পদ কিছুই নেই সে ইয়া রাসূলুল্লাহ?”

রাসূল বললেন “না, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিনে অনেক নামাজ, অনেক রোজা ও অনেক সদকা নিয়ে উপস্থিত হবে অথচ সে দেখতে পাবে যে, সে ঐ দিনে দেউলিয়া হয়ে গিয়েছে।

কারণ জীবদ্দশায় সে অন্যদের গালি দিয়ে বেড়াতো। অন্যদের অপবাদ দিয়ে বেড়াতো। অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াতো। অন্যের রক্তপাত ঘটিয়ে বেড়াতো এবং অন্যকে প্রহার করে বেড়াতো।

আজ তার সব সৎকর্মগুলো ভুক্তভোগীদেরকে ট্র্যান্সফার করে দিতে হচ্ছে শুধু তাই না যদি তার ভালো কাজগুলো ক্ষতিপূরণ গুলোকে কভার করতে না পারে
তাহলে তাদের পাপ গুলোও তার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।”

তাই বলছি আপনার যারা নামাজ রোজা সাদাকার পাশাপাশি আপনার মুখের স্পিচ দিয়ে অন্যদের কষ্ট দিয়ে বেড়াচ্ছেন কিংবা আমল দিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াচ্ছেন তাদের জন্য একটাই কথা
দেখা হবে বন্ধু, দেখা হবে কান্তারায়!

Copy : Samiul হুক

ইনশাআল্লাহ
06/08/2025

ইনশাআল্লাহ

Address

Halwan
Sharjah

Alerts

Be the first to know and let us send you an email when 3 Princess Mom's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 3 Princess Mom's World:

Share