26/07/2025
বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বিপর্যয় ও গণমানবাধিকার লঙ্ঘনের এক সংকটময় সময় অতিক্রম করছে। গোপালগঞ্জে সেনা-পুলিশের সহিংস দমন, এনসিপির পালিয়ে যাওয়া, মাইলস্টোন দুর্ঘটনার প্রশ্নবিদ্ধ ব্যাখ্যা—সব মিলিয়ে রাষ্ট্র ও শাসকগোষ্ঠীর প্রতি সাধারণ মানুষের আস্থা ভেঙে পড়েছে।
সার্বিক বিবেচনায় আমরা দেখতে পাই যে ইউনুস সরকার "গণতন্ত্রের মুখোশে দমননীতি" গ্রহণ করেছে।
গোপালগঞ্জে একটি অনিবন্ধিত দলের ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় সেনা ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালায় নিরস্ত্র জনতার ওপর। সেখানে ১৪৪ ধারা জারি করে অবরুদ্ধ করা হয় গোটা অঞ্চল , চালানো হয় ধরপাকড় ও অবর্ণনীয় নির্যাতন।
গোপালগঞ্জের সহিংসতার প্রকৃত সত্য আড়াল করা হয়েছে জাতির কাছে। আমরা দেখতে পাই যে,বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের সাথে মোট নিহতের সরকারি হিসাবের কোনো মিল নেই।
অন্যদিকে, ঢাকাস্থ মাইলস্টোন স্কুলে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহত হয়েছে বহু শিশু, শিক্ষক ও অভিভাবক।এখানেও এখন পর্যন্ত নিহতের তালিকার সঠিক উপস্থাপন করেনি সরকার।
স্বভাবতই প্রশ্ন উঠেছে, নিহতের প্রকৃত সংখ্যা কেন গোপন রাখা হলো?
জনমনে আরও প্রশ্ন উঠেছে এটা কি নিছক দুর্ঘটনা, নাকি গোপালগঞ্জের গণহত্যা থেকে জনতার দৃষ্টি সরাতে এটি একটি পরিকল্পিত নাটক ছিল ?
এই দুটি ঘটনা কি আসলেই বিচ্ছিন্ন?
নাকি এই দু'য়ের মাঝে কোন যোগসূত্র রয়েছে?
“গোপালগঞ্জ থেকে মাইলস্টোন: ইউনূস সরকারের বর্বরতা”— শীর্ষক বিজয় গাথার এই বিশেষ পর্বের আলোচনায় আমরা এগুলো তুলে ধরব , বিশ্লেষণ করব , আর বোঝার চেষ্টা করব কাদের মদদে এত কিছু ঘটছে , আর বাংলাদেশের ভবিষ্যৎই বা কি?
আমাদের এবারের আলোচনার অতিথি -
খালিদ মাহমুদ চৌধুরী
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এবং
সাংবাদিক তৈমুর ফারুক তুষার।
সঞ্চালনায় থাকছেন -
লেখক ও অ্যাক্টিভিস্ট আফসানা কিশোয়ার।
অনুষ্ঠানটি আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় বিজয় গাথার facebook পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
#গোপালগঞ্জ
#মাইলস্টোন_স্কুল
#ইউনুসসরকারেরবর্বরতা