Aaraz Dubai Life

Aaraz Dubai Life This is me and my story..

অর্ডার করার নিয়মাবলিঃ
1. ঢাকায় Cash On Delivery কিন্তু ২০০০+ এ বিকাশ Advance payment 50% with charge.
2. ঢাকার বাইরে বিকাশ Full Advance payment for any amount.
3. বিকাশ এর চার্জ প্রযোজ্য।
4. বিকাশ করে বিকাশ নাম্বার ইনবক্স করতে হবে।
6. অর্ডার বাতিল এর ক্ষেত্রে অর্ডার করার ২ দিনের মধ্যে ইনফরম করতে হবে।
7. আমাদের বিকাশ নম্বর - 01717475330
8. অবশ্যই সকল অর্ডার লিস্ট পেজ এ ইনবক্স করতে হবে
9. ঢাকায় ডেলি

ভারি চার্জ ৬০ - ৮০ টাকা, ঢাকার বাইরে ১০০ - ১২০ টাকা
10. কারো কিছু জানার থাকলে ছবির এর নিচে কমেন্ট করবেন। এতে আপনার ও বাকি সবার ও সাহায্য হবে। শুধুমাত্র ফাইনাল অর্ডার ইনবক্স করেবেন with address & cell no.
11. পার্সেল পেয়ে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন।
12. আমাদের সাথে যোগাযোগ করার জন্য - 01517108055

Here is our group link: https://www.facebook.com/groups/aarazhomelyfood/
বিঃ দ্রঃ যারা অর্ডার করবেন পিন পোস্ট দেখে নিবেন ভাল করে।
কারো কোনো সমস্যা থাকলে অর্ডার করবেন না দয়া করে। অযথা এই বিষয়ে কথা বলে সময় নস্ট করবেন না আশা করি।

ধন্যবাদান্তে,
Aaraz Homely Food Team

আল্লাহ 'হও' বললেই হয়ে যায়। তবুও তিনি পৃথিবী সৃষ্টি করতে ছয়দিন সময় নিয়েছেন। মাতৃগর্ভে ভ্রুণ সৃষ্টির পর পরই মানব শরীরের আক...
06/11/2025

আল্লাহ 'হও' বললেই হয়ে যায়। তবুও তিনি পৃথিবী সৃষ্টি করতে ছয়দিন সময় নিয়েছেন। মাতৃগর্ভে ভ্রুণ সৃষ্টির পর পরই মানব শরীরের আকৃতি দেওয়া তাঁর জন্য কোনো ব্যাপারই না৷ তবুও তিনি দশমাস ধরে ভ্রুণকে ধীরে ধীরে মাতৃগর্ভে বড় করে তুলেছেন। এটাই তাঁর হিকামাহ্!

ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, আকাশের তারা তাঁকে সিজদাহ্ করছে। ওই ১১টা তারা তাঁর ভাইদের প্রতীক ছিলো। আল্লাহ চাইলে পারতেন,ওই মূহুর্তে ইউসুফ আলাইহিস সালামকে তাঁর ভাইদের দ্বারা সিজদাহ্ করাতে। কিন্তু তিনি তা করেননি। এই স্বপ্ন বাস্তবায়নের আগে ইউসুফ নবীকে কুয়াতে নিক্ষিপ্ত হতে হয়েছে। কারাগারে জীবন কাটাতে হয়েছে। দিতে হয়েছে অনেক কঠিন পরীক্ষা। এতসব পরীক্ষার মধ্যে দিয়েই রব্ব তাঁকে সম্মানিত করেছিলেন এবং প্রায় ৪০ বছর পর স্বপ্ন বাস্তব হয়েছিলো।

ফেরাউন যখন সীমালঙ্ঘন করে নিজেকে খোদা দাবি করা শুরু করেছিলো,আল্লাহ চাইলে তখনই তাকে ধসিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে বড় করে দীর্ঘ সময় পর ফেরাউনকে ধ্বংস করেছেন।

আবার মুসা নবী যখন মাদইয়ানে পৌঁছেছিলেন,তখন তিনি অসহায় হয়ে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করছিলেন। আল্লাহ তাৎক্ষণিক দুআতে সাড়া দিয়ে তাঁকে বাসস্থান, কর্ম ও স্ত্রী দিয়েছিলেন।

