Bijoy Gatha

Bijoy Gatha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bijoy Gatha, Social Media Agency, Villa 7; Road 6, UAE, Sharjah.

26/10/2025

রাজনীতি অচল, নির্বাচন অনিশ্চিত, আর সংবিধান চরম পরীক্ষায়।
তত্ত্বাবধায়ক সরকার, গণভোট, না কি রাজনৈতিক সংলাপ—
কোন পথেই-বা খুঁজে পাবে বাংলাদেশ তার গণতান্ত্রিক ভবিষ্যৎ?

🗓
⏰ রাত ৯টা (বাংলাদেশ সময়)
🎙 আলোচকবৃন্দ: সৈয়দ বদরুল আহসান চৌধুরী এবং তৈমুর ফারুখ তুষার

#বিজয়গাথা #গণভোট #তত্ত্বাবধায়কসরকার #বাংলাদেশ

🎙️ New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! 😍

বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক গভীর অনিশ্চয়তার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।একদিকে তত্ত্বাবধায়ক সরকার, গণভোট, সংলাপ—সবই যেমন আল...
25/10/2025

বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক গভীর অনিশ্চয়তার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
একদিকে তত্ত্বাবধায়ক সরকার, গণভোট, সংলাপ—সবই যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অন্যদিকে তেমন সংবিধান, নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে তৈরি হয়েছে এক জটিল বিতর্ক।

সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে বলেছেন—

“বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে না পারে, তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীলই থাকবে।”


আবার দেখা যাচ্ছে—স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামি এখন গণভোটের নামে “বিপ্লবী সরকার” গঠনের স্বপ্ন দেখছে।

প্রশ্ন উঠছে—
এই গণভোট কি গণতন্ত্রের উপায়, নাকি নতুন এক ষড়যন্ত্রের মুখোশ?
সংবিধান ভেঙে যে নির্বাচনের প্রস্তুতি চলছে, তা কি ভবিষ্যতে রাষ্ট্রের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করবে?
বিজয় গাথার এবারের পর্বে আমরা এসব সহ আরও নানা প্রশ্নের উত্তর খুঁজব—
“সংসদ নির্বাচন, গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার: কোন পথে দেশ?” শীর্ষক আলোচনায়।
আফসানা কিশোয়ারের সঞ্চালনায় এবারের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন --
সৈয়দ বদরুল আহসান

তৈমুর ফারুক তুষার।

অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে, ২৬ অক্টোবর রবিবার বাংলাদেশ সময় রাত ন'টায়।

https://www.youtube.com/live/DZD6imjOW-E?si=Bmgalw_0SzIbVhMi

19/10/2025

সংবিধান বাতিলের ষড়যন্ত্র, বিদেশি দাসেত্বর NDA, এবং জাতীয় সার্বভৌমত্বের অবমাননা—সব মিলিয়ে
বাংলাদেশ কি আবার বিক্রির পথে
আজেকর বিজয়গাথার আলোচনায় — ড. মাসুম বিল্লাহ ও আফসানা কিশোয়ার লোচন
১৯ অক্টোবর | বাংলাদেশ সময় রাত ৯টা
#বিজয়গাথা #সংবিধান #বাংলাদেশ

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

বাংলাদেশ—একটি জাতিরাষ্ট্র, যার ভিত্তি গড়ে উঠেছিল স্বাধীনতা, আত্মনির্ভরতা এবং জনগণের সার্বভৌম অধিকারের ওপর।কিন্তু আজ, সেই...
19/10/2025

বাংলাদেশ—একটি জাতিরাষ্ট্র, যার ভিত্তি গড়ে উঠেছিল স্বাধীনতা, আত্মনির্ভরতা এবং জনগণের সার্বভৌম অধিকারের ওপর।
কিন্তু আজ, সেই ভিত্তিটিই নড়ে উঠছে।

