06/11/2025
আল্লাহ 'হও' বললেই হয়ে যায়। তবুও তিনি পৃথিবী সৃষ্টি করতে ছয়দিন সময় নিয়েছেন। মাতৃগর্ভে ভ্রুণ সৃষ্টির পর পরই মানব শরীরের আকৃতি দেওয়া তাঁর জন্য কোনো ব্যাপারই না৷ তবুও তিনি দশমাস ধরে ভ্রুণকে ধীরে ধীরে মাতৃগর্ভে বড় করে তুলেছেন। এটাই তাঁর হিকামাহ্!
ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, আকাশের তারা তাঁকে সিজদাহ্ করছে। ওই ১১টা তারা তাঁর ভাইদের প্রতীক ছিলো। আল্লাহ চাইলে পারতেন,ওই মূহুর্তে ইউসুফ আলাইহিস সালামকে তাঁর ভাইদের দ্বারা সিজদাহ্ করাতে। কিন্তু তিনি তা করেননি। এই স্বপ্ন বাস্তবায়নের আগে ইউসুফ নবীকে কুয়াতে নিক্ষিপ্ত হতে হয়েছে। কারাগারে জীবন কাটাতে হয়েছে। দিতে হয়েছে অনেক কঠিন পরীক্ষা। এতসব পরীক্ষার মধ্যে দিয়েই রব্ব তাঁকে সম্মানিত করেছিলেন এবং প্রায় ৪০ বছর পর স্বপ্ন বাস্তব হয়েছিলো।
ফেরাউন যখন সীমালঙ্ঘন করে নিজেকে খোদা দাবি করা শুরু করেছিলো,আল্লাহ চাইলে তখনই তাকে ধসিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে বড় করে দীর্ঘ সময় পর ফেরাউনকে ধ্বংস করেছেন।
আবার মুসা নবী যখন মাদইয়ানে পৌঁছেছিলেন,তখন তিনি অসহায় হয়ে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করছিলেন। আল্লাহ তাৎক্ষণিক দুআতে সাড়া দিয়ে তাঁকে বাসস্থান, কর্ম ও স্ত্রী দিয়েছিলেন।
আসলে আল্লাহর একটা নিজস্ব টাইমিং আছে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা জানেন,ঠিক কোন সময়ে,কিভাবে কি দিলে তা তাঁর বান্দার জন্য উপকারী হবে। আমরা যখন দুআ করি,আল্লাহ তা কবুল করেন। কখনো এর ফল আমরা তখনই দেখতে পাই৷ কখনো বা রব্ব আমাদের অপেক্ষা করান। কখনো হয়তো রব্ব আমাদের এরচেয়ে উত্তম কিছু দিয়ে সন্তুষ্ট করে দেন।
আল্লাহ দেন৷ আগে হোক আর পরে হোক,আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেনই৷
আপনি যদি দুআ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন,তবে জেনে রাখবেন,আপনার দুআ ইতোমধ্যেই কবুল হয়ে গেছে। সবরের সাথে দুআ চালিয়ে যান। সঠিক সময়ের অপেক্ষা করুন।
আল্লাহ আপনাকে অতিশীঘ্রই সন্তুষ্ট করে দিবেন সেভাবে,যেভাবে পিতা ইয়াকুব(আ:) ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ বছর পর পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন।
#দুআটিপস