আসলে আল্লাহর একটা নিজস্ব টাইমিং আছে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা জানেন,ঠিক কোন সময়ে,কিভাবে কি দিলে তা তাঁর বান্দার জন্য উপকারী হবে। আমরা যখন দুআ করি,আল্লাহ তা কবুল করেন। কখনো এর ফল আমরা তখনই দেখতে পাই৷ কখনো বা রব্ব আমাদের অপেক্ষা করান। কখনো হয়তো রব্ব আমাদের এরচেয়ে উত্তম কিছু দিয়ে সন্তুষ্ট করে দেন।

আল্লাহ দেন৷ আগে হোক আর পরে হোক,আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেনই৷
আপনি যদি দুআ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন,তবে জেনে রাখবেন,আপনার দুআ ইতোমধ্যেই কবুল হয়ে গেছে। সবরের সাথে দুআ চালিয়ে যান। সঠিক সময়ের অপেক্ষা করুন।

আল্লাহ আপনাকে অতিশীঘ্রই সন্তুষ্ট করে দিবেন সেভাবে,যেভাবে পিতা ইয়াকুব(আ:) ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ বছর পর পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন।

#দুআটিপস

তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখতে চাও? তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দি...
12/10/2025

তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখতে চাও? তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে ইনশাআল্লাহ।
একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন। আমি তাঁকে জীবনে মাত্র একবারই দেখেছিলাম, কিন্তু তাঁর এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল।
আমি একদিন বিদেশের এক মাসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। মাসজিদটি প্রায় খালি ছিলো, শুধু আমি আর এক তাজিক (তাজিকিস্তানের) লোক ছিলাম। লোকটির চেহারা ছিল সাধারণ, কিন্তু তাঁর মুখে এক ধরনের অদ্ভুত নূর (আলোকোজ্জ্বলতা) ছিলো।
আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম। নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন: তোমাকে একটা উপদেশ দিবো, এটি পালন করো।
আমি বললাম, বলুন।
তিনি বললেন: তুমি প্রতিদিন ১০০০ বার নবিজীর প্রতি দুরুদ পাঠ করো। এটি পাঁচ ওয়াক্ত নামাজে ভাগ করে নিতে পারো। তুমি অবাক হবে যে কীভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে।
তিনি আরও বললেন: দেখো, তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না, কোনো ঋণ তোমাকে কষ্ট দেবে না, আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে। নবীজি ﷺ তোমাকে কিয়ামাতের দিনে চিনে ফেলবেন। কারণ, তোমার দুরুদ তাঁর কাছে পৌঁছাবে। চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন: তুমি তাঁকে স্বপ্নে দেখবে, কখনো তোমাকে শান্তনা দিতে, আবার কখনো সতর্ক করতে।
আমি সত্যিই সেই উপদেশ মানতে শুরু করলাম। প্রথম তিন বছর কিছুই দেখিনি। তবে আমার জীবন বদলে গেলো, সব কাজ সহজ হয়ে গেলো, আল্লাহর রহমাত ও নিরাপত্তা পেয়ে গেলাম।
এরপর ধীরে ধীরে নবীজি ﷺ কে স্বপ্নে দেখতে শুরু করলাম। প্রতিটি স্বপ্নে ছিলো বিশেষ বার্তা, হয়তো কোনো গুনাহ থেকে সাবধান করা অথবা কোনো ভালো খবর দেয়া।
আল্লাহর কসম! আমি যাকেই এই উপদেশ দিয়েছি, সবাইই নবীজি ﷺ কে স্বপ্নে দেখেছেন। কখনো সুসংবাদ নিয়ে, কখনো সতর্কবার্তা নিয়ে।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে কেউ প্রতিদিন ১০০০ বার দুরুদ শরীফ পড়বে, সে নিশ্চয়ই নবীজি ﷺ কে স্বপ্নে দেখবে ইনশাআল্লাহ।
© শাইখ আহমাদ যায়দান (হাফিজাহুল্লাহ), মিশর।