‘সংস্কার’ আর ‘নতুন সূচনা’র নামে চলছে এক ভয়ংকর রাজনৈতিক ষড়যন্ত্র—
যার লক্ষ্য সংবিধান বাতিল, মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা, এবং দেশের ভবিষ্যৎকে ৩০ বছরের জন্য বিদেশি নিয়ন্ত্রণে সঁপে দেওয়া।

জুলাই আন্দোলন থেকে শুরু করে “৭১ রিসেট বাটন”,
মুক্তিযোদ্ধাদের উপর হামলা,দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ড, NDA চুক্তি
সবকিছুই যেন এক “মেটিকিউলাস ডিজাইন”, একে একে ভেঙে ফেলা হচ্ছে জাতির অস্তিত্বের স্তম্ভগুলো।
সচেতন নাগরিকমাত্রই আজ প্রশ্ন তুলছে-
আমরা কি আবার গোলামির পথে ফিরে যাচ্ছি?
সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় জাতির করণীয় কী?
বিজয় গাথা'র এবারের আলোচনায় আমরা এ বিষয়ে কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.মাসুম বিল্লাহর সঙ্গে।
সঞ্চালনায় থাকছেন লেখক,এক্টিভিস্ট আফসানা কিশোয়ার।
অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে যুক্ত হন আমাদের ফেইসবুক পেইজ অথবা ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ সময় আজ রাত ন'টায়। 🙏

সংবিধান বাতিলের ষড়যন্ত্র,  বিদেশি দাসেত্বর NDA, এবং জাতীয় সার্বভৌমত্বের অবমাননা—সব মিলিয়ে বাংলাদেশ কি আবার বিক্রির পথে...
19/10/2025

সংবিধান বাতিলের ষড়যন্ত্র, বিদেশি দাসেত্বর NDA, এবং জাতীয় সার্বভৌমত্বের অবমাননা—সব মিলিয়ে
বাংলাদেশ কি আবার বিক্রির পথে
আজেকর বিজয়গাথার আলোচনায় — ড. মাসুম বিল্লাহ ও আফসানা কিশোয়ার লোচন
১৯ অক্টোবর | বাংলাদেশ সময় রাত ৯টা
#বিজয়গাথা #সংবিধান #বাংলাদেশ

12/10/2025

বহু মাস ধরে বাংলাদেশে চলা রাজনৈতিক টানাপোড়েনে এখন যুক্ত হয়েছে নতুন আলোচনা বর্তমান অবৈধ ইউনূস সরকারের অংশীদারদের সেইফ এক্সিট নিয়ে। এ আলোচনা কি শুধু একধরনের সময় ক্ষেপণ?জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে রাখার উপলক্ষ? না কি দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে একদম শেষ করে দেয়ার চূড়ান্ত ষড়যন্ত্র? এ নিয়ে আমাদের আজকের আলোচনা বিজয় গাথায়।

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় বহুল চর্চিত হচ্ছে — “সেফ এক্সিট”। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, জনঅসন্ত...
12/10/2025

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় বহুল চর্চিত হচ্ছে — “সেফ এক্সিট”। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, জনঅসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিষয়টি যেন হঠাৎই গুরুত্ব পেয়েছে। প্রশ্ন উঠছে, জুলাই ষড়যন্ত্রের কুশীলবরা — যারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে, ন্যায়বিচারকে উপেক্ষা করেছে, জনগণের আস্থা হারিয়েছে — তারা কি এখন একটি “সেইফ এক্সিট” খুঁজছে?

