Saad Shohel

Saad Shohel Entertainment & Knowledge

25/07/2025

যে ব্যক্তি অন্যায়ভাবে চড়ুই পাখির ন্যায় একটি ছোট পাখিকেও হত্যা করে, আল্লাহ সেই হত্যা সম্বন্ধে তাকে প্রশ্ন করবেন।

13/07/2025

পবিত্রতা ঈমানের এক অঙ্গ।

06/07/2025

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

29/06/2025

যারা পরপঞ্চরদের (নবীদের) কবর পূজা করে, তারা অভিশপ্ত হউক।

29/06/2025

যারা ধনী কিংবা সবলকার, তাদের ভিক্ষা করা অনুচিত। যারা অতি অভাবগ্রস্ত, দীন-দরিদ্র কেবল তারা ভিক্ষা করতে পারে।

#যারা #যারা #তারা

23/06/2025

মহানবী হযরত মুহাম্মদ (সা.) জীবদ্দশায় বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন

01. বদর (৬২৪ খ্রিস্টাব্দ)
02. ওহুদ (৬২৫ খ্রিস্টাব্দ)
03. খন্দক (৬২৭ খ্রিস্টাব্দ) - অন্য নাম "আহযাব"
04. বনি কাইনুকা
05. বনি নাযির
06. বনি কুরাইজা
07. মরিয়সি (মুস্তালিক)
08. খাইবার (৬২৮ খ্রিস্টাব্দ)
09. হুদাইবিয়া
10. মক্কা বিজয় (৬৩০ খ্রিস্টাব্দ)
11. হুনাইন
12. তাবুক (৬৩১ খ্রিস্টাব্দ)
13. ধাত আস-সালাসিল
14. বনি সুলাইম
15. উরাইনা
16. বনি লিহ্যান
17. হামরা আল-আসাদ
18. যাতুর রিকাআ
19. উশায়রা
20. বনি মুহারিব
21. বনি আনমার
22. ফেদাক
23. বনি ফাজার
24. তুরবা
25. মক্কা (হুদাইবিয়া সন্ধির পরে)
26. বানি মুসতালিক
27. নাখলা অভিযান

23/06/2025

গাজওয়াতুল হিন্দ পরিচিতি ও রাসূলুল্লাহ সাঃ এর ভবিষ্যৎ বাণী।

গাজওয়াতুল হিন্দ বলতে ইমাম মাহদি এর আগমনের কিছুকাল আগে এই হিন্দ এলাকায়
( পাক - ভারত - বাংলাদেশে ) মুসলিম ও কাফিরদের / মুশরিকদের মধ্যকার সংগঠিত যুদ্ধকে বুঝায় ।

রাসূল ( সা ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবী রাসূল ( সা ) কে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করছেন কেন ? রাসূল ( সা ) বললেন আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি । সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন ৷ রাসূল ( সা ) বললেন পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের ( যারা মুর্তিপুজা করেন ) তাদের সাথে যুদ্ধ শুরু হবে ৷ যুদ্ধটা হবে অসম ৷ মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক ৷ ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে ৷ ঐ যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে : এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামী ৷ আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন ৷ শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন ৷ নবীজি মুহাম্মদ বলেন এই যুদ্ধ বদর সমতুল্য ( সুবহানাল্লাহ ) তিনি আরো বলেছেন ঐ সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন ৷

নাসায়ী খন্ড ০১. পৃষ্ঠা ১৫২ / সুনানে আবু দাউদ খন্ড ০৬ , পৃষ্ঠা ৪২

#সবাই #এই #এই

23/06/2025

একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে এলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যত দিন তোমরা দশটি আলামত না দেখ তত দিন কিয়ামত হবে না।

১. ধোঁয়া।

২. দাজ্জালের আগমন।

৩.। ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামক অদ্ভুদ এক প্রাণীর আগমন।

