NDT News 24

NDT News 24 NDT news24 one of the sports news covering local news in uae u can get easily all cricket news

11/12/2025

রেকিং নিউজ
নির্বাচন তারিখ ঘোষণা
১২/২/২০২৬

11/12/2025
🇦🇪 সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের দুই দফা দাবি — রেমিট্যান্স বন্ধের সতর্কতাসংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী প্রবাসী বাংলা...
10/12/2025

🇦🇪 সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের দুই দফা দাবি — রেমিট্যান্স বন্ধের সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। দাবি আদায় না হলে তারা রেমিট্যান্স পাঠানো সাময়িকভাবে স্থগিত রাখার কঠোর সতর্কতাও দিয়েছেন।
📌 প্রবাসীদের দুই দফা দাবি
১️⃣ ভিসা ট্রান্সফার
কূটনৈতিক পর্যায়ে জরুরি উদ্যোগ নিয়ে বন্ধ থাকা ভিসা ট্রান্সফার দ্রুত স্বাভাবিক করতে হবে।
এটি চালু হলে হাজারো প্রবাসীর চাকরি, নিরাপত্তা ও ভবিষ্যৎ স্থিতিশীল হবে।
2. বিমান ভাড়া ন্যায্য করা
বিমান ভাড়ায় ন্যূনতম রেট নির্ধারণ করে অতিরিক্ত ভাড়া রোধ করতে হবে।
এতে কর্মজীবী প্রবাসীদের যাতায়াত ব্যয় কমে যাবে।
✊ প্রবাসীদের বক্তব্য
তাদের ভাষায়—
“ভিসা, বিমানের ভাড়া এবং রেমিট্যান্স—তিনটিই আমাদের জীবনের সঙ্গে জড়িত। দাবিগুলো বাস্তবায়ন হলে প্রবাসীদের ভোগান্তি অনেকটাই কমবে।”
#প্রবাসী #আমিরাত #বাংলাদেশি_প্রবাসী #ভিসা_ট্রান্সফার #বিমানভাড়া #রেমিট্যান্স
#

29/11/2025

28/11/2025

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়। তবে তার সেন্স আছে: মীর্জা আব্বাস

26/11/2025
এখন ঘরে বসেই রিচার্জ করুন মেট্রোরেল কার্ডরাজধানীতে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি পাসের অনলাইন রিচার্জ প্রক্রিয়া আনুষ...
25/11/2025

এখন ঘরে বসেই রিচার্জ করুন মেট্রোরেল কার্ড

রাজধানীতে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি পাসের অনলাইন রিচার্জ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ১১টায় আগারগাঁও মেট্রো স্টেশনে এ সেবার উদ্বোধন করা হয়। এর ফলে এখন থেকে ঘরে বসেই মেট্রো কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা।

অনলাইন রিচার্জে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহারের সুযোগ থাকছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তৈরি এই ব্যবস্থায় ব্যবহারকারীদের প্রথমে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর রিচার্জ অপশন থেকে র‌্যাপিড পাস বা এমআরটি পাস বেছে নিয়ে পেমেন্ট মাধ্যম নির্বাচন করতে হবে।পেমেন্ট সফল হলে স্টেশনে স্থাপন করা বিশেষ যন্ত্রে কার্ড স্পর্শ (ট্যাপ) করলেই রিচার্জ সম্পন্ন হবে। নীতিমালা অনুযায়ী, পেমেন্ট গেটওয়ে ব্যবহারে গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত ফি দিতে হবে। অনলাইনে রিচার্জ করা টাকা এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে এ ক্ষেত্রে ১০ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ ফেরত নিতে পারবেন, সেখানেও একই হারে ফি প্রযোজ্য হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। অনুষ্ঠানটির বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের ৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে চালু হয় এবং একই বছরের ২৯ ডিসেম্বর এটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

যেভাবে অনলাইনে রিচার্জ করা যাবে

অনলাইনে রিচার্জ করার জন্য প্রথমবার www.rapidpass.com.bd ওয়েবসাইট/অ্যাপ এ নিবন্ধন করতে হবে। অনলাইন রিচার্জের ক্ষেত্রে র‍্যাপিড পাস কার্ডটি ইতোমধ্যে নিবন্ধন করা না থাকলে নিবন্ধন করতে হবে এবং যেকোনো একটি পেমেন্ট মাধ্যম ব্যবহার করে অনলাইনে কার্ড রিচার্জ করা যাবে।

অনলাইনে রিচার্জ করার পর AVM-এ ট্যাপ করার আগ পর্যন্ত রিচার্জটি Pending/অপেক্ষমাণ দেখাবে। অনলাইন রিচার্জের পর কার্ডটি Add Value Machine (AVM) এ ট্যাপ করে রিচার্জকৃত ব্যালেন্স যুক্ত হয়েছে কিনা নিশ্চিত হতে হবে।

রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নাম্বারে একটি এসএমএস প্রদান করা হবে। একটি কার্ডে একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা (Store Value) পর্যন্ত রিচার্জ করা যাবে। এছাড়া একবারে শুধুমাত্র একটি পেন্ডিং অনলাইন রিচার্জ থাকতে পারবে; আগের রিচার্জ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন অনলাইন রিচার্জ করা যাবে না।

কার্ড যদি ব্ল‍্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ হয়, তাহলে রিচার্জ করা যাবে না। ব্যবহারকারী তার রিচার্জ হিস্ট্রি অ্যাপ্লিকেশন বা ওয়েবপোর্টালের মাধ্যমে দেখতে পারবেন।

Address

Sharjah
7214

Telephone

+971552937214

Website

Alerts

Be the first to know and let us send you an email when NDT News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NDT News 24:

Share

Category