সরকারের একজন হেভি-ওয়েট উপদেষ্টা যদিও বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। ইতিহাস সাক্ষী—অপরাধীরা যদি কৃতকর্মের জন্য শাস্তির মুখোমুখি না হয়, তাহলে অন্যায় আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। এই সংস্কৃতি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের রাজনীতির জন্যও এক ভয়াবহ নজির হয়ে দাঁড়াবে।

আমাদের এ সপ্তাহের আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলব।
আমাদের এবারের অতিথি —
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন,

বীর মুক্তিযোদ্ধা, প্রফেসর ওমর সেলিম শের।

সঞ্চালনায় থাকছেন —
লেখক ও একটিভিস্ট আফসানা কিশোয়ার।

প্রচারিত হবে আজ রোববার, বাংলাদেশ সময় রাত ৯টায়।
অনুষ্ঠানটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

05/10/2025

বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত ছিল। ধারাবাহিক প্রবৃদ্ধি, রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ দেশকে মধ্যম আয়ের পথে এগিয়ে নিয়েছিল।
কিন্তু সেই গল্প এখন থমকে গেছে।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বহুমুখী অর্থনৈতিক সংকটের মুখোমুখি।
ডলার সংকট, বৈদেশিক ঋণের চাপ, রিজার্ভ কমে যাওয়া,খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠছে দিন দিন।
এর সঙ্গে যোগ হয়েছে নতুন সংকট—
কর্মসংস্থান কমছে, বেকারত্ব বাড়ছে,
প্রায় প্রতিদিনই আমরা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার খবর শুনছি।
শেয়ার বাজার থেকে শুরু করে ব্যাংকিং খাত পর্যন্ত সর্বত্র অনিশ্চয়তা ও অস্থিরতা বিরাজ করছে।
আমদানি সংকোচন ও শিল্প মন্দা অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, একসময় যে অর্থনীতি ১১টি বড় আঘাত সামলাতে পারত,
এখন তার ক্ষমতা নেমে এসেছে মাত্র ৬টিতে।
অবস্থা পাকিস্তান বা গ্রিসের মতো সংকটাপন্ন দেশের সমান।
শক-এডভান্স রেশিও ইতিমধ্যেই বিপজ্জনক সীমা ছুঁয়ে ফেলেছে।
স্বভাবতই প্রশ্ন জাগে যে -
আমরা কি আরেকটি বড় আঘাতের সামনে দাঁড়িয়ে আছি?
এই সংকটের দায় নীতিগত ভুলের, নাকি বৈশ্বিক পরিস্থিতির?
আর ভবিষ্যতের বিপর্যয় ঠেকাতে এখনই কি সাহসী সিদ্ধান্ত নেওয়া জরুরি নয়?
বিজয়গাথার এবারের আলোচনায় আমরা খুঁজব
কোথায় ভেঙে পড়ছে অর্থনীতির ভিত,
এবং সেখান থেকে উত্তরণের পথ কোথায়।
আমাদের এবারের অতিথি -
বীর মুক্তিযোদ্ধা ড.নুরুন নবী

অর্থনীতিবিদ ও গবেষক ড.মামুনুর রশীদ।
লেখক ও একটিভিস্ট আফসানা কিশোয়ারের
সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ৫ অক্টোবর
রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।আমাদের সঙ্গে থাকুন।

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত ছিল। ধারাবাহিক প্রবৃদ্ধি, রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ দেশকে...
04/10/2025

বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত ছিল। ধারাবাহিক প্রবৃদ্ধি, রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ দেশকে মধ্যম আয়ের পথে এগিয়ে নিয়েছিল।
কিন্তু সেই গল্প এখন থমকে গেছে।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বহুমুখী অর্থনৈতিক সংকটের মুখোমুখি।

ডলার সংকট, বৈদেশিক ঋণের চাপ, রিজার্ভ কমে যাওয়া,খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠছে দিন দিন।

