29/07/2025
সকাল সকাল দোকান খুলেছেন এই বৃদ্ধ মানুষটি…
চোখে ভালো দেখতে পান না, আধা অন্ধ—তবুও থেমে নেই।
পেটের দায়, সংসারের টান, অভাবের কষ্ট তাকে ঘরে বসে থাকতে দেয় না।
মাটির হাড়ি, পাতিল, কলস—নিজের হাতে বানান, আবার নিজেই হাঁটেন বাজারে।
এই বয়সেও কারো কাছে হাত পাতেন না, আল্লাহর রহমতে দু'হাত ভরসা করে চলেন।