৪. পশ্চিম আকাশে সূর্যোদয়।

৫. ঈসা ইবনে মারইয়ামের আগমন।

৬. ইয়াজুজ-মাজুজের আবির্ভাব।

৭. পূর্বে ভূমি ধ্বস।

৮. পশ্চিমে ভূমি ধ্বস।

৯. আরব উপদ্বীপে ভূমি ধ্বস।

১০. সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিবে।

(collected)

23/06/2025

হযরত মুহাম্মদ (সা.) যুদ্ধ নিয়ে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছেন। এর মধ্যে ১০টি উল্লেখযোগ্য ভবিষ্যদ্বাণী নিচে উল্লেখ করা হলো:

১. শামের যুদ্ধ (সিরিয়ার যুদ্ধ): রাসুলুল্লাহ (সা.) শাম (বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান ও লেবানন) অঞ্চলের গুরুত্ব ও সেখানে সংঘটিত যুদ্ধ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন।

২. কালব গোত্রের যুদ্ধ: একটি হাদিসে কালব গোত্রের বিরুদ্ধে মাহদীর অনুসারীদের বিজয়ের কথা উল্লেখ আছে।

৩. গাজওয়াতুল হিন্দ: "গাজওয়াতুল হিন্দ" (ভারত অঞ্চলে যুদ্ধ) নামে একটি যুদ্ধ সংঘটিত হওয়ার ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যেখানে মুসলিম ও অমুসলিমদের মধ্যে যুদ্ধ হবে।

৪. ফিতনা (বিপর্যয়) ও যুদ্ধ: কিয়ামতের আগে বিভিন্ন ফিতনা ও যুদ্ধ দেখা যাওয়ার ভবিষ্যদ্বাণী রয়েছে।

৫. বদর যুদ্ধের ভবিষ্যৎবাণী: বদর যুদ্ধের পূর্বে এবং পরে সংঘটিত বিভিন্ন ঘটনা ও বিজয় সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) ভবিষ্যদ্বাণী করেছিলেন।

৬. উহুদের যুদ্ধের ভবিষ্যৎবাণী: উহুদের যুদ্ধে মুসলিমদের সাময়িক পরাজয় এবং পরবর্তীতে বিজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল।

৭. খন্দকের যুদ্ধের ভবিষ্যৎবাণী: খন্দকের যুদ্ধের পূর্বে মুসলিমদের বিজয়ের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা হয়েছিল।

৮. হুদায়বিয়ার সন্ধির ভবিষ্যৎবাণী: হুদায়বিয়ার সন্ধির ফলাফল সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা পরবর্তীতে সত্য প্রমাণিত হয়।

৯. বিভিন্ন যুদ্ধ ও বিজয়: রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন যুদ্ধ ও বিজয়ের ভবিষ্যদ্বাণী করেছেন, যা পরবর্তীতে সংঘটিত হয়েছে।

১০. ফ্যাসাদ ও বিপর্যয়: কিয়ামতের আগে পৃথিবীতে বিভিন্ন ধরনের বিপর্যয় ও যুদ্ধ দেখা যাওয়ার কথা বলা হয়েছে।

(collected)

22/06/2025

• স্পষ্টভাষিতা, মধুর ভাষণ ও দ্ব্যর্থহীন আলোচনা মানুষের উন্নত বিপরীত পক্ষে অস্পষ্ট কথাবার্তা, তিক্ত ও কর্কশ আলোচনা এবং মিথ্যা কথা কলুষতাপূর্ণ চরিত্রের লক্ষণ। ইসলাম পরিচ্ছন্ন কথাবার্তাকে অত্যন্ত গুরুত্ব দান করে।

15/06/2025

যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়।

15/06/2025

পুরাতন কাপড় পরিধান করো, অর্ধপেট ভরে পানাহার করো, এটা নবীসুলভ কার্যের অংশ বিশেষ।

Address

Al Ramlah
Umm Al Qaiwain

Alerts

Be the first to know and let us send you an email when Saad Shohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saad Shohel:

Share