এর সঙ্গে যোগ হয়েছে নতুন সংকট—
কর্মসংস্থান কমছে, বেকারত্ব বাড়ছে,
প্রায় প্রতিদিনই আমরা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার খবর শুনছি।
শেয়ার বাজার থেকে শুরু করে ব্যাংকিং খাত পর্যন্ত সর্বত্র অনিশ্চয়তা ও অস্থিরতা বিরাজ করছে।
আমদানি সংকোচন ও শিল্প মন্দা অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, একসময় যে অর্থনীতি ১১টি বড় আঘাত সামলাতে পারত,
এখন তার ক্ষমতা নেমে এসেছে মাত্র ৬টিতে।
অবস্থা পাকিস্তান বা গ্রিসের মতো সংকটাপন্ন দেশের সমান।
শক-এডভান্স রেশিও ইতিমধ্যেই বিপজ্জনক সীমা ছুঁয়ে ফেলেছে।

স্বভাবতই প্রশ্ন জাগে যে -
আমরা কি আরেকটি বড় আঘাতের সামনে দাঁড়িয়ে আছি?
এই সংকটের দায় নীতিগত ভুলের, নাকি বৈশ্বিক পরিস্থিতির?
আর ভবিষ্যতের বিপর্যয় ঠেকাতে এখনই কি সাহসী সিদ্ধান্ত নেওয়া জরুরি নয়?

বিজয়গাথার এবারের আলোচনায় আমরা খুঁজব
কোথায় ভেঙে পড়ছে অর্থনীতির ভিত,
এবং সেখান থেকে উত্তরণের পথ কোথায়।
আমাদের এবারের অতিথি -

বীর মুক্তিযোদ্ধা ড.নুরুন নবী

অর্থনীতিবিদ ও গবেষক ড.মামুনুর রশীদ।

লেখক ও একটিভিস্ট আফসানা কিশোয়ারের
সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ৫ অক্টোবর
রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।আমাদের সঙ্গে থাকুন।

শুভ জন্মদিন, কোটি জনতার আশার বাতিঘর জননেত্রী শেখ হাসিনা।আপনি সুস্থ থাকুন,দীর্ঘায়ু হন। আমরা আপনার স্বদেশ প্রত্যাবর্তনের ...
28/09/2025

শুভ জন্মদিন, কোটি জনতার আশার বাতিঘর জননেত্রী শেখ হাসিনা।
আপনি সুস্থ থাকুন,দীর্ঘায়ু হন।
আমরা আপনার স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায়।
#শেখহাসিনা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়১৩ মাস পেরিয়ে গেলেও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই ...
27/09/2025

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়১৩ মাস পেরিয়ে গেলেও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই ভঙ্গুর হয়ে পড়েছে।
বর্তমানে বাংলাদেশে ভিন্নমত দমন, বিচারহীনতা এবং নাগরিক অধিকার হরণের ঘটনা প্রতিদিনের সংবাদ হয়ে উঠেছে। রাজনৈতিক বিরোধীদের নির্বিচারে গ্রেপ্তার, দীর্ঘদিন ধরে বিচার ছাড়া আটক রেখে কারাগারে বন্দি রাখা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে কঠোর দমননীতি—এসব ঘটনায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশ-বিদেশে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। নাগরিকদের ন্যায়বিচার পাওয়ার অধিকার কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বাধীন মতপ্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সংকুচিত হওয়ায় প্রশ্ন উঠেছে—বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা ও মানবাধিকার আজ কোন অবস্থায় দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে ইউনূস সরকারের সময়ের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করা জরুরি হয়ে উঠেছে।বিজয় গাথার এবারের সাপ্তাহিক আয়োজনে আমরা এ বিষয়ে কথা বলব। আমাদের এবারের অতিথি -
ড.নওরীন তামান্না
শিক্ষক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক
এবং
ব্যারিস্টার তাপস কান্তি বল
আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী।
সঞ্চালনায় থাকছেন -
লেখক, এক্টিভিস্ট আফসানা কিশোয়ার।
অনুষ্ঠানটির প্রচারিত হবে ২৮ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।
#মানবাধিকার
#অন্তর্বর্তীসরকার
#বিচারহীনতা

Address

Villa 7; Road 6, UAE
Sharjah
1276

Alerts

Be the first to know and let us send you an email when Bijoy Gatha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijoy Gatha:

Share