
26/09/2025
মদীনায় আনসার সাহাবাদের মাঝে সবচেয়ে ধনী ছিলেন হযরত আবু তালহা আনসারী রাযি.। তাঁর অনেকগুলো খেজুর বাগান ছিল। এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং প্রিয় বাগান ছিল মসজিদে নববীর সামনের “বায়রুহা” নামক বাগনটি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সেখানে যেতেন, তার বাগানের ছায়ায় বসতেন এবং সেই বাগানের কূপ থেকে স্বচ্ছ ঠাণ্ডা সুমিষ্ট পানি পান করতেন।
যখন কুরআনের এই আয়াত অবতীর্ণ হলো:
لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیۡمٌ
তোমরা কখনও সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে, যা তোমরা ভালবাস। আর যা কিছু তোমরা ব্যয় করবে, তবে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবগত আছেন। (সুরা আলে ইমরান: ৯২)
এই আয়াত শুনে হযরত আবু তালহা (রাযি.)- খুব অভিভূত হলেন। তিনি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের - কাছে এসে বললেন—
“হে আল্লাহর রাসুল! আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো বায়রুহা নামক বাগান। আমি সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে চাই। আশা করি আল্লাহ এর মাধ্যমে আমাকে উত্তম প্রতিদান দেবেন।”
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন— হে আবু তালহা!
“নিশ্চয়ই এটি লাভজনক সম্পদ। তবে আমার পরামর্শ হলো, তুমি এটিকে তোমার আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন করে দাও।”
আবু তালহা (রাযিয়াল্লাহু.) কোনো দ্বিধা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে নিলেন এবং তাঁর প্রিয় বাগান তার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিলেন।
🌿রাযিয়াল্লাহু আনহু 💚
—📌বি:দ্র: বর্তমানে কূপের স্থানটি মসজিদে নববীর ভেতরে মহিলাদের নামাজের অংশে পড়ে গেছে। অর্থাৎ, যারা এখন মসজিদে নববীতে যান, তারা পুরুষদের জায়গা থেকে সরাসরি এই কূপের চিহ্ন দেখতে পান না। মহিলাদের নামাজের জায়গার ভেতরে হওয়ায় সাধারণত মহিলারাই এই স্থানটি কাছ থেকে দেখতে পারেন। কূপটি মসজিদে নববীর ভেতরে, কিং ফাহাদ গেইট (Gate No. 21 ও 22 এর মাঝামাঝি) দিয়ে প্রবেশ করলে বাম পাশে, কার্পেটের নিচে অবস্থিত। কূপের আসল মুখ এখন বন্ধ, তবে শুধুমাত্র কূপের অবস্থান চিহ্নিত করে তিনটি মার্বেলের বৃত্তাকার নকশা করে রাখা হয়েছে,সাফাই করার সময় কার্পেট উঠানো হলেই দেখার সুযোগ হয়।
সংগ্রহীত।