One Motion

One Motion মু. আজিজ মোবাইল01828520337
(2)

29/07/2025

সকাল সকাল দোকান খুলেছেন এই বৃদ্ধ মানুষটি…
চোখে ভালো দেখতে পান না, আধা অন্ধ—তবুও থেমে নেই।
পেটের দায়, সংসারের টান, অভাবের কষ্ট তাকে ঘরে বসে থাকতে দেয় না।

মাটির হাড়ি, পাতিল, কলস—নিজের হাতে বানান, আবার নিজেই হাঁটেন বাজারে।
এই বয়সেও কারো কাছে হাত পাতেন না, আল্লাহর রহমতে দু'হাত ভরসা করে চলেন।

28/07/2025

একে চিনে থাকলে আমাদের একটু জানাবেন,
মনে হয় মানসিক সমস্যা।ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজির হাট বাজার এলাকায়,
যেভাবে রাস্তার মাঝে শুয়ে পড়েছে , দুর্ঘটনার শিকার হতে পারে।

28/07/2025

খুশির সংবাদ। অনেক সুন্দর একটি গরু পাওয়া গেছে।

28/07/2025

এই ছোট্ট পরিসরেই লুকিয়ে আছে জীবিকার বিশাল সংগ্রাম, পাহাড়ি মানুষের সহজ-সরল জীবনযাত্রার প্রতিচ্ছবি।মু. আজিজ 008801828520337

আওয়ামী আমলের দুর্বৃত্তরা বলতে  কারা ছিল?এ দেশের কৃষকের জমি নষ্ট করে যারা রাজনৈতিক শক্তি ও প্রভাব দেখায়, তারাই দুর্বৃত্...
28/07/2025

আওয়ামী আমলের দুর্বৃত্তরা বলতে কারা ছিল?
এ দেশের কৃষকের জমি নষ্ট করে যারা রাজনৈতিক
শক্তি ও প্রভাব দেখায়, তারাই দুর্বৃত্ত।

বর্তমানের দুর্বৃত্তরা কারা?
যারা গরিব মানুষের কাঁধে পা দিয়ে ওপরে ওঠে, দুর্নীতির পাহাড় গড়ে, আর ক্ষমতার জোরে দুনিয়ার আদালতে ন্যায়বিচারকে থামিয়ে দেয়—তারা-ই তো আজকের দুর্বৃত্ত।

একজন মধ্যবয়সী নারী—নিজের রক্ত পানি করা খেতের ধানগাছ যখন কেউ পায়ের নিচে মাড়িয়ে নষ্ট করে দেয়, তখন সে কাদামাটি ভরা জমিতে পড়ে যায় সিজদায়।

সে জানে, মানুষ গড়া আদালতে বিচার না হলেও, আল্লাহর আদালত থেকে কেউ রেহাই পাবে না।

কেউ না কেউ ঠিকই ওখানে দাঁড়াবে, বিচার হবে
নিঃসন্দেহে কেননা সেদিন কোনো পেশিশক্তি চলবে না, শুধু সত্য ও অন্যায়ের হিসাব চলবে।

বৃষ্টিভেজা দুপুরে ঘরোয়া স্বাদের খোঁজে-নাজিরহাটের বেড়ার হোটেল! আজ দুপুরে রিমঝিম বৃষ্টির মাঝে, ভুজপুর কাজির হাট থেকে ছুট...
28/07/2025

বৃষ্টিভেজা দুপুরে ঘরোয়া স্বাদের খোঁজে-
নাজিরহাটের বেড়ার হোটেল!

আজ দুপুরে রিমঝিম বৃষ্টির মাঝে, ভুজপুর কাজির হাট থেকে ছুটে গেলাম নাজিরহাটের বিখ্যাত 'আব্দুল মতিন হোটেল'—যেটা সবাই ভালোবেসে 'বেড়ার হোটেল' নামে চেনে।

ঘরোয়া পরিবেশে বসে মন ভরে খেলাম, খাবারের স্বাদে যেন মাটির ঘ্রাণ—প্রতিটি পদেই ছিল মায়ের হাতের রান্নার মতো এক স্বাদ, এক প্রশান্তি।

আর হোটেল মালিক পারভেজ ভাইয়ের ব্যবহার?
ও হ হু - সেটা আলাদা করে না বললেই নয়—আমরা কাস্টমার হলেও উনার আতিথেয়তায় মনে হয়েছে যেন আপন ঘরের অতিথি। আন্তরিকতা, সম্মান আর আপ্যায়নে ছিল একধরনের আন্তরিক মাধুর্য।

নাজিরহাটে গেলে ‘বেড়ার হোটেল’-এ একবার বসেই দেখুন—খাবার আর ব্যবহার, দুটোই মন ছুঁয়ে যাবে।

28/07/2025

উত্তর ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের ৩ নং
ওয়ার্ডের (হাপানিয়া) সুন্দর শাহ ছিলা এলাকায়।
যায়গা জমির জে-র ধরে হ-ত্যার চেষ্টার অভিযোগ, নিলয় নামের এক যুবকের। করেছে ভূজপুর থানায় মামলা -
অভিযুক্ত আসামিরা পলাতক ও মুঠোফোন বন্ধ যোগাযোগ করা সম্ভব হয়নি।

আজ ফটিকছড়ি উপজেলার নাজিরহাট কলেজে অনুষ্ঠিত হয় বোর্ড পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ সেশন।পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শি...
28/07/2025

আজ ফটিকছড়ি উপজেলার নাজিরহাট কলেজে অনুষ্ঠিত হয় বোর্ড পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ সেশন।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা যেন আরেকটি পরীক্ষায় পড়েন — দুই কিলোমিটারের দীর্ঘ যানজট।

রাস্তার দুই পাশে সারি সারি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে থাকা অবস্থায় রাস্তাটি এক প্রকার অচল হয়ে পড়ে।
শতাধিক ছাত্রছাত্রীকে হেঁটে যেতে হয় দীর্ঘ পথ।
অনেকে ক্লান্ত, কেউ রোদে হাঁপিয়ে পড়ে। কিছু শিক্ষার্থীর চোখে ছিল ক্ষোভ, হতাশা।

ঘটনাস্থলে দেখা যায়—একাধিক পুলিশ সদস্য চুপচাপ দাঁড়িয়ে,
কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।

28/07/2025

সবার সকাল এক না!
মাথায় কিছু খাঁচা,
হাতে কিছু না-
কিন্তু মনে — কত কিছু!

এই নারী কে জানি না,
কিন্তু তার পথচলা দেখেই বুঝি-
সে একজন যোদ্ধা।

সংসার, অভাব, শ্রম…
সব নিয়ে হাঁটছেন তিনি,
যেন নীরব ভাষায় বলে যাচ্ছেন—

আমি থামতে পারি না।

28/07/2025

যে মাংস মুসলিমদের জন্য হারাম,
ত্রিপুরাদের জন্য খুবই পছন্দের।

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর?
28/07/2025

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর?

27/07/2025

সাপের মুখোমুখি এক নারী, এটাই সাহস।

Address


Alerts

Be the first to know and let us send you an email when One Motion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share