মদীনায় আনসার সাহাবাদের মাঝে সবচেয়ে ধনী ছিলেন হযরত আবু তালহা আনসারী রাযি.। তাঁর অনেকগুলো খেজুর বাগান ছিল। এর মধ্যে সবচে...
26/09/2025

মদীনায় আনসার সাহাবাদের মাঝে সবচেয়ে ধনী ছিলেন হযরত আবু তালহা আনসারী রাযি.। তাঁর অনেকগুলো খেজুর বাগান ছিল। এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং প্রিয় বাগান ছিল মসজিদে নববীর সামনের “বায়রুহা” নামক বাগনটি।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সেখানে যেতেন, তার বাগানের ছায়ায় বসতেন এবং সেই বাগানের কূপ থেকে স্বচ্ছ ঠাণ্ডা সুমিষ্ট পানি পান করতেন।

যখন কুরআনের এই আয়াত অবতীর্ণ হলো:

لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیۡمٌ

তোমরা কখনও সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে, যা তোমরা ভালবাস। আর যা কিছু তোমরা ব্যয় করবে, তবে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবগত আছেন। (সুরা আলে ইমরান: ৯২)

এই আয়াত শুনে হযরত আবু তালহা (রাযি.)- খুব অভিভূত হলেন। তিনি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের - কাছে এসে বললেন—
“হে আল্লাহর রাসুল! আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো বায়রুহা নামক বাগান। আমি সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে চাই। আশা করি আল্লাহ এর মাধ্যমে আমাকে উত্তম প্রতিদান দেবেন।”

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন— হে আবু তালহা!
“নিশ্চয়ই এটি লাভজনক সম্পদ। তবে আমার পরামর্শ হলো, তুমি এটিকে তোমার আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন করে দাও।”

আবু তালহা (রাযিয়াল্লাহু.) কোনো দ্বিধা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে নিলেন এবং তাঁর প্রিয় বাগান তার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিলেন।

🌿রাযিয়াল্লাহু আনহু 💚

—📌বি:দ্র: বর্তমানে কূপের স্থানটি মসজিদে নববীর ভেতরে মহিলাদের নামাজের অংশে পড়ে গেছে। অর্থাৎ, যারা এখন মসজিদে নববীতে যান, তারা পুরুষদের জায়গা থেকে সরাসরি এই কূপের চিহ্ন দেখতে পান না। মহিলাদের নামাজের জায়গার ভেতরে হওয়ায় সাধারণত মহিলারাই এই স্থানটি কাছ থেকে দেখতে পারেন। কূপটি মসজিদে নববীর ভেতরে, কিং ফাহাদ গেইট (Gate No. 21 ও 22 এর মাঝামাঝি) দিয়ে প্রবেশ করলে বাম পাশে, কার্পেটের নিচে অবস্থিত। কূপের আসল মুখ এখন বন্ধ, তবে শুধুমাত্র কূপের অবস্থান চিহ্নিত করে তিনটি মার্বেলের বৃত্তাকার নকশা করে রাখা হয়েছে,সাফাই করার সময় কার্পেট উঠানো হলেই দেখার সুযোগ হয়।

সংগ্রহীত।

My kinda comfort food is here... Alhamdulillah ❤️
13/09/2025

My kinda comfort food is here... Alhamdulillah ❤️

এক রিসাইক্লিং গ্রুপে একজন এই কনট্যুর প্যালেট সেল করতাছে।করতেই পারে,  ইস্যু সেটা না।বাট এই পোস্টের কমেন্ট বক্স দেখলে আপনি...
05/09/2025

এক রিসাইক্লিং গ্রুপে একজন এই কনট্যুর প্যালেট সেল করতাছে।
করতেই পারে, ইস্যু সেটা না।

বাট এই পোস্টের কমেন্ট বক্স দেখলে আপনি হাসতে হাসতে চেয়ার থেকে উল্টি খেয়ে পরে যাবেন 😝।

কিছু কমেন্টের নমুনা-

: এই জিনিস ৩০ টাকায় বিক্রি না কইরা ফকিরকে দিয়ে দেন।

: ফকির কনট্যুর প্যালেট দিয়া কি করবো? সে কি মেকাপ করে ভিক্ষা করবে?

: ৩০ টাকার প্রোডাক্ট এর সাথে ৭০ টাকা ডেলিভারি চার্জ সহ ১০০ টাকা বিকাশ করতেছি। তবু প্লিজ এটা আপনি আর পোস্ট কইরেন না। অলরেডি ২বার করছেন 😝

: I think it was a soil plant 🤣🤣

: আপনার বাসার আশেপাশে ডাস্টবিন নাই 🤦‍♀️

: নির্ঘাত এইটা আপুর এক্সের গিফট

: মাসের শেষ হলে টাকার জন্য এমন অনেক কিছুই করার কথা মাথায় ঘুরে.. আপনাকে দেখে সাহস পেলাম 🤪🤪

ভাই, কমেন্ট এখনো চলতাছে। আমি হাসতে হাসতে শেষ।

এবং তখন বুঝলাম- Bangladesh is not for beginners 😬😬😬

Address

Sharjah

Alerts

Be the first to know and let us send you an email when Aaraz Dubai Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aaraz Dubai Life:

Share

Our Story

Aaraz Homely food এ আপনাদের স্বাগতম :)

🌹খাবারের ব্যাপারে কিছু কথা :: আমাদের খাবারটা সম্পূর্ণ HOMEMADE.. কোন আর্টিফিশিয়াল ফ্লেভার/প্রিজারভেটিভ ব্যবহার করা হয়না... এজন্যই প্রতিবার সেইম ঘ্রাণ/কালার পাবেন না... পেইজে পিনড পোস্টে স্পষ্ট লিখা আছে, এটা HOMEMADE FOOD, বাড়ির তৈরি খাবারে দয়া করে বাজারের মত টেস্ট খুঁজবেন না... এছাড়া সব খাবার আমি নিজে বানাই... প্রোডাক্ট বানানো, পেইজ মেন্টেইনেন্স আমি একা করি... আমি আমার পক্ষ থেকে ১০০% সচেতন থেকে বানাই... ৯০% প্রসেসিং হাতে/ঘরোয়াভাবে করা হয়...(১০০% হাইজিন মেন্টেইন করার চেষ্টা করা হয়) মেশিন মেড না... আর কোন খাবার আগে থেকে বানিয়ে স্টক রাখা হয়না... প্রতিদিন বানানো হয় আপনাদের অর্ডার ব্যাসিসে... তাই হোমমেড খাবারে কিন্তু হোমমেড ভাবটাই থাকবে।

🌹 পেইজ অপারেশন : যেন কোন গ্রাহকের অযত্ন না হয় তাই আমি একা এই পেইজ অপারেট করি। এজন্য অনেকক্ষেত্রে আমি ব্যস্ত থাকলে আপনাদের ম্যাসেজের রিপ্লাই দিতে সময় লাগে, তবে প্রতিদিনের ম্যাসেজের রিপ্লাই প্রতিদিন দেয়া হয় ম্যাসেজ করার সর্বোচ্চ ৩/৪ ঘন্টার মধ্যেই, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন 📷:-)

🌹 অর্ডার এর নিয়মাবলী ও অর্ডার ডেলিভারি :: আপনাদের অর্ডার কনফার্মেশন এর পর আমি প্রোডাক্ট ফ্রেশ বানাই, এরপর পাঠাই... স্টক রাখিনা.... এটা আপনাদের জন্যই ভাল যে ফ্রেশ খাবার পাচ্ছেন। তাই দয়া করে খাবার ৪/৫ দিনের খাবার হাতে থাকতে অর্ডার করুন। কোন প্রোডাক্ট অর্ডার করতে চাইলে কোন প্রোডাক্ট কি পরিমাণ নিবেন, ডিটেল এড্রেস আর মোবাইল নাম্বার সহ আমাকে পেইজে ইনবক্স করুন অথবা কল করুন 01934498481 এ নাম্বারে। যদি জানতে চান কি কি প্রোডাক্ট আছে দয়া করে পেইজ ম্যাসেজ করুন আমি প্রোডাক্ট লিস্ট দিবো।