08/10/2025
রাজধানীর আরেক ইউনিভার্সিটিতে রসূল অব। মা/ন। না! সারা দেশে কী শুরু হল এসব! আজকে UIU এর ঘটনা এটি। মোনসের আলী (ID- 0112230856) নামক জনৈক নাস্তিক প্রায়শই তার সহপাঠি মুনতাসিরের কাছে আল্লাহ তা'আলা, তাঁর কালাম এবং তাঁর হাবিব ﷺ কে নিয়ে জঘন্য ভাষায় কটুক্তি করতো। তার ব্রেইন ওয়াশ করে তাকেও নাস্তিক বানানোর চেষ্টা করতো। অতিষ্ঠ হয়ে একসময় মুনতাসির বাধ্য হয়ে ২ বারের আলোচনা রেকর্ড করে ফেলে যেখানে মোনসের আলী আল্লাহ তা'আলা, তাঁর কালাম এবং তাঁর হাবিব ﷺ এঁর শানে বেয়াদবিমূলক কথাবার্তা,মিথ্যাচার এবং কটুক্তি করে। শুধু এটাতেই সে ক্ষান্ত থাকেনি! রাত-দিন যেকোনো সময়,এমনকি রাত ১২ টার পরেও সে উচ্চস্বরে নাস্তিকদের ভিডিও প্লে করতো।