
29/05/2025
নতুন দলের প্রথম দিনে ৩ টা জিনিস জোশ লাগছে।
১.মঞ্চে কোন চেয়ার ছিলো না। সবাই হাটুগেড়ে বসেছিলো। ঠিক আন্দোলনের মতো। মেসেজটা পরিষ্কার, এই দলে কোন একক নেতা নাই। পারিবারিক নেতা নাই। এইখানে অনেকজন নেতা আছেন।
২. হাসনাত আব্দুল্লাহ আজকেও ঐ সবুজ জার্সি পরে মঞ্চে উঠেছিলেন। এইটা তাঁর ট্রেডমার্ক। যেই জার্সি পরে তিনি আন্দোলন করেছেন, সেই গেটআপ নিয়েই রাজনীতির মঞ্চে উঠাটা সিম্বোলিক। এইটা কাকতালীয় না।
৩. মাথায় লাল সবুজ পতাকা জড়িয়ে নাহিদ ইসলাম স্লোগান তুললেন, ক্ষমতা না জনতা? জনতা, জনতা। একদিন আগে ক্ষমতা ছেড়ে জনতার কাতারে নেমে আসা একজন নেতার মুখে এই স্লোগান যে কতটা সুন্দর ছিলো, বলে বোঝানো যাবে না!!
বিপ্লব দীর্ঘ জীবি হোক✊