12/10/2025
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় বহুল চর্চিত হচ্ছে — “সেফ এক্সিট”। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, জনঅসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিষয়টি যেন হঠাৎই গুরুত্ব পেয়েছে। প্রশ্ন উঠছে, জুলাই ষড়যন্ত্রের কুশীলবরা — যারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে, ন্যায়বিচারকে উপেক্ষা করেছে, জনগণের আস্থা হারিয়েছে — তারা কি এখন একটি “সেইফ এক্সিট” খুঁজছে?
সরকারের একজন হেভি-ওয়েট উপদেষ্টা যদিও বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। ইতিহাস সাক্ষী—অপরাধীরা যদি কৃতকর্মের জন্য শাস্তির মুখোমুখি না হয়, তাহলে অন্যায় আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। এই সংস্কৃতি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের রাজনীতির জন্যও এক ভয়াবহ নজির হয়ে দাঁড়াবে।
আমাদের এ সপ্তাহের আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলব।
আমাদের এবারের অতিথি —
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন,
ও
বীর মুক্তিযোদ্ধা, প্রফেসর ওমর সেলিম শের।
সঞ্চালনায় থাকছেন —
লেখক ও একটিভিস্ট আফসানা কিশোয়ার।
প্রচারিত হবে আজ রোববার, বাংলাদেশ সময় রাত ৯টায়।
অনুষ্ঠানটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।