15/07/2025
চাঁদা মুক্ত বাংলাদেশ চাই, নাথেরপেটুয়া, সোনাইমুড়ি, দোলখা নাঙ্গলকোট, কানকিরহাট সেনবাগ, এসব এলাকাগুলার টেম্পু স্টান থেকে এখনো চাঁদা তোলা হয়, আমি এক ভাইকে প্রশ্ন করলাম ভাই বাংলাদেশে এখন তো চাঁদার জন্য বিরোধিতা করতেছে আপনারা কেন কিছু বলতেছেন না, উত্তরে ও ভাই আমাকে বলে ভাই আমি এখন কিছু বললে আমার আস্ত রাখবো না, কারণ এখানে স্বয়ং থানার পুলিশ এ টাকার ভাগীদার আছে, গুটি দশটা মানুষের কাছে কয়েক হাজার লোক জিম্মি এটা আমাদের জন্য অনেক লজ্জা জনক, তাই এসব এলাকা টেম্পু স্থানে অটোস্থানে রিকশা স্থানে চাঁদার নামধারী ভিখারিরা কোনরকম যেন চাঁদা আদায় করতে না পারে সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে